ETV Bharat / sitara

Bob Biswas actor Rajdeep Sarkar: বব বিশ্বাসে বঙ্গের রাজদীপ, কেমন ছিল অভিজ্ঞতা ? - বব বিশ্বাস

বব বিশ্বাসে (Bob Biswas actor Rajdeep Sarkar) অভিনয় করেছেন বঙ্গের প্রযোজক অভিনেতা রাজদীপ সরকার ৷ কেমন ছিল সেই অভিজ্ঞতা ? ইটিভি ভারতকে (Exclusive interview of Rajdeep Sarkar) জানালেন তিনি ৷

exclusive-interview-of-bob-biswas-actor-rajdeep-sarkar
বব বিশ্বাসে বঙ্গের রাজদীপ, কেমন ছিল অভিজ্ঞতা ?
author img

By

Published : Dec 12, 2021, 5:02 PM IST

কলকাতা, 12 ডিসেম্বর: 2018 সালে 'অন্তরসত্ত্বা' ছবির মাধ্যমে ফিল্মি কেরিয়ার শুরু করেন রাজদীপ সরকার (Bob Biswas actor Rajdeep Sarkar)। এরপর প্রযোজনা করেন অনিন্দ্য বন্দ্যোপাধ্যায় পরিচালিত অ্যান্টিলজিক ফিল্ম 'ওয়াচমেকার'। প্রযোজনা করেন অরিন্দম ভট্টাচার্যের 'অপরিচিত'। সপ্তাশ্ব বসুর রিভেঞ্জ থ্রিলার 'প্রতিদ্বন্দ্বী'তেও গুরুত্বপূর্ণ চরিত্রে নজর কেড়েছেন রাজদীপ । তাঁর অভিনীত ছবির তালিকায় রয়েছে 'স্বপ্ন ও বাস্তব'। এই ছবিতে রয়েছেন সৌমিত্র চট্টোপাধ্যায় এবং মৌবনী সরকার । 'সর্বভূতেষু'-তে শ্রীলেখা মিত্র, চান্দ্রেয়ী ঘোষ, রজতাভ দত্তর সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন । এ হেন রাজদীপ এ বার পাড়ি দিয়েছেন বলিউডে । দিয়া অন্নপূর্ণা ঘোষের 'বব বিশ্বাস' ছবিতে অভিনয় করেছেন তিনি । ইটিভি ভারতকে রাজদীপ (Exclusive interview of Rajdeep Sarkar) জানালেন অভিষেক বচ্চনের সঙ্গে সেই ফিল্মে অভিনয়ের নানা অভিজ্ঞতার কথা ।

ইটিভি ভারত: প্রথমেই বলব 'বব বিশ্বাস' (Abhishek Bachchan in Bob Biswas)-এর জন্য অফারটা দিল কে ? অভিষেক বচ্চনের সঙ্গে স্ক্রিন শেয়ারের অভিজ্ঞতা কেমন ?
রাজদীপ: 'বব বিশ্বাস'-এর জন্য আমি অডিশনের মাধ্যমে সিলেক্টেড হই । রেড চিলিজ এবং মুকেশ ছাবড়া কাস্টিং এজেন্সি কলকাতায় অডিশন নিচ্ছিল । আমার এক পরিচিত বন্ধু এবং কাস্টিং এজেন্সি আমাকে খবরটা দেয় । আমি অডিশন দিই এবং আমার তিন রাউন্ড অডিশন হয় । ফাইনাল রাউন্ডে সুজয় ঘোষ স্যার ছিলেন । এবং আমি সিলেক্টেড হই । আর অভিষেক বচ্চনের সঙ্গে কাজ করা নিয়ে বলব, খুব এক্সাইটেড তো ছিলামই । স্বাভাবিকভাবেই আমরা বড় হয়েছি ওঁকে বড় পর্দায় দেখে, টিভিতে দেখে । কাজ করতে গিয়ে দেখলাম খুব সহজ সরল একজন মানুষ । সবার সঙ্গে কী অমায়িক ব্যবহার ! এতটুকু স্টারডম নেই । কাজ নিয়ে কথা তো বলতেনই, সেটে সকলের সঙ্গে বন্ধুর মতো মিশতেন । সত্যিই বড় পাওনা এটা আমার ।

exclusive-interview-of-bob-biswas-actor-rajdeep-sarkar
বব বিশ্বাসে অভিনয় করে আপ্লুত রাজদীপ



