ETV Bharat / sitara

31 মার্চ টাকা দেওয়া হবে জুনিয়র টেকনিশিয়নদের - corona virus

জুনিয়র টেকনিশিয়নদের থেকে তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট সম্পর্কিত তথ্য নেওয়া হচ্ছে । টলিউড ফেডারেশনের তরফে বানানো তহবিলের টাকা 31 মার্চ তুলে দেওয়া হবে তাঁদের হাতে । আজ ETV ভারতকে একথা জানান ফেডারেশন অফ সিনিয়র টেকনিশিয়নস অ্যান্ড ওয়ার্কার্স অফ ইস্টার্ন ইন্ডিয়ার সভাপতি স্বরূপ বিশ্বাস ।

ংম
ংম
author img

By

Published : Mar 23, 2020, 8:15 PM IST

কলকাতা : টলিউড ফেডারেশনের তরফে জুনিয়র টেকনিশিয়নদের জন্য একটি ফান্ড তৈরি করা হয়েছে । 31 মার্চ সেই টাকা তুলে দেওয়া হবে তাঁদের হাতে । আজ ETV ভারতকে একথা জানান ফেডারেশন অফ সিনিয়র টেকনিশিয়নস অ্যান্ড ওয়ার্কার্স অফ ইস্টার্ন ইন্ডিয়ার সভাপতি স্বরূপ বিশ্বাস ।

কোরোনা ভাইরাস মোকাবিলায় 18 থেকে 30 মার্চ পর্যন্ত বন্ধ থাকবে টলিপাড়ার সব শুটিং । বন্ধ সিনেমা হল ও থিয়েটার । এই পরিস্থিতিতে সবচেয়ে বেশি সমস্যার মুখে পড়েছেন ইন্ডাস্ট্রির জুনিয়র টেকনিশিয়নরা । যাঁরা পারিশ্রমিক পান দিনের হিসেবে । মূলত তাঁদের কথা মাথায় রেখেই এই ফান্ড তৈরি করা হয়েছে টলিউড ফেডারেশনের তরফে । ইতিমধ্যেই আর্থিক সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন একাধিক সিনিয়র টেকনিশিয়ন ও অভিনেতা-অভিনেত্রীরা ।

এই তহবিলে ইতিমধ্যেই এক লাখ টাকা দান করেছেন পরিচালক গৌতম ঘোষ । সেই সঙ্গে উদ্বেগও প্রকাশ করেছেন তিনি । সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন পরিচালক অরিন্দম শীল ও অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তীও । আরও দু'জন পরিচালক আর্থিক সাহায্য করবেন বলে জানিয়েছেন স্বরূপ বিশ্বাস ।

ংম
স্বরূপ বিশ্বাস

আজ একটি সাংবাদিক বৈঠক করার কথা ভেবেছিলেন স্বরূপ বিশ্বাস । কিন্তু লকডাউন হওয়ার কারণে সেটা পিছিয়ে দেওয়া হয়েছে । ETV ভারতকে তিনি বলেন, "আজ একটা প্রেস কনফারেন্স করার কথা ভেবেছিলাম । তারপর সেটা করলাম না । লকডাউন হওয়ার কারণে পিছিয়ে দিয়েছি । আমরা একটা ফান্ড তৈরি করেছি জুনিয়র টেকনিশিয়নদের জন্য । সেখানে আর্থিকভাবে সাহায্য করার জন্য সবাইকে আবেদন জানানো হয়েছে । যাঁরা দিনের হিসেবে টাকা পান, এই পরিস্থিতিতে তাঁরাই সবথেকে সমস্যায় পড়েছেন । ইতিমধ্যেই অনেকে টাকা দিয়েছেন যেমন পরিচালক গৌতম ঘোষ, পরিচালক অরিন্দম শীল, মন্ত্রী অরূপ বিশ্বাস, অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী । আরও দু'জন পরিচালক দেবেন । এর মধ্যে ফেডারেশনের তরফে 5 লাখ টাকা দেওয়া হয়েছে । জুনিয়র টেকনিশিয়নদের থেকে তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট সম্পর্কিত তথ্য নেওয়া হচ্ছে । 31 মার্চ তাঁদের হাতে টাকা তুলে দেওয়া হবে ।"

কলকাতা : টলিউড ফেডারেশনের তরফে জুনিয়র টেকনিশিয়নদের জন্য একটি ফান্ড তৈরি করা হয়েছে । 31 মার্চ সেই টাকা তুলে দেওয়া হবে তাঁদের হাতে । আজ ETV ভারতকে একথা জানান ফেডারেশন অফ সিনিয়র টেকনিশিয়নস অ্যান্ড ওয়ার্কার্স অফ ইস্টার্ন ইন্ডিয়ার সভাপতি স্বরূপ বিশ্বাস ।

কোরোনা ভাইরাস মোকাবিলায় 18 থেকে 30 মার্চ পর্যন্ত বন্ধ থাকবে টলিপাড়ার সব শুটিং । বন্ধ সিনেমা হল ও থিয়েটার । এই পরিস্থিতিতে সবচেয়ে বেশি সমস্যার মুখে পড়েছেন ইন্ডাস্ট্রির জুনিয়র টেকনিশিয়নরা । যাঁরা পারিশ্রমিক পান দিনের হিসেবে । মূলত তাঁদের কথা মাথায় রেখেই এই ফান্ড তৈরি করা হয়েছে টলিউড ফেডারেশনের তরফে । ইতিমধ্যেই আর্থিক সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন একাধিক সিনিয়র টেকনিশিয়ন ও অভিনেতা-অভিনেত্রীরা ।

এই তহবিলে ইতিমধ্যেই এক লাখ টাকা দান করেছেন পরিচালক গৌতম ঘোষ । সেই সঙ্গে উদ্বেগও প্রকাশ করেছেন তিনি । সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন পরিচালক অরিন্দম শীল ও অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তীও । আরও দু'জন পরিচালক আর্থিক সাহায্য করবেন বলে জানিয়েছেন স্বরূপ বিশ্বাস ।

ংম
স্বরূপ বিশ্বাস

আজ একটি সাংবাদিক বৈঠক করার কথা ভেবেছিলেন স্বরূপ বিশ্বাস । কিন্তু লকডাউন হওয়ার কারণে সেটা পিছিয়ে দেওয়া হয়েছে । ETV ভারতকে তিনি বলেন, "আজ একটা প্রেস কনফারেন্স করার কথা ভেবেছিলাম । তারপর সেটা করলাম না । লকডাউন হওয়ার কারণে পিছিয়ে দিয়েছি । আমরা একটা ফান্ড তৈরি করেছি জুনিয়র টেকনিশিয়নদের জন্য । সেখানে আর্থিকভাবে সাহায্য করার জন্য সবাইকে আবেদন জানানো হয়েছে । যাঁরা দিনের হিসেবে টাকা পান, এই পরিস্থিতিতে তাঁরাই সবথেকে সমস্যায় পড়েছেন । ইতিমধ্যেই অনেকে টাকা দিয়েছেন যেমন পরিচালক গৌতম ঘোষ, পরিচালক অরিন্দম শীল, মন্ত্রী অরূপ বিশ্বাস, অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী । আরও দু'জন পরিচালক দেবেন । এর মধ্যে ফেডারেশনের তরফে 5 লাখ টাকা দেওয়া হয়েছে । জুনিয়র টেকনিশিয়নদের থেকে তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট সম্পর্কিত তথ্য নেওয়া হচ্ছে । 31 মার্চ তাঁদের হাতে টাকা তুলে দেওয়া হবে ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.