ETV Bharat / sitara

Gehraiyaan Teaser: ভালোবাসার গভীরতার খোঁজে গেহরাইয়াঁ, টিজার প্রকাশ দীপিকার - দীপিকা পাড়ুকোনের ফিল্ম

ভালোবাসার আরও গভীরতার খোঁজে গেহরাইয়াঁ (Gehraiyaan Teaser) ৷ টিজার প্রকাশ করলেন দীপিকা পাড়ুকোন (Deepika Padukone in Gehraiyaan Teaser) ৷ ছবিতে আছেন সিদ্ধান্ত চতুর্বেদী ও অনন্যা পান্ডে (Ananya Panday film) ৷

gehraiyaan-teaser-deepika-padukone-siddhant-chaturvedi-and-ananya-panday-in-shakun-batra-film
ভালোবাসার গভীরতার খোঁজে গেহরাইয়াঁ, টিজার প্রকাশ দীপিকার
author img

By

Published : Dec 20, 2021, 4:00 PM IST

মুম্বই, 20 ডিসেম্বর: বড় কোনও ঘোষণা করতে চলেছেন ৷ আগেই জানিয়েছিলেন দীপিকা পাড়ুকোন (Deepika Padukone in Gehraiyaan Teaser), সিদ্ধান্ত চতুর্বেদী (Siddhant Chaturvedi) ও অনন্যা পান্ডে ৷ এবার সেই রহস্যের উন্মোচন করা হল ৷ তাঁরা জানালেন, তাঁদের পরবর্তী ছবির নাম ৷ করণ জোহরের ধর্মা প্রোডাকশনসের প্রযোজনায় শকুন বাত্রার পরিচালনায় আসছে নতুন ছবি গেহরাইয়াঁ (Gehraiyaan Teaser) ৷ নামের সঙ্গে সঙ্গেই প্রকাশ্যে আনা হয়েছে ফিল্মের টিজারও ৷

টিজারটি শুরু হচ্ছে যে দৃশ্য দিয়ে, সেখানে দেখা যাচ্ছে কড়া নাড়া শুনে দরজা খুলছেন দীপিকা ৷ উল্টোদিকে সিদ্ধান্ত চতুর্বেদী ৷ দু‘জনে দু‘জনকে দেখামাত্রই আদুরে আলিঙ্গন, আর ব্যাকগ্রাউন্ডে শুরু গেহরাইয়াঁ গানটি ৷ টিজারে দেখা গিয়েছে অনন্যা পান্ডে ও ধাইরা করওয়াকেও ৷ টিজার দেখে ছবির গল্প আন্দাজ করা যায়নি ৷ তবে এই ছবি যে গভীর ভালোবাসা ও সম্পর্কের টানাপোড়েন তুলে ধরবে, তা একপ্রকার নিশ্চিত ৷

আরও পড়ুন: IPL 2022 : শাহরুখ-প্রীতি-শিল্পার পর আসরে দীপবীর, আইপিএলে দল কিনতে পারে সেলেব জুটি

এই টিজার পোস্ট করে ক্যাপশনে দীপিকা লিখেছেন, "আমার হৃদয়ের একটি অংশ...৷" সিদ্ধান্ত এই ছবি নিয়ে লিখেছেন, "অনেকে বলে তুমি যা ভালোবাসো, সেখানেই তুমি তোমার অংশ ছেড়ে রেখে যাও ৷ হয়তো এখানে তুমি আমার হৃদয় খুঁজে পাবে ৷" আর অনন্যার (Ananya Panday film) কথায়, "আরও একটু গভীরে যাওয়ার সময় এসেছে ৷"

টিজার প্রকাশের আগে সেটের কিছু ছবি পোস্ট করেছিলেন দীপিকা পাড়ুকোন ৷ সেখানেই তিনি কিছু একটা ঘোষণা করবেন বলে জানিয়েছিলেন ৷

আরও পড়ুন: Deepika Padukone: জিয়া খানের শেষকৃত্যে পরা কুর্তা নিলামে চড়িয়ে রোষের মুখে দীপিকা

25 জানুয়ারি ওটিটি প্ল্যাটফর্ম অ্যামাজন প্রাইম ভিডিয়োয় মুক্তি পাবে গেহরাইয়াঁ ৷ গোয়া, মুম্বই ও আলিবাগে ছবিটির শুটিং হয়েছে ৷

মুম্বই, 20 ডিসেম্বর: বড় কোনও ঘোষণা করতে চলেছেন ৷ আগেই জানিয়েছিলেন দীপিকা পাড়ুকোন (Deepika Padukone in Gehraiyaan Teaser), সিদ্ধান্ত চতুর্বেদী (Siddhant Chaturvedi) ও অনন্যা পান্ডে ৷ এবার সেই রহস্যের উন্মোচন করা হল ৷ তাঁরা জানালেন, তাঁদের পরবর্তী ছবির নাম ৷ করণ জোহরের ধর্মা প্রোডাকশনসের প্রযোজনায় শকুন বাত্রার পরিচালনায় আসছে নতুন ছবি গেহরাইয়াঁ (Gehraiyaan Teaser) ৷ নামের সঙ্গে সঙ্গেই প্রকাশ্যে আনা হয়েছে ফিল্মের টিজারও ৷

টিজারটি শুরু হচ্ছে যে দৃশ্য দিয়ে, সেখানে দেখা যাচ্ছে কড়া নাড়া শুনে দরজা খুলছেন দীপিকা ৷ উল্টোদিকে সিদ্ধান্ত চতুর্বেদী ৷ দু‘জনে দু‘জনকে দেখামাত্রই আদুরে আলিঙ্গন, আর ব্যাকগ্রাউন্ডে শুরু গেহরাইয়াঁ গানটি ৷ টিজারে দেখা গিয়েছে অনন্যা পান্ডে ও ধাইরা করওয়াকেও ৷ টিজার দেখে ছবির গল্প আন্দাজ করা যায়নি ৷ তবে এই ছবি যে গভীর ভালোবাসা ও সম্পর্কের টানাপোড়েন তুলে ধরবে, তা একপ্রকার নিশ্চিত ৷

আরও পড়ুন: IPL 2022 : শাহরুখ-প্রীতি-শিল্পার পর আসরে দীপবীর, আইপিএলে দল কিনতে পারে সেলেব জুটি

এই টিজার পোস্ট করে ক্যাপশনে দীপিকা লিখেছেন, "আমার হৃদয়ের একটি অংশ...৷" সিদ্ধান্ত এই ছবি নিয়ে লিখেছেন, "অনেকে বলে তুমি যা ভালোবাসো, সেখানেই তুমি তোমার অংশ ছেড়ে রেখে যাও ৷ হয়তো এখানে তুমি আমার হৃদয় খুঁজে পাবে ৷" আর অনন্যার (Ananya Panday film) কথায়, "আরও একটু গভীরে যাওয়ার সময় এসেছে ৷"

টিজার প্রকাশের আগে সেটের কিছু ছবি পোস্ট করেছিলেন দীপিকা পাড়ুকোন ৷ সেখানেই তিনি কিছু একটা ঘোষণা করবেন বলে জানিয়েছিলেন ৷

আরও পড়ুন: Deepika Padukone: জিয়া খানের শেষকৃত্যে পরা কুর্তা নিলামে চড়িয়ে রোষের মুখে দীপিকা

25 জানুয়ারি ওটিটি প্ল্যাটফর্ম অ্যামাজন প্রাইম ভিডিয়োয় মুক্তি পাবে গেহরাইয়াঁ ৷ গোয়া, মুম্বই ও আলিবাগে ছবিটির শুটিং হয়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.