কলকাতা : ২০২০ সালে জন্মের শতবর্ষ পূরণ হচ্ছে বাংলা সিনেমার কিংবদন্তি অভিনেতা ভানু বন্দ্যোপাধ্যায়ের। তাঁর জন্ম ২৬ অগাস্ট, ১৯২০। এই বিশেষ দিনকে, বিশেষ সময়কে ধরে রাখতে, নাতনি গার্গী মুখোপাধ্যায় একটি বিশেষ উপহারের আয়োজন করেছেন প্রিয় দাদুর জন্য।
গার্গী একা নন, তাঁর সেই উপহারের অঙ্গ বাংলা সিনেমার অন্যান্য কিংবদন্তিরাও। বলা যেতে পারে একেবারে ওতপ্রোতভাবে জড়িত। যেমন সৌমিত্র চট্টোপাধ্যায়, সাবিত্রী চট্টোপাধ্যায়, রঞ্জিত মল্লিক, মিতা চট্টোপাধ্যায়, লিলি চক্রবর্তী, অরিন্দম কে নেই সেই তালিকায়। গার্গীর ইচ্ছে ছিল অভিনেতা চিন্ময় রায়কেও সামিল করবেন। কিন্তু, কিছুদিন আগেই তাঁর মৃত্যু হওয়ায়, সেই ইচ্ছা অপূর্ণই থেকে গেছে গার্গীর।
ETV Bharatকে একান্তভাবে গার্গী বলেছেন, "ভানুদাদুর জন্য বিশেষ উপহার তৈরি করছি। আমার সঙ্গে সৌমিত্র চট্টোপাধ্যায়, সাবিত্রী চট্টোপাধ্যায়, রঞ্জিত মল্লিক, মিতা চট্টোপাধ্যায়, লিলি চক্রবর্তী, অরিন্দমের মতো কিংবদন্তীরা যুক্ত হয়েছেন। দাদুর শততম জন্ম তিথি উপলক্ষ্যে এটুকু তো করতেই হবে। তবে এই মুহূর্তে উপহার সম্পর্কে বিশেষ কিছু বলতে চাই না। সেটা ২০২০ সালে সারপ্রাইজ।"
গার্গী একজন উদীয়মান চলচ্চিত্র পরিচালক। সেই সঙ্গে চিত্রনাট্য লেখাতেও সিদ্ধহস্ত। সম্প্রতি তিনি 'রিক্সাওয়ালা' ছবির চিত্রনাট্য লেখার কাজ শেষ করেছেন। চোখে অনেক স্বপ্ন, অনেক আশা তাঁর। ভানু বন্দ্যোপাধ্যায়ের জন্মদিনের উপহারকে সঙ্গে জড়িয়ে রয়েছে গার্গীর প্রযোজনা সংস্থা VFRIEND ENTERTAINMENT।
গার্গীর উপহারের ছোট্ট ঝালক দেখে নিন :
- " class="align-text-top noRightClick twitterSection" data="">