ইটিভি ভারত: টিনা দেশাইয়ের সঙ্গে কাজ করে কেমন লাগল ?
রাজদীপ: টিনা দেশাইয়ের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা সত্যিই মজার । কাজের ব্যাপারে দারুণ সিরিয়াস । প্রথমে এসেই আমার সঙ্গে সিনটা রিহার্স করেন । আমি কী করছি সেটাও জানতে চান । উনিও যেটা করছেন সেটা আমার সঙ্গে রিহার্স করেন ৷ কিন্তু কাজের ফাঁকে খুব মজা করেছেন । আমাদের চরিত্র দুটো তো খুব সিরিয়াস ছিল । উনি শটের ফাঁকে খুব মজা করতেন । এই কারণে একটা কমফর্ট জোন তৈরি হয় । ফলে, কাজটাও বেশ সহজ হয়ে যায় ।

আরও পড়ুন: New characters shares their Experience of Sreemoyee : শেষের পথে 'শ্রীময়ী', কী বললেন ধারাবাহিকের দুই নতুন চরিত্র ?

ইটিভি ভারত: দিয়া পরিচালক হিসেবে কতটা দক্ষ, পরিপাটি বলে মনে হয় তোমার ?
রাজদীপ: দিয়ার সঙ্গে কাজের এক্সপেরিয়েন্স খুব ভাল । ও যে পরিচালক হিসেবে ডেবিউ করছে একবারও মনে হয়নি । প্রথম থেকেই বোঝা গিয়েছিল, ও জানে যে ও ঠিক কী করতে চাইছে । পুরো ডিরেক্টোরিয়াল টিমের সঙ্গে কাজ করে ভাল লেগেছে । সবথেকে বড় কথা, সিনগুলো নিয়ে যখন দিয়া এবং সুজয় স্যারের সঙ্গে আলোচনা করেছি কিংবা আমিও আমার মতামত দিয়েছি সেটাকেও ওঁরা গুরুত্ব দিয়েছেন । তাতে সিনগুলো অনেক বেশি ভাল হয়েছে ।

exclusive-interview-of-bob-biswas-actor-rajdeep-sarkar
অন্য রূপে রাজদীপ



ইটিভি ভারত: ভাল কাজ করছ তবু খুব কম কাজ করছ তুমি । এর কারণ কী ?
রাজদীপ: কাজের প্রশংসা করার জন্য তোমায় ধন্যবাদ । আসলে প্রথম থেকেই আমি ভাল কাজ করতে চেয়েছি । অভিনেতা কনসেপ্টটা অনেক বড় ছিল একজন হিরো হওয়ার থেকেও । আমার কাছে চ্যালেঞ্জিং ক্যারেক্টার আসুক এটাই চেয়েছি বরাবর । এবং আমি পেয়েওছি । এর জন্য আমি সেইসব ডিরেক্টর এবং প্রোডিউসারদের কাছে কৃতজ্ঞ যে, তাঁরা আমায় ওই রকম চ্যালেঞ্জিং ক্যারেক্টারের জন্য ভাবছেন । একটু তো বেছে কাজ করিই । নিজেকে আরও বেশি সমৃদ্ধ করতে থিয়েটার করছি । 'মরমিয়া' নামের একটি থিয়েটার দলের সঙ্গে যুক্ত আছি এখন । ছাত্রজীবনে যুক্ত ছিলাম থিয়েটারের সঙ্গে । মাঝে বন্ধ ছিল, আবার শুরু করলাম।


ইটিভি ভারত: দায়িত্ব নিয়ে, ঝুঁকি নিয়ে অ্যান্টিলজিক ফিল্ম প্রোডিউস করেছ । এর মধ্যে কি তোমার প্রযোজনা সংস্থার নতুন কোনও খবর আছে ?
রাজদীপ: শুরুর দিকে কিছু প্রজেক্ট করেছি । ওয়াচমেকার প্রশংসিত হয়, অ্যাওয়ার্ড পায় । 'অন্তরসত্ত্বা'ও প্রশংসিত হয় । অভিনয়ের দিকেই এখন ফোকাস করছি । প্র‍্যাকটিসের মধ্যে আছি । ভাল গল্প পেলে প্রযোজনা করার কথা আবার ভাবব । বেশ কিছু কথা চলছে । ফাইনাল হয়নি কিছু এখনও ।

আরও পড়ুন: Vickat Haldi Pics : প্রেমের রং হলুদ ! ভিক্যাটের গায়ে হলুদের ছবিতে মজল নেটদুনিয়া

