ETV Bharat / sitara

তোমাদের এক ঝলক দেখলেই দিন ভালো হয়ে যায়, বলছেন রাজ চক্রবর্তী - রাজ চক্রবর্তী নতুন ফোটো

সম্প্রতি ইনস্টাগ্রামে একটি নতুন ছবি পোস্ট করেন রাজ । সেখানে শুভশ্রীর কোলে বসে থাকতে দেখা গিয়েছে ইউভানকে । ছবির ক্যাপশনে রাজ লেখেন, "তোমাদের দু'জনকে এক ঝলক দেখতে পারলেই আমার দিন ভালো হয়ে যায় ! তোমাদের দু'জনকে অনেক ভালোবাসা !"

aSd
asd
author img

By

Published : Dec 20, 2020, 1:47 PM IST

কলকাতা : এখন ইউভানকে নিয়েই দিন কেটে যাচ্ছে রাজ চক্রবর্তী ও শুভশ্রী গাঙ্গুলির । যতক্ষণ বাড়িতে থাকছেন ততক্ষণ ছেলের সঙ্গে দুষ্টুমি ও খুনসুটিতেই মেতে থাকছেন পরিচালক । ছেলের বিভিন্ন মুহূর্তের ছবি ক্যামেরাবন্দী করছেন আর তা শেয়ার করছেন অনুরাগীদের সঙ্গে । তাঁর সোশাল মিডিয়া প্রোফাইলের বেশিরভাগ অংশই এখন জুড়ে রয়েছে ছোট্ট ইউভান । সম্প্রতি ইনস্টাগ্রামে ইউভানের একটি নতুন ছবি পোস্ট করেন রাজ ।

ছবিতে শুভশ্রীর কোলে বসে থাকতে দেখা গিয়েছে ইউভানকে । তার পরনে রয়েছে নীল টি শার্ট । আর এভাবেই মায়ের সঙ্গে ক্যামেরায় পোজ় দিচ্ছে সে । ক্যামেরায় কীভাবে পোজ় দিতে হয়ে সেটা অবশ্য এখন থেকেই ভালো করে রপ্ত করে নিয়েছে এই একরত্তি ।

এই ছবি সম্প্রতি ইনস্টাগ্রামে শেয়ার করেন রাজ । আর ছবির ক্যাপশনে লেখেন, "তোমাদের দু'জনকে এক ঝলক দেখতে পারলেই আমার দিন ভালো হয়ে যায় ! তোমাদের দু'জনকে অনেক ভালোবাসা !"

এরপর ছবির কমেন্ট বক্সে পালটা কমেন্ট করেন শুভশ্রী । তিনি লেখেন, "আমরাও তোমাকে খুবই ভালোবাসি"।

আর এই ছবি পোস্ট করার সঙ্গে সঙ্গেই সেখানে কমেন্ট করতে শুরু করেন একাধিক তারকা । রয়েছেন পার্নো মিত্র ও রফিয়াত রশিদ মিথিলা । তারকাদের পাশাপাশি কমেন্ট করেছেন নেটিজ়েনরাও । ইউভানকে ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন সবাই ।

কলকাতা : এখন ইউভানকে নিয়েই দিন কেটে যাচ্ছে রাজ চক্রবর্তী ও শুভশ্রী গাঙ্গুলির । যতক্ষণ বাড়িতে থাকছেন ততক্ষণ ছেলের সঙ্গে দুষ্টুমি ও খুনসুটিতেই মেতে থাকছেন পরিচালক । ছেলের বিভিন্ন মুহূর্তের ছবি ক্যামেরাবন্দী করছেন আর তা শেয়ার করছেন অনুরাগীদের সঙ্গে । তাঁর সোশাল মিডিয়া প্রোফাইলের বেশিরভাগ অংশই এখন জুড়ে রয়েছে ছোট্ট ইউভান । সম্প্রতি ইনস্টাগ্রামে ইউভানের একটি নতুন ছবি পোস্ট করেন রাজ ।

ছবিতে শুভশ্রীর কোলে বসে থাকতে দেখা গিয়েছে ইউভানকে । তার পরনে রয়েছে নীল টি শার্ট । আর এভাবেই মায়ের সঙ্গে ক্যামেরায় পোজ় দিচ্ছে সে । ক্যামেরায় কীভাবে পোজ় দিতে হয়ে সেটা অবশ্য এখন থেকেই ভালো করে রপ্ত করে নিয়েছে এই একরত্তি ।

এই ছবি সম্প্রতি ইনস্টাগ্রামে শেয়ার করেন রাজ । আর ছবির ক্যাপশনে লেখেন, "তোমাদের দু'জনকে এক ঝলক দেখতে পারলেই আমার দিন ভালো হয়ে যায় ! তোমাদের দু'জনকে অনেক ভালোবাসা !"

এরপর ছবির কমেন্ট বক্সে পালটা কমেন্ট করেন শুভশ্রী । তিনি লেখেন, "আমরাও তোমাকে খুবই ভালোবাসি"।

আর এই ছবি পোস্ট করার সঙ্গে সঙ্গেই সেখানে কমেন্ট করতে শুরু করেন একাধিক তারকা । রয়েছেন পার্নো মিত্র ও রফিয়াত রশিদ মিথিলা । তারকাদের পাশাপাশি কমেন্ট করেছেন নেটিজ়েনরাও । ইউভানকে ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন সবাই ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.