ETV Bharat / sitara

4 তারিখ বৈঠকের পরই শুটিং নিয়ে সিদ্ধান্ত, জানাল EIMPA - EIMPA shooting

পিয়া বলেন, "সরকার থেকে অনুমতি পাওয়া গিয়েছে, যে শুটিং শুরু করা যেতে পারে 1 জুন থেকে । তবে শুটিং শুরু করতে গেলে অনেকগুলো বিষয় মাথায় রাখতে হবে । স্টুডিয়োগুলো স্যানিটাইজ় করতে হবে । এবার আমরা, আর্টিস্ট ফোরাম, ফেডারেশন, সকলে মিলে বসে আলোচনা করে ঠিক করব । 4 তারিখে একটা মিটিং আছে আমাদের । তখনই সব জানানো হবে ।"

sdf
sdf
author img

By

Published : May 31, 2020, 8:16 PM IST

কলকাতা : শর্তসাপেক্ষে সিনেমা, সিরিয়াল ও ওয়েব সিরিজ়ের শুটিংয়ে ছাড় দিয়েছে রাজ্য সরকার । 1 জুন থেকে অনধিক 35 জনকে নিয়ে কনটেনমেন্ট জ়োনের বাইরে শুটিং করা যাবে । তবে রিয়ালিটি শোয়ের শুটিং বন্ধ থাকবে বলে নবান্নের তরফে নির্দেশিকা জারি করে জানিয়ে দেওয়া হয় । যদিও শুটিং শুরুর আগে অনেক প্রস্তুতি নিতে হবে বলে জানিয়েছেন EIMPA-র প্রেসিডেন্ট পিয়া সেনগুপ্ত ।

পিয়া বলেন, "1 জুন থেকে শুটিং শুরু করা যেতে পারে । তা নিয়ে সরকার থেকে অনুমতি পাওয়া গিয়েছে । তবে শুটিং শুরু করতে গেলে অনেকগুলো বিষয় মাথায় রাখতে হবে । স্টুডিয়োগুলো স্যানিটাইজ় করতে হবে । এবার আমরা, আর্টিস্ট ফোরাম, ফেডারেশন, সকলে মিলে আলোচনা করে ঠিক করব । 4 তারিখে একটা মিটিং আছে । তখনই সব জানানো হবে ।"

কেন্দ্রীয় সরকারের তরফে 30 জুন পর্যন্ত লকডাউন বাড়ানোর ঘোষণার খুব স্বল্প সময়ের মধ্যেই দুই সপ্তাহের জন্য লকডাউন বাড়ানোর কথা ঘোষণা করে রাজ্য সরকারও। তবে 1 জুন থেকে কয়েকটি ক্ষেত্রে ছাড়ের কথাও ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী ।

তাঁর ঘোষণার পর সরকারিভাবে নির্দেশিকা জারি হয় । সেখানে 1 জুন থেকে শর্তসাপেক্ষে সিনেমা, সিরিয়াল ও ওয়েব সিরিজের শুটিং করা যাবে বলে নির্দেশিকায় জানানো হয়েছিল ।

কলকাতা : শর্তসাপেক্ষে সিনেমা, সিরিয়াল ও ওয়েব সিরিজ়ের শুটিংয়ে ছাড় দিয়েছে রাজ্য সরকার । 1 জুন থেকে অনধিক 35 জনকে নিয়ে কনটেনমেন্ট জ়োনের বাইরে শুটিং করা যাবে । তবে রিয়ালিটি শোয়ের শুটিং বন্ধ থাকবে বলে নবান্নের তরফে নির্দেশিকা জারি করে জানিয়ে দেওয়া হয় । যদিও শুটিং শুরুর আগে অনেক প্রস্তুতি নিতে হবে বলে জানিয়েছেন EIMPA-র প্রেসিডেন্ট পিয়া সেনগুপ্ত ।

পিয়া বলেন, "1 জুন থেকে শুটিং শুরু করা যেতে পারে । তা নিয়ে সরকার থেকে অনুমতি পাওয়া গিয়েছে । তবে শুটিং শুরু করতে গেলে অনেকগুলো বিষয় মাথায় রাখতে হবে । স্টুডিয়োগুলো স্যানিটাইজ় করতে হবে । এবার আমরা, আর্টিস্ট ফোরাম, ফেডারেশন, সকলে মিলে আলোচনা করে ঠিক করব । 4 তারিখে একটা মিটিং আছে । তখনই সব জানানো হবে ।"

কেন্দ্রীয় সরকারের তরফে 30 জুন পর্যন্ত লকডাউন বাড়ানোর ঘোষণার খুব স্বল্প সময়ের মধ্যেই দুই সপ্তাহের জন্য লকডাউন বাড়ানোর কথা ঘোষণা করে রাজ্য সরকারও। তবে 1 জুন থেকে কয়েকটি ক্ষেত্রে ছাড়ের কথাও ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী ।

তাঁর ঘোষণার পর সরকারিভাবে নির্দেশিকা জারি হয় । সেখানে 1 জুন থেকে শর্তসাপেক্ষে সিনেমা, সিরিয়াল ও ওয়েব সিরিজের শুটিং করা যাবে বলে নির্দেশিকায় জানানো হয়েছিল ।

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.