ইটিভি ভারত: আগামীতে তোমার অভিনীত কী কী কাজ আছে ?
রাজদীপ: শিলাদিত্য মৌলিকের 'ইনসাইড জব'। সাহেবদা (চট্টোপাধ্যায়), শ্রীলেখাদি, প্রিয়াঙ্কা ভট্টাচার্য, রেমো আছে । আমি আশাবাদী কাজটা নিয়ে । খুব তাড়াতাড়িই কোনও একটা ওটিটি প্ল্যাটফর্মে আসবে এই ছবি । এ ছাড়াও হিন্দি ওয়েব সিরিজ 'ধুনুন্দি-এক গাঁও' বলে একটি ওয়েব সিরিজে আমি অ্যান্টাগনিস্ট হিসেবে আছি । প্রধান নেগেটিভ চরিত্র । আন্ডারওয়ার্ল্ড ডন টাইপ ক্যারেক্টার এটা । রূপক চট্টোপাধ্যায় এই ছবি প্রোডিউস করেছেন আর পরিচালনায় সাহেব মুখোপাধ্যায় । এ ছাড়াও আরেকটি হিন্দি ছবির কথা চলছে । দেখা যাক । ফাইনাল হলে জানাব । শর্মিষ্ঠা দেবের 'কাদম্বরী আজও'তে অভিনয় করেছি । এটাও একটা দারুণ কাজ আমার । সোহিনী ভৌমিকের 'ছদ্মবেশী' ওটিটি-তে আসছে খুব তাড়াতাড়ি ।



ইটিভি ভারত: ছোট পর্দায় কাজ করার অফার পেলে করবে ?
রাজদীপ: বড়, ওটিটি, মঞ্চ সব প্ল্যাটফর্মেই কাজ করেছি । কিন্তু মেগাসিরিয়াল করিনি এখনও । আমি প্রচণ্ডভাবে চাই একটা ভাল চরিত্র আসুক টেলিভিশনের কাছ থেকে । এক কথায় রাজি হয়ে যাব আমি ।

ইটিভি ভারত: রাজদীপের পরিচালনায় আসার ইচ্ছে নেই ?
রাজদীপ: ইচ্ছে নেই বলব না । লেখালিখিও করি । আমার গল্পের উপর একটা শর্ট ফিল্ম হয়েছে । শুভম রায় ডিরেকশন দিয়েছিল । পরিচালনা করার ইচ্ছে থাকলেও এখনও নিজে প্রস্তুত নই । আপাতত অভিনয়টাতেই মন দিয়েছি । নিজেকে আরও অনেক তৈরি করতে হবে । যেদিন মনে করব এ বার আমি পারব, সেদিন পরিচালনা করব । এখন তেমন কিছু প্ল্যানিং নেই ।

রাজদীপের আগামী সব কাজের জন্য রইল শুভেচ্ছা ।

কলকাতা, 12 ডিসেম্বর: 2018 সালে 'অন্তরসত্ত্বা' ছবির মাধ্যমে ফিল্মি কেরিয়ার শুরু করেন রাজদীপ সরকার (Bob Biswas actor Rajdeep Sarkar)। এরপর প্রযোজনা করেন অনিন্দ্য বন্দ্যোপাধ্যায় পরিচালিত অ্যান্টিলজিক ফিল্ম 'ওয়াচমেকার'। প্রযোজনা করেন অরিন্দম ভট্টাচার্যের 'অপরিচিত'। সপ্তাশ্ব বসুর রিভেঞ্জ থ্রিলার 'প্রতিদ্বন্দ্বী'তেও গুরুত্বপূর্ণ চরিত্রে নজর কেড়েছেন রাজদীপ । তাঁর অভিনীত ছবির তালিকায় রয়েছে 'স্বপ্ন ও বাস্তব'। এই ছবিতে রয়েছেন সৌমিত্র চট্টোপাধ্যায় এবং মৌবনী সরকার । 'সর্বভূতেষু'-তে শ্রীলেখা মিত্র, চান্দ্রেয়ী ঘোষ, রজতাভ দত্তর সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন । এ হেন রাজদীপ এ বার পাড়ি দিয়েছেন বলিউডে । দিয়া অন্নপূর্ণা ঘোষের 'বব বিশ্বাস' ছবিতে অভিনয় করেছেন তিনি । ইটিভি ভারতকে রাজদীপ (Exclusive interview of Rajdeep Sarkar) জানালেন অভিষেক বচ্চনের সঙ্গে সেই ফিল্মে অভিনয়ের নানা অভিজ্ঞতার কথা ।

