ETV Bharat / sitara

Gehraiyaan trailer released : গেহরাইয়াঁয় দীপিকা-সিদ্ধান্ত-অনন্যার ত্রিকোণ প্রেমের রসায়ন, মুক্তি পেল ট্রেলার - অনন্যা পাণ্ডে

প্রকাশ করা হল দীপিকা পাড়ুকোন (Deepika Padukone upcoming movie), অনন্যা পাণ্ডে ও সিদ্ধান্ত চতুর্বেদীর (Siddhant Chaturvedi in Gehraiyaan) ছবি গেহরাইয়াঁর ট্রেলার (Gehraiyaan trailer released)৷

gehraiyaan-trailer-released-Deepika Padukone, Siddhant Chaturvedi and Ananya Panday's is all about relationship
গেহরাইয়াঁয় দীপিকা-সিদ্ধান্ত-অনন্যার ত্রিকোণ প্রেমের রসায়ন, মুক্তি পেল ট্রেলার
author img

By

Published : Jan 21, 2022, 10:40 AM IST

মুম্বই, 21 জানুয়ারি : 5 জানুয়ারি দীপিকা পাড়ুকোনের (Deepika Padukone upcoming movie) জন্মদিনে তাঁর আপকামিং ফিল্ম গেহরাইয়াঁর টিজার প্রকাশ করেছিলেন নির্মাতারা ৷ ভক্তদের অপেক্ষাকে আর দীর্ঘায়িত না করে এবার প্রকাশিত হল ছবির ট্রেলার (Gehraiyaan trailer released) ৷ শকুন বাত্রা পরিচালিত ও করণ জোহর প্রযোজিত এই ছবিতে দীপিকা ছাড়াও রয়েছেন অনন্যা পাণ্ডে ও সিদ্ধান্ত চতুর্বেদী (Siddhant Chaturvedi in Gehraiyaan) ৷ ট্রেলারেই স্পষ্ট যে, ত্রিকোণ প্রেমের সম্পর্কের টানাপোড়েন নিয়ে ছবি তৈরি করেছে অ্যামাজন প্রাইম ভিডিয়ো (Upcoming bollywood movies OTT)৷

2 মিনিট 34 সেকেন্ডের ট্রেলারে গল্পের সঙ্গে কিছুটা পরিচয় ঘটিয়েছেন নির্মাতারা ৷ দীপিকা ও অনন্যা (Ananya Panday in Gehraiyaan) দুই তুতো বোন ৷ বয়ফ্রেন্ড সিদ্ধান্তের সঙ্গে ডেটিং করছেন অনন্যা ৷ আর দীপিকা তাঁর বয়ফ্রেন্ড ধাইরা কারওয়াকে নিয়ে ব্যস্ত নিজের জীবনে ৷ অনন্যা তাঁর বয়ফ্রেন্ডের সঙ্গে দীপিকার পরিচয় করিয়ে দেওয়ার পরই গল্পটা অন্য দিকে মোড় নেয় ৷ ঘনিষ্ঠতা বাড়ে দীপিকা ও সিদ্ধান্তের মধ্যে ৷ ত্রিকোণ প্রেমের জটিল অঙ্কেই বাড়তে থাকে সম্পর্কের টানাপোড়েন ৷ এই ফিল্মে দেখা যাবে নাসিরুদ্দিন শাহ ও রজত কাপুরকেও ৷

আরও পড়ুন: Gehraiyaan Teaser: ভালোবাসার গভীরতার খোঁজে গেহরাইয়াঁ, টিজার প্রকাশ দীপিকার

গেহরাইয়াঁয় দীপিকার চরিত্রের নাম আলিশা ৷ এই চরিত্র সম্পর্কে বলতে গিয়ে বলিউডের মস্তানি গার্ল বলেছেন, "চরিত্রটা আমার হৃদয়ের খুব কাছাকাছি এবং নিঃসন্দেহে আমার অভিনয় করা চরিত্রগুলির মধ্যে অন্যতম চ্যালেঞ্জিং চরিত্র ৷ এই ভূমিকায় অভিনয় করতে পেরে আমি কৃতজ্ঞ ৷" সম্পর্ক ও মানুষের আবেগ নিয়ে যখনই গল্প তৈরি হয়, সেটাকে বাস্তব রূপ দিতে শকুন বাত্রার দক্ষতা অপরিসীম বলেও মন্তব্য করেন অভিনেত্রী ৷ গেহরাইয়াঁয় অভিনয় চুটিয়ে উপভোগ করেছেন অনন্যা পাণ্ডেও ৷ তিনি বলেছেন, "সম্পর্কের জটিলতা, প্রেমে পড়ার আনন্দ ফুটিয়ে তুলবে এই ছবি ৷ একটা সত্যি গল্প যেন ধরা দেবে গেহরাইয়াঁতে ৷"

