ETV Bharat / sitara

Aryan Khan: আরিয়ান-আরবাজকে পাশাপাশি বসিয়ে জেরা, মেসের খাবার খেতে হচ্ছে শাহরুখ-পুত্রকে - শাহরুখ খানের খবর

মাদক মামলায় (Drug Case) আরিয়ান খান (Aryan Khan) ও আরবাজ মার্চেন্টকে (Arbaaz Merchant) পাশাপাশি বসিয়ে জিজ্ঞাসাবাদ করছে এনসিবি (NCB) ৷ জানা গিয়েছে, এনসিবি মেসের খাবার খাচ্ছেন শাহরুখ (Shah Rukh Khan) তনয় ৷

drug-case-shah-rukh-khans-son-aryan-khan-and-his-friend-arbaaz-merchant-being-interrogated-together-by-ncb
আরিয়ান-আরবাজকে পাশাপাশি বসিয়ে জেরা, মেসের খাবার খাচ্ছেন শাহরুখ-পুত্র
author img

By

Published : Oct 5, 2021, 5:06 PM IST

Updated : Oct 5, 2021, 5:27 PM IST

মুম্বই, 5 অক্টোবর : মাদক মামলায় (Drug Case) শাহরুখ খানের (Shah Rukh Khan) পুত্র আরিয়ান খান (Aryan Khan) ও তাঁর বন্ধু আরবাজ মার্চেন্টকে (Arbaaz Merchant) পাশাপাশি বসিয়ে জেরা করছে নারকোটিকস কন্ট্রোল ব্যুরো ৷ সোমবারই তাঁদের এনসিবি (NCB) হেফাজতের মেয়াদ বাড়ানোর নির্দেশ দিয়েছে মুম্বইয়ের এসপ্ল্যানেড আদালত ৷ স্টার কিডদের হেফাজতে বিশেষ কোনও সুবিধে দেওয়া হচ্ছে না ৷ এনসিবি মেসের তৈরি খাবারই খেতে হচ্ছে তাঁদের ৷ যদিও গ্রেফতার হওয়ার পর থেকে আরিয়ানের পরনে এক-এক সময়ে এক-এক জামা দেখা গিয়েছে, যা তাঁর বাড়ি থেকে নিয়ে আসা হয়েছিল ৷

জানা গিয়েছে, তদন্তকারী অফিসারদের সহযোগিতা করছেন আরিয়ান খান ৷ তাঁকে যে যে প্রশ্ন করা হচ্ছে, তার যথাযথ উত্তর দিচ্ছেন তিনি ৷ গোয়েন্দাদের তিনি 4 পাতার লিখিত বিবৃতিও দিয়েছেন বলে খবর ৷ মাদক পার্টি থেকে ধৃত ও দুই মাদক পাচারকারীর মধ্যে সরাসরি যোগাযোগ রয়েছে বলে অভিযোগ রয়েছে ৷ তাঁরা হোয়াটসঅ্যাপে একে-অপরকে কোডনেমে ডাকত বলেও জানানো হয়েছে ৷

আরও পড়ুন: Aryan Khan: শাহরুখ-পুত্র আরিয়ানকে দীর্ঘ সময়ে হেফাজতে চাইল এনসিবি

তবে আরিয়ানের আইনজীবী সতীশ মানশিণ্ডে সোমবারই আদালতে বলেন, "শুধুমাত্র হোয়াটসঅ্যাপ চ্যাটের উপর ভরসা করে এনসিবি দীর্ঘদিন তাঁর মক্কেলকে হেফাজতে চাইতে পারে না ৷ আরিয়ানকে ওই পার্টিতে আমন্ত্রণ জানিয়ে নিয়ে যাওয়া হয়েছিল ৷" মানশিণ্ডের কথায়, "আরিয়ানের কাছে কোনও বোর্ডিং পাস ছিল না ৷ সেখানে তাঁর কোনও কেবিন বা আসনও ছিল না ৷ আর তাঁর কাছ থেকে কোনও কিছুই উদ্ধার হয়নি ৷ তাঁকে শুধুমাত্র চ্যাটের ভিত্তিতে গ্রেফতার করা হয়েছে ৷"

আরও পড়ুন : SRK Aryan: আরিয়ান ড্রাগ নিলে বা সেক্স করলে আপত্তি নেই; ছেলে জন্মানোর পর বলেছিলেন শাহরুখ

