ETV Bharat / sitara

প্রকাশ্যে 'হবুচন্দ্র রাজা গবুচন্দ্র মন্ত্রী'-র ফার্স্ট লুক

দক্ষিণারঞ্জন মিত্র মজুমদারের লেখা গল্প অবলম্বনে 'হবুচন্দ্র রাজা গবুচন্দ্র মন্ত্রী' তৈরি করছেন পরিচালক অনিকেত চট্টোপাধ্যায় । ছবির চরিত্রদের লুক ও শুটিংয়ের ছবি ETV ভারত সিতারার সঙ্গে শেয়ার করলেন পরিচালক ।

হবুচন্দ্র রাজার গবুচন্দ্র মন্ত্রী
author img

By

Published : Aug 21, 2019, 11:19 AM IST

Updated : Aug 21, 2019, 12:08 PM IST

কলকাতা : দক্ষিণারঞ্জন মিত্র মজুমদারের দু'টি গল্প 'হবুচন্দ্র রাজা' ও 'সরকারের ছেলে' অবলম্বনে একটি বাংলা ছবি তৈরি করছেন পরিচালক অনিকেত চট্টোপাধ্যায় । ছবির নাম 'হবুচন্দ্র রাজা গবচন্দ্র মন্ত্রী' । ছবির চরিত্রদের লুক ও শুটিংয়ের ছবি ETV ভারত সিতারার সঙ্গে শেয়ার করলেন পরিচালক ।

Hobuchandra
'হবুচন্দ্র রাজার গবুচন্দ্র মন্ত্রী' ছবির দৃশ্য

ছবিতে রাজা হবুচন্দ্রর চরিত্রে দেখা যাবে শাশ্বত চট্টোপাধ্যায়কে । রানির চরিত্রে রয়েছে অর্পিতা চট্টোপাধ্যায় ও মন্ত্রী গবুচন্দ্রর চরিত্রে অভিনয় করছেন খরাজ মুখোপাধ্যায় ।

Hobuchandra
রাজা ও রানির চরিত্রে শাশ্বত ও অর্পিতা
Hobuchandra
'হবুচন্দ্র রাজার গবুচন্দ্র মন্ত্রী' ছবির দৃশ্য

বর্তমানে হায়দরাবাদে রামোজি ফিল্ম সিটিতে শুটিং চলছে 'হবুচন্দ্র রাজা গবুচন্দ্র মন্ত্রী'-র । ছবির প্রযোজনা করছে দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স ।

Hobuchandra
অর্পিতা চট্টোপাধ্যায়

কলকাতা : দক্ষিণারঞ্জন মিত্র মজুমদারের দু'টি গল্প 'হবুচন্দ্র রাজা' ও 'সরকারের ছেলে' অবলম্বনে একটি বাংলা ছবি তৈরি করছেন পরিচালক অনিকেত চট্টোপাধ্যায় । ছবির নাম 'হবুচন্দ্র রাজা গবচন্দ্র মন্ত্রী' । ছবির চরিত্রদের লুক ও শুটিংয়ের ছবি ETV ভারত সিতারার সঙ্গে শেয়ার করলেন পরিচালক ।

Hobuchandra
'হবুচন্দ্র রাজার গবুচন্দ্র মন্ত্রী' ছবির দৃশ্য

ছবিতে রাজা হবুচন্দ্রর চরিত্রে দেখা যাবে শাশ্বত চট্টোপাধ্যায়কে । রানির চরিত্রে রয়েছে অর্পিতা চট্টোপাধ্যায় ও মন্ত্রী গবুচন্দ্রর চরিত্রে অভিনয় করছেন খরাজ মুখোপাধ্যায় ।

Hobuchandra
রাজা ও রানির চরিত্রে শাশ্বত ও অর্পিতা
Hobuchandra
'হবুচন্দ্র রাজার গবুচন্দ্র মন্ত্রী' ছবির দৃশ্য

বর্তমানে হায়দরাবাদে রামোজি ফিল্ম সিটিতে শুটিং চলছে 'হবুচন্দ্র রাজা গবুচন্দ্র মন্ত্রী'-র । ছবির প্রযোজনা করছে দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স ।

Hobuchandra
অর্পিতা চট্টোপাধ্যায়
Intro:দক্ষিণারঞ্জন মিত্র মজুমদারের দুটি গল্প 'হবুচন্দ্র রাজা'এবং 'সরকারের ছেলে' কাহিনি অবলম্বনে একটি বাংলা ছবি তৈরি করছেন পরিচালক অনিকেত চট্টোপাধ্যায়। ছবির নাম 'হবুচন্দ্র রাজা গবুচন্দ্র মন্ত্রী'। ছবির চরিত্রদের লুক এবং শুটিংয়ের ছবি ETV ভারত সিতারাকে পাঠালেন পরিচালক অনিকেত চট্টোপাধ্যায়।


Body:'হবুচন্দ্র রাজা গবুচন্দ্র মন্ত্রী'তে রাজা হবুচন্দ্রর চরিত্রে অভিনয় করছেন শাশ্বত চট্টোপাধ্যায়। তাঁর রানির চরিত্রে রয়েছেন অর্পিতা চট্টোপাধ্যায়। এবং মন্ত্রী হবুচন্দ্রর চরিত্রে অভিনয় করছেন খরাজ মুখোপাধ্যায়।




Conclusion:ছবিটি প্রযোজনা করছে অভিনেতা দেবের প্রযোজনা সংস্থার দেভ এন্টারটেইনমেন্ট ভেঞ্চার্স। সম্প্রতি সংস্থার আরেকটি ছবি পাসওয়ার্ডের শুটিং শেষ হল ব্যাংককে। হায়দরাবাদে রামোজি ফিল্ম সিটিতে চলছে ছবির শুটিং।
Last Updated : Aug 21, 2019, 12:08 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.