ইটিভি ভারত: প্রথমেই বলব 'বব বিশ্বাস' (Abhishek Bachchan in Bob Biswas)-এর জন্য অফারটা দিল কে ? অভিষেক বচ্চনের সঙ্গে স্ক্রিন শেয়ারের অভিজ্ঞতা কেমন ?
রাজদীপ: 'বব বিশ্বাস'-এর জন্য আমি অডিশনের মাধ্যমে সিলেক্টেড হই । রেড চিলিজ এবং মুকেশ ছাবড়া কাস্টিং এজেন্সি কলকাতায় অডিশন নিচ্ছিল । আমার এক পরিচিত বন্ধু এবং কাস্টিং এজেন্সি আমাকে খবরটা দেয় । আমি অডিশন দিই এবং আমার তিন রাউন্ড অডিশন হয় । ফাইনাল রাউন্ডে সুজয় ঘোষ স্যার ছিলেন । এবং আমি সিলেক্টেড হই । আর অভিষেক বচ্চনের সঙ্গে কাজ করা নিয়ে বলব, খুব এক্সাইটেড তো ছিলামই । স্বাভাবিকভাবেই আমরা বড় হয়েছি ওঁকে বড় পর্দায় দেখে, টিভিতে দেখে । কাজ করতে গিয়ে দেখলাম খুব সহজ সরল একজন মানুষ । সবার সঙ্গে কী অমায়িক ব্যবহার ! এতটুকু স্টারডম নেই । কাজ নিয়ে কথা তো বলতেনই, সেটে সকলের সঙ্গে বন্ধুর মতো মিশতেন । সত্যিই বড় পাওনা এটা আমার ।

exclusive-interview-of-bob-biswas-actor-rajdeep-sarkar
বব বিশ্বাসে অভিনয় করে আপ্লুত রাজদীপ



ইটিভি ভারত: টিনা দেশাইয়ের সঙ্গে কাজ করে কেমন লাগল ?
রাজদীপ: টিনা দেশাইয়ের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা সত্যিই মজার । কাজের ব্যাপারে দারুণ সিরিয়াস । প্রথমে এসেই আমার সঙ্গে সিনটা রিহার্স করেন । আমি কী করছি সেটাও জানতে চান । উনিও যেটা করছেন সেটা আমার সঙ্গে রিহার্স করেন ৷ কিন্তু কাজের ফাঁকে খুব মজা করেছেন । আমাদের চরিত্র দুটো তো খুব সিরিয়াস ছিল । উনি শটের ফাঁকে খুব মজা করতেন । এই কারণে একটা কমফর্ট জোন তৈরি হয় । ফলে, কাজটাও বেশ সহজ হয়ে যায় ।

আরও পড়ুন: New characters shares their Experience of Sreemoyee : শেষের পথে 'শ্রীময়ী', কী বললেন ধারাবাহিকের দুই নতুন চরিত্র ?

ইটিভি ভারত: দিয়া পরিচালক হিসেবে কতটা দক্ষ, পরিপাটি বলে মনে হয় তোমার ?
রাজদীপ: দিয়ার সঙ্গে কাজের এক্সপেরিয়েন্স খুব ভাল । ও যে পরিচালক হিসেবে ডেবিউ করছে একবারও মনে হয়নি । প্রথম থেকেই বোঝা গিয়েছিল, ও জানে যে ও ঠিক কী করতে চাইছে । পুরো ডিরেক্টোরিয়াল টিমের সঙ্গে কাজ করে ভাল লেগেছে । সবথেকে বড় কথা, সিনগুলো নিয়ে যখন দিয়া এবং সুজয় স্যারের সঙ্গে আলোচনা করেছি কিংবা আমিও আমার মতামত দিয়েছি সেটাকেও ওঁরা গুরুত্ব দিয়েছেন । তাতে সিনগুলো অনেক বেশি ভাল হয়েছে ।

exclusive-interview-of-bob-biswas-actor-rajdeep-sarkar
অন্য রূপে রাজদীপ



ইটিভি ভারত: ভাল কাজ করছ তবু খুব কম কাজ করছ তুমি । এর কারণ কী ?
রাজদীপ: কাজের প্রশংসা করার জন্য তোমায় ধন্যবাদ । আসলে প্রথম থেকেই আমি ভাল কাজ করতে চেয়েছি । অভিনেতা কনসেপ্টটা অনেক বড় ছিল একজন হিরো হওয়ার থেকেও । আমার কাছে চ্যালেঞ্জিং ক্যারেক্টার আসুক এটাই চেয়েছি বরাবর । এবং আমি পেয়েওছি । এর জন্য আমি সেইসব ডিরেক্টর এবং প্রোডিউসারদের কাছে কৃতজ্ঞ যে, তাঁরা আমায় ওই রকম চ্যালেঞ্জিং ক্যারেক্টারের জন্য ভাবছেন । একটু তো বেছে কাজ করিই । নিজেকে আরও বেশি সমৃদ্ধ করতে থিয়েটার করছি । 'মরমিয়া' নামের একটি থিয়েটার দলের সঙ্গে যুক্ত আছি এখন । ছাত্রজীবনে যুক্ত ছিলাম থিয়েটারের সঙ্গে । মাঝে বন্ধ ছিল, আবার শুরু করলাম।


