ETV Bharat / sitara

পর্ন ভিডিয়ো দেখিয়ে রোজগারের ছক, গ্রেপ্তার 'গন্দি বাত' অভিনেত্রী -

পর্ন ভিডিয়ো শুট করে তা ওয়েবসাইটে আপলোড করার অভিযোগে গ্রেপ্তার করা হল 'গন্দি বাত' খ্যাত অভিনেত্রী গেহনা বশিষ্ঠকে । গতকাল অর্থাৎ 6 ফেব্রুয়ারি রাতে অভিনেত্রীকে গ্রেপ্তার করল মুম্বই পুলিশের ক্রাইম ব্রাঞ্চ ।

'Gandii Baat' actress gahena vasisth porn shoot
'Gandii Baat' actress gahena vasisth porn shoot
author img

By

Published : Feb 7, 2021, 4:29 PM IST

মুম্বই : গ্রেপ্তার করা হল অভিনেত্রী গেহনা বশিষ্ঠকে, যাঁর আসল নাম বন্দনা তিওয়ারি । পর্ন ভিডিয়ো শুট করে তা ওয়েবসাইটে আপলোড করার অভিযোগে গুরুতর এই পদক্ষেপ নিল মুম্বই পুলিশের ক্রাইম ব্রাঞ্চ ।

মুম্বই পুলিশের এক সিনিয়র অফিশিয়াল আইএএনএস-কে জানিয়েছেন, "শনিবারে অভিনেত্রী গেহনা বশিষ্ঠকে গ্রেপ্তার করা হয়েছে । আজ তাঁকে আদালতে পেশ করা হবে ।"

আইএএনএস সূত্রে জানা যাচ্ছে যে, গেহনা নাকি 87 টি পর্ন ভিডিয়ো শুট করেছেন এবং নিজের ওয়েবসাইটে তা আপলোড করেছেন । 2000 টাকার বিনিময়ে যে কেউ এই ভিডিয়োগুলো দেখতে পারেন তাঁর ওয়েবসাইটে ঢুকে ।

'Gandii Baat' actress gahena vasisth porn shoot
...

এই খবর জানার পরেই মাড আইল্যান্ডের একটি বাংলোতে হানা দেয় ক্রাইম ব্রাঞ্চের অফিসাররা । গেহনা ছাড়াও এই ঘটনায় গ্রেপ্তার হয়েছেন ইয়াসমিন বেগ খান (পর্ন পরিচালক), প্রতিভা নালাওয়াড়ে (গ্রাফিক ডিজ়াইনার), মনু গোপালদাস যোশি (পর্ন অ্যাক্টর), মহম্মদ আসিফ (ক্যামেরাম্যান) ।

1988 সালে ছত্তিশগড়ে জন্ম গেহনার । বন্ধুমহলে তিনি আবার 'জ়িন্দেগি' নামে পরিচিত । কম্পিউটার সায়েন্স নিয়ে ইঞ্জিনিয়ারিং পাশ করার পরেও মডেলিংয়ে ক্যারিয়ার শুরু করেন গেহনা ।

মিস এশিয়া বিকিনি বিজেতা গেহনা ওরফে বন্দনার সবচেয়ে উল্লেখযোগ্য কাজ 'গন্দি বাত' । এছাড়াও কয়েকটি হিন্দি ও তেলুগু ছবি ও বিজ্ঞাপনে দেখা গেছে তাঁকে । এক সময় এমটিভি-তে সঞ্চালনার কাজও করেছেন গেহনা ।

মুম্বই : গ্রেপ্তার করা হল অভিনেত্রী গেহনা বশিষ্ঠকে, যাঁর আসল নাম বন্দনা তিওয়ারি । পর্ন ভিডিয়ো শুট করে তা ওয়েবসাইটে আপলোড করার অভিযোগে গুরুতর এই পদক্ষেপ নিল মুম্বই পুলিশের ক্রাইম ব্রাঞ্চ ।

মুম্বই পুলিশের এক সিনিয়র অফিশিয়াল আইএএনএস-কে জানিয়েছেন, "শনিবারে অভিনেত্রী গেহনা বশিষ্ঠকে গ্রেপ্তার করা হয়েছে । আজ তাঁকে আদালতে পেশ করা হবে ।"

আইএএনএস সূত্রে জানা যাচ্ছে যে, গেহনা নাকি 87 টি পর্ন ভিডিয়ো শুট করেছেন এবং নিজের ওয়েবসাইটে তা আপলোড করেছেন । 2000 টাকার বিনিময়ে যে কেউ এই ভিডিয়োগুলো দেখতে পারেন তাঁর ওয়েবসাইটে ঢুকে ।

'Gandii Baat' actress gahena vasisth porn shoot
...

এই খবর জানার পরেই মাড আইল্যান্ডের একটি বাংলোতে হানা দেয় ক্রাইম ব্রাঞ্চের অফিসাররা । গেহনা ছাড়াও এই ঘটনায় গ্রেপ্তার হয়েছেন ইয়াসমিন বেগ খান (পর্ন পরিচালক), প্রতিভা নালাওয়াড়ে (গ্রাফিক ডিজ়াইনার), মনু গোপালদাস যোশি (পর্ন অ্যাক্টর), মহম্মদ আসিফ (ক্যামেরাম্যান) ।

1988 সালে ছত্তিশগড়ে জন্ম গেহনার । বন্ধুমহলে তিনি আবার 'জ়িন্দেগি' নামে পরিচিত । কম্পিউটার সায়েন্স নিয়ে ইঞ্জিনিয়ারিং পাশ করার পরেও মডেলিংয়ে ক্যারিয়ার শুরু করেন গেহনা ।

মিস এশিয়া বিকিনি বিজেতা গেহনা ওরফে বন্দনার সবচেয়ে উল্লেখযোগ্য কাজ 'গন্দি বাত' । এছাড়াও কয়েকটি হিন্দি ও তেলুগু ছবি ও বিজ্ঞাপনে দেখা গেছে তাঁকে । এক সময় এমটিভি-তে সঞ্চালনার কাজও করেছেন গেহনা ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.