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

আগামী 11 ফেব্রুয়ারি 240টিরও বেশি দেশে প্রাইম ভিডিয়োয় (Amazon prime new movies ) এক্সক্লুসিভ ওয়ার্ল্ড প্রিমিয়ার হতে চলেছে গেহরাইয়াঁর ৷

মুম্বই, 21 জানুয়ারি : 5 জানুয়ারি দীপিকা পাড়ুকোনের (Deepika Padukone upcoming movie) জন্মদিনে তাঁর আপকামিং ফিল্ম গেহরাইয়াঁর টিজার প্রকাশ করেছিলেন নির্মাতারা ৷ ভক্তদের অপেক্ষাকে আর দীর্ঘায়িত না করে এবার প্রকাশিত হল ছবির ট্রেলার (Gehraiyaan trailer released) ৷ শকুন বাত্রা পরিচালিত ও করণ জোহর প্রযোজিত এই ছবিতে দীপিকা ছাড়াও রয়েছেন অনন্যা পাণ্ডে ও সিদ্ধান্ত চতুর্বেদী (Siddhant Chaturvedi in Gehraiyaan) ৷ ট্রেলারেই স্পষ্ট যে, ত্রিকোণ প্রেমের সম্পর্কের টানাপোড়েন নিয়ে ছবি তৈরি করেছে অ্যামাজন প্রাইম ভিডিয়ো (Upcoming bollywood movies OTT)৷

2 মিনিট 34 সেকেন্ডের ট্রেলারে গল্পের সঙ্গে কিছুটা পরিচয় ঘটিয়েছেন নির্মাতারা ৷ দীপিকা ও অনন্যা (Ananya Panday in Gehraiyaan) দুই তুতো বোন ৷ বয়ফ্রেন্ড সিদ্ধান্তের সঙ্গে ডেটিং করছেন অনন্যা ৷ আর দীপিকা তাঁর বয়ফ্রেন্ড ধাইরা কারওয়াকে নিয়ে ব্যস্ত নিজের জীবনে ৷ অনন্যা তাঁর বয়ফ্রেন্ডের সঙ্গে দীপিকার পরিচয় করিয়ে দেওয়ার পরই গল্পটা অন্য দিকে মোড় নেয় ৷ ঘনিষ্ঠতা বাড়ে দীপিকা ও সিদ্ধান্তের মধ্যে ৷ ত্রিকোণ প্রেমের জটিল অঙ্কেই বাড়তে থাকে সম্পর্কের টানাপোড়েন ৷ এই ফিল্মে দেখা যাবে নাসিরুদ্দিন শাহ ও রজত কাপুরকেও ৷

আরও পড়ুন: Gehraiyaan Teaser: ভালোবাসার গভীরতার খোঁজে গেহরাইয়াঁ, টিজার প্রকাশ দীপিকার

গেহরাইয়াঁয় দীপিকার চরিত্রের নাম আলিশা ৷ এই চরিত্র সম্পর্কে বলতে গিয়ে বলিউডের মস্তানি গার্ল বলেছেন, "চরিত্রটা আমার হৃদয়ের খুব কাছাকাছি এবং নিঃসন্দেহে আমার অভিনয় করা চরিত্রগুলির মধ্যে অন্যতম চ্যালেঞ্জিং চরিত্র ৷ এই ভূমিকায় অভিনয় করতে পেরে আমি কৃতজ্ঞ ৷" সম্পর্ক ও মানুষের আবেগ নিয়ে যখনই গল্প তৈরি হয়, সেটাকে বাস্তব রূপ দিতে শকুন বাত্রার দক্ষতা অপরিসীম বলেও মন্তব্য করেন অভিনেত্রী ৷ গেহরাইয়াঁয় অভিনয় চুটিয়ে উপভোগ করেছেন অনন্যা পাণ্ডেও ৷ তিনি বলেছেন, "সম্পর্কের জটিলতা, প্রেমে পড়ার আনন্দ ফুটিয়ে তুলবে এই ছবি ৷ একটা সত্যি গল্প যেন ধরা দেবে গেহরাইয়াঁতে ৷"

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

আগামী 11 ফেব্রুয়ারি 240টিরও বেশি দেশে প্রাইম ভিডিয়োয় (Amazon prime new movies ) এক্সক্লুসিভ ওয়ার্ল্ড প্রিমিয়ার হতে চলেছে গেহরাইয়াঁর ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.