ইটিভি ভারত: দায়িত্ব নিয়ে, ঝুঁকি নিয়ে অ্যান্টিলজিক ফিল্ম প্রোডিউস করেছ । এর মধ্যে কি তোমার প্রযোজনা সংস্থার নতুন কোনও খবর আছে ?
রাজদীপ: শুরুর দিকে কিছু প্রজেক্ট করেছি । ওয়াচমেকার প্রশংসিত হয়, অ্যাওয়ার্ড পায় । 'অন্তরসত্ত্বা'ও প্রশংসিত হয় । অভিনয়ের দিকেই এখন ফোকাস করছি । প্র‍্যাকটিসের মধ্যে আছি । ভাল গল্প পেলে প্রযোজনা করার কথা আবার ভাবব । বেশ কিছু কথা চলছে । ফাইনাল হয়নি কিছু এখনও ।

আরও পড়ুন: Vickat Haldi Pics : প্রেমের রং হলুদ ! ভিক্যাটের গায়ে হলুদের ছবিতে মজল নেটদুনিয়া

ইটিভি ভারত: আগামীতে তোমার অভিনীত কী কী কাজ আছে ?
রাজদীপ: শিলাদিত্য মৌলিকের 'ইনসাইড জব'। সাহেবদা (চট্টোপাধ্যায়), শ্রীলেখাদি, প্রিয়াঙ্কা ভট্টাচার্য, রেমো আছে । আমি আশাবাদী কাজটা নিয়ে । খুব তাড়াতাড়িই কোনও একটা ওটিটি প্ল্যাটফর্মে আসবে এই ছবি । এ ছাড়াও হিন্দি ওয়েব সিরিজ 'ধুনুন্দি-এক গাঁও' বলে একটি ওয়েব সিরিজে আমি অ্যান্টাগনিস্ট হিসেবে আছি । প্রধান নেগেটিভ চরিত্র । আন্ডারওয়ার্ল্ড ডন টাইপ ক্যারেক্টার এটা । রূপক চট্টোপাধ্যায় এই ছবি প্রোডিউস করেছেন আর পরিচালনায় সাহেব মুখোপাধ্যায় । এ ছাড়াও আরেকটি হিন্দি ছবির কথা চলছে । দেখা যাক । ফাইনাল হলে জানাব । শর্মিষ্ঠা দেবের 'কাদম্বরী আজও'তে অভিনয় করেছি । এটাও একটা দারুণ কাজ আমার । সোহিনী ভৌমিকের 'ছদ্মবেশী' ওটিটি-তে আসছে খুব তাড়াতাড়ি ।



ইটিভি ভারত: ছোট পর্দায় কাজ করার অফার পেলে করবে ?
রাজদীপ: বড়, ওটিটি, মঞ্চ সব প্ল্যাটফর্মেই কাজ করেছি । কিন্তু মেগাসিরিয়াল করিনি এখনও । আমি প্রচণ্ডভাবে চাই একটা ভাল চরিত্র আসুক টেলিভিশনের কাছ থেকে । এক কথায় রাজি হয়ে যাব আমি ।

ইটিভি ভারত: রাজদীপের পরিচালনায় আসার ইচ্ছে নেই ?
রাজদীপ: ইচ্ছে নেই বলব না । লেখালিখিও করি । আমার গল্পের উপর একটা শর্ট ফিল্ম হয়েছে । শুভম রায় ডিরেকশন দিয়েছিল । পরিচালনা করার ইচ্ছে থাকলেও এখনও নিজে প্রস্তুত নই । আপাতত অভিনয়টাতেই মন দিয়েছি । নিজেকে আরও অনেক তৈরি করতে হবে । যেদিন মনে করব এ বার আমি পারব, সেদিন পরিচালনা করব । এখন তেমন কিছু প্ল্যানিং নেই ।

রাজদীপের আগামী সব কাজের জন্য রইল শুভেচ্ছা ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.