বিশেষ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের প্রত্যেককে আলাদা আলাদা করে আবার একসঙ্গে বসিয়ে জেরা করা হচ্ছে ৷ মাদক পাচারকারীদের সঙ্গে আরিয়ান ও আরবাজের প্রত্যক্ষ যোগাযোগ ছিল বলে অভিযোগ উঠেছে ৷ আন্তর্জাতিক মাদক পাচারের সঙ্গে তাঁদের যোগ রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে ৷ বিশেষ সূত্রে খবর, গত চার বছর ধরে তাঁরা মাদক সেবন করেন বলে স্বীকার করে নিয়েছেন স্টার কিডরা ৷

আরও পড়ুন : Sameer Wankhede: স্ত্রী অভিনেত্রী, তবু আরিয়ান ও বলি সেলেবদের নিস্তার নেই সমীরের হাত থেকে

মুম্বই, 5 অক্টোবর : মাদক মামলায় (Drug Case) শাহরুখ খানের (Shah Rukh Khan) পুত্র আরিয়ান খান (Aryan Khan) ও তাঁর বন্ধু আরবাজ মার্চেন্টকে (Arbaaz Merchant) পাশাপাশি বসিয়ে জেরা করছে নারকোটিকস কন্ট্রোল ব্যুরো ৷ সোমবারই তাঁদের এনসিবি (NCB) হেফাজতের মেয়াদ বাড়ানোর নির্দেশ দিয়েছে মুম্বইয়ের এসপ্ল্যানেড আদালত ৷ স্টার কিডদের হেফাজতে বিশেষ কোনও সুবিধে দেওয়া হচ্ছে না ৷ এনসিবি মেসের তৈরি খাবারই খেতে হচ্ছে তাঁদের ৷ যদিও গ্রেফতার হওয়ার পর থেকে আরিয়ানের পরনে এক-এক সময়ে এক-এক জামা দেখা গিয়েছে, যা তাঁর বাড়ি থেকে নিয়ে আসা হয়েছিল ৷

জানা গিয়েছে, তদন্তকারী অফিসারদের সহযোগিতা করছেন আরিয়ান খান ৷ তাঁকে যে যে প্রশ্ন করা হচ্ছে, তার যথাযথ উত্তর দিচ্ছেন তিনি ৷ গোয়েন্দাদের তিনি 4 পাতার লিখিত বিবৃতিও দিয়েছেন বলে খবর ৷ মাদক পার্টি থেকে ধৃত ও দুই মাদক পাচারকারীর মধ্যে সরাসরি যোগাযোগ রয়েছে বলে অভিযোগ রয়েছে ৷ তাঁরা হোয়াটসঅ্যাপে একে-অপরকে কোডনেমে ডাকত বলেও জানানো হয়েছে ৷

আরও পড়ুন: Aryan Khan: শাহরুখ-পুত্র আরিয়ানকে দীর্ঘ সময়ে হেফাজতে চাইল এনসিবি

তবে আরিয়ানের আইনজীবী সতীশ মানশিণ্ডে সোমবারই আদালতে বলেন, "শুধুমাত্র হোয়াটসঅ্যাপ চ্যাটের উপর ভরসা করে এনসিবি দীর্ঘদিন তাঁর মক্কেলকে হেফাজতে চাইতে পারে না ৷ আরিয়ানকে ওই পার্টিতে আমন্ত্রণ জানিয়ে নিয়ে যাওয়া হয়েছিল ৷" মানশিণ্ডের কথায়, "আরিয়ানের কাছে কোনও বোর্ডিং পাস ছিল না ৷ সেখানে তাঁর কোনও কেবিন বা আসনও ছিল না ৷ আর তাঁর কাছ থেকে কোনও কিছুই উদ্ধার হয়নি ৷ তাঁকে শুধুমাত্র চ্যাটের ভিত্তিতে গ্রেফতার করা হয়েছে ৷"

আরও পড়ুন : SRK Aryan: আরিয়ান ড্রাগ নিলে বা সেক্স করলে আপত্তি নেই; ছেলে জন্মানোর পর বলেছিলেন শাহরুখ

বিশেষ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের প্রত্যেককে আলাদা আলাদা করে আবার একসঙ্গে বসিয়ে জেরা করা হচ্ছে ৷ মাদক পাচারকারীদের সঙ্গে আরিয়ান ও আরবাজের প্রত্যক্ষ যোগাযোগ ছিল বলে অভিযোগ উঠেছে ৷ আন্তর্জাতিক মাদক পাচারের সঙ্গে তাঁদের যোগ রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে ৷ বিশেষ সূত্রে খবর, গত চার বছর ধরে তাঁরা মাদক সেবন করেন বলে স্বীকার করে নিয়েছেন স্টার কিডরা ৷

আরও পড়ুন : Sameer Wankhede: স্ত্রী অভিনেত্রী, তবু আরিয়ান ও বলি সেলেবদের নিস্তার নেই সমীরের হাত থেকে

Last Updated : Oct 5, 2021, 5:27 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.