ETV Bharat / sitara

ফাদার্স ডে-তে কে কে মনে করলেন বাবাকে ? - টলিউড

কাল ছিল ফাদার্স ডে। যদিও বছরের প্রতিটা দিনই বাবা আমাদের কাছে স্পেশাল, তবুও এই বিশেষ দিনটিতে একটু বেশি করে বিশেষ হয়ে ওঠেন মানুষটি। সাধারণ মানুষ থেকে টলিউড স্টার প্রত্যেকেই তাঁদের বাবাকে শুভেচ্ছা জানিয়েছেন। একবার দেখে নেওয়া যাক কোন কোন তারকারা সোশাল মিডিয়ার মাধ্যমে উইশ করলেন বাবাকে।

ফাদার্স ডে স্পেশাল
author img

By

Published : Jun 17, 2019, 1:12 PM IST

Updated : Jun 17, 2019, 5:11 PM IST

  • সৌমিত্র চট্টোপাধ্যায় কন্য়া পৌলমী বসু : "আজকের দিনে বাপির ব্যাপারে কিছু কথা বলতেই হয়। আমি জানিনা বাপিকে কীভাবে ধন্যবাদ জানাব। বাপি আমার বেস্ট ফ্রেন্ড। আমার ছোটবেলাটা খুব সুন্দরভাবে সাজিয়ে দিয়েছিল বাপি। অনেকদিন পর্যন্ত আমি জানতামই না বাপি একজন সেলিব্রিটি। বাপি আমাকে পেইন্টিং, স্কাল্পচার, থিয়েটার, গানের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছিল ছোটোবেলাতেই। আমার মুড অফ থাকলে বাপি আমাকে লং ড্রাইভে নিয়ে যেত। আমার সঙ্গে কথা বলত। কেন আমার মন খারাপ হয়েছে জানতে চাইত। আমাকে বই আর রেকর্ড কিনে এনে দিত যখন আমি বোর হয়ে যেতাম। বাপির সঙ্গে একসঙ্গে গান গেয়েছি, একসঙ্গে হেসেছি, বই পড়েছি, ছুটির সময়ে পাগলামি করেছি, জঙ্গলে বেড়াতে চলে গিয়েছি। বাপি আমাকে স্কুলে দিয়ে আসত, নিয়ে আসত। এই লিস্টটা শেষ হওয়ার নয়। বাপির নম্রতা ও স্বতঃস্ফূর্ত ভাব আমাকে নমনীয় করে তুলেছে। বাপি আমার কাছে রামধনুর মতো।", ETV ভারত সিতারার সঙ্গে একান্ত সাক্ষাৎকারে বললেন পৌলমী।

  • সৌমিত্র চট্টোপাধ্যায় কন্য়া পৌলমী বসু : "আজকের দিনে বাপির ব্যাপারে কিছু কথা বলতেই হয়। আমি জানিনা বাপিকে কীভাবে ধন্যবাদ জানাব। বাপি আমার বেস্ট ফ্রেন্ড। আমার ছোটবেলাটা খুব সুন্দরভাবে সাজিয়ে দিয়েছিল বাপি। অনেকদিন পর্যন্ত আমি জানতামই না বাপি একজন সেলিব্রিটি। বাপি আমাকে পেইন্টিং, স্কাল্পচার, থিয়েটার, গানের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছিল ছোটোবেলাতেই। আমার মুড অফ থাকলে বাপি আমাকে লং ড্রাইভে নিয়ে যেত। আমার সঙ্গে কথা বলত। কেন আমার মন খারাপ হয়েছে জানতে চাইত। আমাকে বই আর রেকর্ড কিনে এনে দিত যখন আমি বোর হয়ে যেতাম। বাপির সঙ্গে একসঙ্গে গান গেয়েছি, একসঙ্গে হেসেছি, বই পড়েছি, ছুটির সময়ে পাগলামি করেছি, জঙ্গলে বেড়াতে চলে গিয়েছি। বাপি আমাকে স্কুলে দিয়ে আসত, নিয়ে আসত। এই লিস্টটা শেষ হওয়ার নয়। বাপির নম্রতা ও স্বতঃস্ফূর্ত ভাব আমাকে নমনীয় করে তুলেছে। বাপি আমার কাছে রামধনুর মতো।", ETV ভারত সিতারার সঙ্গে একান্ত সাক্ষাৎকারে বললেন পৌলমী।
Intro:সারাজীবন যে মানুষটা আড়ালে থেকে সন্তানদের মুখে হাসি ফোটায় তাঁর নাম বাবা। আজ বিশ্ব পিতৃ দিবস। প্রায় সকলেই জীবনের প্রথম হিরো বাবাকে নিয়ে আজ বিশেষ কিছু প্ল্যান করেছেন। প্ল্যান না করলেও বাবাকে ভালোবাসার বার্তা তো দিয়েইছেন। তেমনই বাবাকে বার্তা দিলেন সৌমিত্র চট্টোপাধ্যায়ের পৌলোমী বসু। ETV Bharat সিতারা তুলে ধরল তাঁর ফাদার্স ডে উইশ।


Body:সৌমিত্র চট্টোপাধ্যায়ের কন্যা পৌলোমী বসু :
আজকের দিনে বাপির ব্যাপারে কিছু কথা বলতেই হয়। আমি জানিনা বাপিকে কীভাবে ধন্যবাদ জানাব। বাপি আমার বেস্ট ফ্রেন্ড। আমার ছোটবেলাটা খুব সুন্দরভাবে সাজিয়ে দিয়েছিল বাপি। অনেকদিন পর্যন্ত আমি জানতামই না বাপি একজন সেলিব্রিটি। বাপি আমাকে পেইন্টিং, স্কাল্পচার, থিয়েটার, গানের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছিল ছোটোবেলাতেই। আমার মুড অফ থাকলে ভাবি আমাকে লং ড্রাইভে নিয়ে যেত। আমার সঙ্গে কথা বলত। কেন আমার মন খারাপ হয়েছে জানতে চাইত। আমাকে বই আর রেকর্ড কিনে এনে দিত যখন আমি বোর হয়ে যেতাম। বাপির সঙ্গে একসঙ্গে গান গেয়েছি, একসঙ্গে হেসেছি বই পড়েছি, ছুটির সময় পাগলামি করেছি, জঙ্গলে বেড়াতে চলে গিয়েছি। বাপি আমাকে স্কুলে দিয়ে আসত, নিয়ে আসত। এই লিস্টটা শেষ হওয়ার নয়। বাপির নম্রতা ও স্বতঃস্ফূর্ত ভাব আমাকে নমনীয় করে তুলেছে। বাপি আমার কাছে রামধনুর মতো।


Conclusion:পৃথিবীর যখন আমাকে দুঃখকষ্ট দিয়েছে, আমার ছোটো ছোটো স্বপ্নগুলো পূরণ হতে দেয়নি, বাপি আমার পাশে এসে দাঁড়িয়েছে। জীবনের সব শিক্ষা আমার বাপির থেকেই পাওয়া। বাপি থ্যাঙ্ক ইউ। তুমি যেমনই, তেমনই তুমি আমার বাপি। আমাকে আমার মতো হতে দেওয়ার জন্য থ্যাঙ্ক ইউ বাপি। তোমার জোরেই আমি লড়াই করব।

Last Updated : Jun 17, 2019, 5:11 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.