মুম্বই, 1 অগস্ট: কোভিডে (COVID-19) আক্রান্ত চিত্রনির্মাতা-কোরিয়োগ্রাফার ফারাহ খান (Farah Khan)৷ ইনস্টাগ্রাম স্টোরিতে নিজেই এ কথা জানিয়েছেন তিনি ৷ তিনি করোনা টিকার দুটি ডোজই নিয়েছিলেন ৷
ইনস্টাগ্রাম স্টোরিতে ফারাহ খান লিখেছেন, "এটা হওয়ার পর আমি অবাক হয়েছিলাম, ভাবলাম আমি কালো টিকা পরিনি বলেই হল...টিকার দুটো ডোজ নেওয়া সত্ত্বেও এবং বেশিরভাগই সম্পূর্ণ টিকাপ্রাপ্তদের সঙ্গে কাজ করা সত্ত্বেও আমার কোভিড রিপোর্ট পজিটিভ এসেছে ৷"
ফারাহ আরও লিখেছেন যে, "আমার সংস্পর্শে যাঁরা এসেছেন, তাঁদের ইতিমধ্যেই করোনা পরীক্ষা করিয়ে নিতে বলেছি ৷ যদি কারওকে বলতে ভুলে গিয়ে থাকি, তাঁরা অনুগ্রহ করে পরীক্ষা করিয়ে নেবেন ৷ আশা করছি, শিগগিরই সেরে উঠব ৷"
আরও পড়ুন: Saira Banu: অসুস্থ সায়রা বানু, ভর্তি আইসিইউ-তে
চিত্র পরিচালক শিরিশ কুন্দরকে বিয়ে করেছেন ফারাহ ৷ তাঁদের তিনটি সন্তান ৷ বর্তমানে রিয়্যালিটি টিভি শোয়ের শ্যুটিং-এ ব্যস্ত ফারাহ খান ৷ সেখানে বিচারকের আসনে বসেন তিনি ৷ তিনি যতদিন না-পর্যন্ত সম্পূর্ণ সুস্থ হয়ে উঠছেন, ততদিন তাঁর জায়গায় দেখা যাবে গায়ক মিকা সিং-কে ৷
আরও পড়ুন: Shilpa Shetty: সন্তানদের নিয়ে রাজ কুন্দ্রার থেকে আলাদা হচ্ছেন শিল্পা শেট্টি ?
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">
সম্প্রতি সুপার ডান্সার 4-এও (Super Dancer 4) অতিথি হিসেবে উপস্থিত হয়েছিলেন ফারাহ ৷ শিল্পা শেট্টি, গীতা কাপুর ও অনুরাগ বসুর সঙ্গে বিচারকের আসনে বসতে দেখা যায় তাঁকে ৷ এ ছাড়াও সম্প্রতি শুরু হওয়া অমিতাভ বচ্চনের (Amitabh Bachchan) কৌন বনেগা ক্রোড়পতি 13 (Kaun Banega Crorepati 13)-এর ফ্রাইডে স্পেশ্যাল এপিসোডের জন্য শ্যুটিং-ও করেছেন ফারাহ খান ৷
আরও পড়ুন: Rituparno Ghosh Birthday: জন্মদিনে প্রিয় ঋতুকে আবেগী চিঠি বুম্বার, প্রশংসায় নেট নাগরিকরা