কলকাতা : প্রদোষ চন্দ্র মিত্র। যাকে আমরা ফেলুদা নামে ডাকতেই অভ্য়স্ত। সেই ফেলুদার চলচ্চিত্রজগতে ৫০ বছর হয়ে গেল। আর সেই উপলক্ষ্য়েই ফেলুদাকে নিয়ে তৈরি তথ্যচিত্র 'ফেলুদা: ফিফটি ইয়ার্স অফ রে'স ডিটেকটিভ'-এর স্পেশাল স্ক্রিনিং।
তথ্যচিত্রটি পরিচালনা করেছেন পরিচালক সাগ্নিক চ্য়াটার্জি। তথ্যচিত্রটি ২০০৭ সাল থেকে তৈরির পরিকল্পনা ছিল। পরিচালক সন্দীপ রায়ের সঙ্গে কথা আলোচনা করেও ছিলেন। তবে তথ্যচিত্রটির বাজেট বেশি থাকায় প্রযোজকও সরে যান। অবশেষে শুটিং সম্পন্ন করে গতবছর থেকে ফিল্ম ফেস্টিভালে পাঠান সাগ্নিক।
সাগ্নিক জানিয়েছেন, "গোটা ছবিটি একটা জার্নি। ৫০ বছর ধরে একটা জার্নি তৈরি হয়েছে।" গতকাল নন্দনে স্ক্রিনিং হাউসফুল ছিল বলে জানিয়েছেন পরিচালক। এমনকী প্রিয়াতেও তথ্য়চিত্র নিয়ে সারা ভালো এসেছে দর্শকের।