ETV Bharat / sitara

50-এ ফেলুদার জার্নি, মুক্তি পেল বিশেষ তথ্য়চিত্র - sandip

নন্দনে হয়ে গেল সত্যজিৎ রায়ের অনবদ্য সৃষ্টি ফেলুদার জার্নি নিয়ে তৈরি তথ্যচিত্র 'ফেলুদা: ফিফটি ইয়ার্স অফ রে'স ডিটেকটিভ'।

'ফেলুদা: ফিফটি ইয়ার্স অফ রে'স ডিটেকটিভ
author img

By

Published : Jun 8, 2019, 2:31 PM IST

কলকাতা : প্রদোষ চন্দ্র মিত্র। যাকে আমরা ফেলুদা নামে ডাকতেই অভ্য়স্ত। সেই ফেলুদার চলচ্চিত্রজগতে ৫০ বছর হয়ে গেল। আর সেই উপলক্ষ্য়েই ফেলুদাকে নিয়ে তৈরি তথ্যচিত্র 'ফেলুদা: ফিফটি ইয়ার্স অফ রে'স ডিটেকটিভ'-এর স্পেশাল স্ক্রিনিং।

তথ্যচিত্রটি পরিচালনা করেছেন পরিচালক সাগ্নিক চ্য়াটার্জি। তথ্যচিত্রটি ২০০৭ সাল থেকে তৈরির পরিকল্পনা ছিল। পরিচালক সন্দীপ রায়ের সঙ্গে কথা আলোচনা করেও ছিলেন। তবে তথ্যচিত্রটির বাজেট বেশি থাকায় প্রযোজকও সরে যান। অবশেষে শুটিং সম্পন্ন করে গতবছর থেকে ফিল্ম ফেস্টিভালে পাঠান সাগ্নিক।

সাগ্নিক জানিয়েছেন, "গোটা ছবিটি একটা জার্নি। ৫০ বছর ধরে একটা জার্নি তৈরি হয়েছে।" গতকাল নন্দনে স্ক্রিনিং হাউসফুল ছিল বলে জানিয়েছেন পরিচালক। এমনকী প্রিয়াতেও তথ্য়চিত্র নিয়ে সারা ভালো এসেছে দর্শকের।

কলকাতা : প্রদোষ চন্দ্র মিত্র। যাকে আমরা ফেলুদা নামে ডাকতেই অভ্য়স্ত। সেই ফেলুদার চলচ্চিত্রজগতে ৫০ বছর হয়ে গেল। আর সেই উপলক্ষ্য়েই ফেলুদাকে নিয়ে তৈরি তথ্যচিত্র 'ফেলুদা: ফিফটি ইয়ার্স অফ রে'স ডিটেকটিভ'-এর স্পেশাল স্ক্রিনিং।

তথ্যচিত্রটি পরিচালনা করেছেন পরিচালক সাগ্নিক চ্য়াটার্জি। তথ্যচিত্রটি ২০০৭ সাল থেকে তৈরির পরিকল্পনা ছিল। পরিচালক সন্দীপ রায়ের সঙ্গে কথা আলোচনা করেও ছিলেন। তবে তথ্যচিত্রটির বাজেট বেশি থাকায় প্রযোজকও সরে যান। অবশেষে শুটিং সম্পন্ন করে গতবছর থেকে ফিল্ম ফেস্টিভালে পাঠান সাগ্নিক।

সাগ্নিক জানিয়েছেন, "গোটা ছবিটি একটা জার্নি। ৫০ বছর ধরে একটা জার্নি তৈরি হয়েছে।" গতকাল নন্দনে স্ক্রিনিং হাউসফুল ছিল বলে জানিয়েছেন পরিচালক। এমনকী প্রিয়াতেও তথ্য়চিত্র নিয়ে সারা ভালো এসেছে দর্শকের।

Intro:নন্দনে আয়োজিত হল ফেলুদা: ফিফটি ইয়ার্স অফ রে'স ডিটেকটিভ ডকুমেন্টারি স্পেশল স্ক্রীনিং

অমিত চক্রবর্তী,কলকাতা: বিশ্ব বরেণ্য চলচ্চিত্র পরিচালক সত্যজিৎ রায় ফেলুদা গল্প সমগ্র লিখেছিলেন বইয়ের পাতায় পাঠকদের জন্য। কিন্তু পরবর্তীকালে তিনি ফেলুদা কে তুলে এনেছিলেন বাংলা ছবির পর্দায়। যে ফেলুদা আজ বাঙালির রন্ধে রন্ধে অবস্থিত। ফেলুদা গোয়েন্দার দুঃসাহসিক কাহিনী দর্শকদের মন ছুঁয়ে গেছে বারবার।বিগত 50 বছর ধরে কিন্তু এরই মধ্যে চরিত্রের যেমন পরিবর্তন ঘটেছে, তেমনি যেখানে প্রথমবার ফেলুদা শুটিং হয়েছিল সেই জয়সালমীরের আমুল পরিবর্তন ঘটেছে। আর ফেলুদা কে কেন্দ্র করে এই সমগ্র পরিবর্তন উঠে আসতে চলেছে নতুন তথ্যচিত্র ফেলুদা: ফিফটি ইয়ার্স অফ রে'স ডিটেকটিভ। এদিনের এই স্পেশাল স্ক্রিনিংয়ের উপস্থিত ছিলেন পরিচালক সাগ্নিক চ্যাটার্জী, সন্দীপ রায়, সব্যসাচী চক্রবর্তী সহ আরো অনেকে।


Body:ভিডিও কপি


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.