ETV Bharat / sitara

'ওকিয়াগাড়ি'-তে অভিজ্ঞতা কেমন ? জানালেন দেবলীনা - kolkata

ওকিয়াগাড়িকে দেখে একটি ছবি বানানোর কথা মাথায় আসে পরিচালক শমীক রায়ের । যেমন ভাবা তেমন কাজ । বানিয়ে ফেলেন শর্টফিল্ম 'ওকিয়াগাড়ি' । ছবি নিয়ে নানা কথা ETV ভারত সিতারার সঙ্গে আলোচনা করলেন অভিনেত্রী দেবলীনা কুমার ।

ওকিয়াগাড়ি
author img

By

Published : Aug 24, 2019, 3:36 PM IST

কলকাতা : ওকিয়াগাড়ি জাপানি পুতুলটিকে আঘাত করলেও কেমনভাবে যেন নিজেই উঠে পড়ে সে । আর সেই চিন্তা থেকেই ছবি তৈরির কথা ভাবেন পরিচালক শমীক রায় । তৈরি করেন শর্টফিল্ম 'ওকিয়াগাড়ি' ।

ছবির মুখ্য চরিত্রে রয়েছেন অভিনেতা মীর । তাঁর বিপরীতে দেখা যাবে দেবলীনা কুমারকে । মীর একজন উকিল আর দেবলীনা একজন মায়ের ভূমিকায় রয়েছেন ।

ইতিমধ্যেই শেষ হয়েছে শুটিংয়ের কাজ । এখন চলছে ছবির ডাবিং । দক্ষিণ কলকাতার একটি স্টুডিয়োতে ডাবিংয়ের মাঝে ETV ভারত সিতারার সঙ্গে ছবিতে কাজ করার অভিজ্ঞতা শেয়ার করলেন অভিনেত্রী । কী কী জানালেন তিনি দেখে নিন ভিডিয়োয়...

দেখুন ভিডিয়ো

কলকাতা : ওকিয়াগাড়ি জাপানি পুতুলটিকে আঘাত করলেও কেমনভাবে যেন নিজেই উঠে পড়ে সে । আর সেই চিন্তা থেকেই ছবি তৈরির কথা ভাবেন পরিচালক শমীক রায় । তৈরি করেন শর্টফিল্ম 'ওকিয়াগাড়ি' ।

ছবির মুখ্য চরিত্রে রয়েছেন অভিনেতা মীর । তাঁর বিপরীতে দেখা যাবে দেবলীনা কুমারকে । মীর একজন উকিল আর দেবলীনা একজন মায়ের ভূমিকায় রয়েছেন ।

ইতিমধ্যেই শেষ হয়েছে শুটিংয়ের কাজ । এখন চলছে ছবির ডাবিং । দক্ষিণ কলকাতার একটি স্টুডিয়োতে ডাবিংয়ের মাঝে ETV ভারত সিতারার সঙ্গে ছবিতে কাজ করার অভিজ্ঞতা শেয়ার করলেন অভিনেত্রী । কী কী জানালেন তিনি দেখে নিন ভিডিয়োয়...

দেখুন ভিডিয়ো
Intro:মায়ের সাহসিকতা ও উকিলের লড়াইয়ের গল্প বলবে নতুন শর্ট ফিল্ম ওকিয়াগাড়ি অমিত চক্রবর্তী,কলকাতা: পরিচালক শমীক রায় চৌধুরী ওকিয়াগাড়ি জাপানি পুতুলটিকে অনেকবার দেখেছিলেন। কোথাও গিয়ে মনে মনে ভেবেছিলেন যে কিভাবে তাকে শুইয়ে দিলেও সে নিজে আবার উঠে দাঁড়ায়। আর ঠিক সেই ভাবনা থেকেই, তিনি পরিচালনা করলেন শর্টফিল্ম ওকিয়াগাড়ির।যে ছবির প্রধান চরিত্রে অভিনয় করছেন অভিনেতা মীর এবং তার বিপরীতে রয়েছেন দেবলিনা কুমার। ছবিতে মীরের চরিত্র একজন উকিলের এবং দেবলিনার চরিত্রটা একজন মায়ের।এবং এই শর্ট ফিল্মটি এক উকিল ও মায়ের লড়াইয়ের গল্প বলবে। ইতিমধ্যেই শুটিংয়ের কাজ শেষ হয়ে গেছে। এখন চলছে ডাবিংয়ের পালা। আর আজ সেই ডাবিংয়ের কাজে দক্ষিণ কলকাতার এক স্টুডিওতে পাওয়া গেল অভিনেত্রী দেবলীনা কুমার কে, যেখানে তিনি এই ছবিতে কাজ করা নিয়ে তার অভিজ্ঞতা আমাদের সঙ্গে শেয়ার করলেন।


Body:ভিডিও কপি


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.