ETV Bharat / sitara

Saira Banu: অসুস্থ সায়রা বানু, ভর্তি আইসিইউ-তে - সায়রা বানু অসুস্থ

দিলীপ কুমারের (Dilip Kumar) স্ত্রী সায়রা বানু (Saira Banu) গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ৷ তবে আজ তাঁকে আইসিইউ-তে ভর্তি করা হয় ৷

Dilip Kumar's wife Saira Banu hospitalised and shifted to ICU
অসুস্থ সায়রা বানু, ভর্তি আইসিইউ-তে
author img

By

Published : Sep 1, 2021, 2:45 PM IST

Updated : Sep 1, 2021, 3:47 PM IST

মুম্বই, 1 সেপ্টেম্বর : প্রয়াত অভিনেতা দিলীপ কুমারের (Dilip Kumar) স্ত্রী অভিনেত্রী সায়রা বানু (Saira Banu) অসুস্থ ৷ দিন তিনেক আগে তাঁর রক্তচাপ বৃদ্ধি পাওয়ায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয় ৷ তবে অবস্থার অবনতি হওয়ায় আজ তাঁকে আইসিইউ-তে নিয়ে যাওয়া হয়েছে ৷ তাঁর চিকিৎসায় তৈরি হয়েছে মেডিক্যাল টিম ৷

সংবাদসংস্থা এএনআই জানিয়েছে, তিন দিন আগে প্রয়াত প্রবীণ অভিনেতা দিলীপ কুমারের স্ত্রী অভিনেত্রী সায়রা বানুর রক্তচাপ বেড়ে যাওয়ায় তাঁকে মুম্বইয়ের বিখ্যাত হিন্দুজা হাসপাতালে ভর্তি করা হয় ৷ আজ তাঁকে আইসিইউ-তে নিয়ে যাওয়া হয়েছে ৷ সায়রা বানুর একটি মাইনর হার্ট অ্যাটাক হয়েছিল বলে মনে করা হচ্ছে ৷

আরও পড়ুন: Shilpa Shetty: সন্তানদের নিয়ে রাজ কুন্দ্রার থেকে আলাদা হচ্ছেন শিল্পা শেট্টি ?

সবে কিছুদিন হল প্রয়াত হয়েছেন কিংবদন্তি অভিনেতা দিলীপ কুমার ৷ বার্ধক্যজনিত রোগে দীর্ঘদিন ভোগার পর গত 7 জুলাই তাঁর জীবনাবসান হয় ৷ মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল 98 বছর ৷ সায়রা বানুর সঙ্গে তাঁর বৈবাহিক সম্পর্ক দীর্ঘ 54 বছরের ৷ বিয়ে হয় 1966 সালে ৷ তাঁদের প্রেমকাহিনি বিভিন্ন প্রজন্মের কাছে একটা অনুপ্রেরণা ৷ সুখে-দুঃখে-অসুস্থতার সবসময় কাছাকাছি থাকতে দেখা গিয়েছে এই সেলেব দম্পতিকে ৷ দিলীপ কুমার যখন শয্যাশায়ী, তখন তাঁর যত্ন-আত্তির কোনও ত্রুটি রাখেননি সায়রা বানু ৷ পাশাপাশি প্রবীণ অভিনেতার শারীরিক অবস্থার নিয়মিত আপডেটও তিনি সোশ্যাল মিডিয়ায় দিয়ে যেতেন ৷

আরও পড়ুন: Nusrat Jahan: ছেলেকে নিয়ে বাড়ি ফিরে প্রথম ছবি পোস্ট নুসরতের

1961 সালে জংলি ফিল্মে বলিউডে অভিষেক ঘটে সায়রা বানুর ৷ তাঁর বিপরীতে ছিলেন প্রয়াত অভিনেতা শাম্মি কাপুর ৷ পড়োসন, হেরা ফেরি, দিওয়ানা, শাদি, পুরব অউর পশ্চিম, জোয়ার ভাটা, আদমি অউর ইনসান, রেশম কি ডোরি ও পকেটমারের মতো নানা ফিল্মে অভিনয় করেছেন সায়রা বানু ৷ তাঁকে শেষ দেখা গিয়েছে 1988 সালের ফয়সলা ফিল্মে ৷

আরও পড়ুন: Rituparno Ghosh Birthday: জন্মদিনে প্রিয় ঋতুকে আবেগী চিঠি বুম্বার, প্রশংসায় নেট নাগরিকরা

মুম্বই, 1 সেপ্টেম্বর : প্রয়াত অভিনেতা দিলীপ কুমারের (Dilip Kumar) স্ত্রী অভিনেত্রী সায়রা বানু (Saira Banu) অসুস্থ ৷ দিন তিনেক আগে তাঁর রক্তচাপ বৃদ্ধি পাওয়ায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয় ৷ তবে অবস্থার অবনতি হওয়ায় আজ তাঁকে আইসিইউ-তে নিয়ে যাওয়া হয়েছে ৷ তাঁর চিকিৎসায় তৈরি হয়েছে মেডিক্যাল টিম ৷

সংবাদসংস্থা এএনআই জানিয়েছে, তিন দিন আগে প্রয়াত প্রবীণ অভিনেতা দিলীপ কুমারের স্ত্রী অভিনেত্রী সায়রা বানুর রক্তচাপ বেড়ে যাওয়ায় তাঁকে মুম্বইয়ের বিখ্যাত হিন্দুজা হাসপাতালে ভর্তি করা হয় ৷ আজ তাঁকে আইসিইউ-তে নিয়ে যাওয়া হয়েছে ৷ সায়রা বানুর একটি মাইনর হার্ট অ্যাটাক হয়েছিল বলে মনে করা হচ্ছে ৷

আরও পড়ুন: Shilpa Shetty: সন্তানদের নিয়ে রাজ কুন্দ্রার থেকে আলাদা হচ্ছেন শিল্পা শেট্টি ?

সবে কিছুদিন হল প্রয়াত হয়েছেন কিংবদন্তি অভিনেতা দিলীপ কুমার ৷ বার্ধক্যজনিত রোগে দীর্ঘদিন ভোগার পর গত 7 জুলাই তাঁর জীবনাবসান হয় ৷ মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল 98 বছর ৷ সায়রা বানুর সঙ্গে তাঁর বৈবাহিক সম্পর্ক দীর্ঘ 54 বছরের ৷ বিয়ে হয় 1966 সালে ৷ তাঁদের প্রেমকাহিনি বিভিন্ন প্রজন্মের কাছে একটা অনুপ্রেরণা ৷ সুখে-দুঃখে-অসুস্থতার সবসময় কাছাকাছি থাকতে দেখা গিয়েছে এই সেলেব দম্পতিকে ৷ দিলীপ কুমার যখন শয্যাশায়ী, তখন তাঁর যত্ন-আত্তির কোনও ত্রুটি রাখেননি সায়রা বানু ৷ পাশাপাশি প্রবীণ অভিনেতার শারীরিক অবস্থার নিয়মিত আপডেটও তিনি সোশ্যাল মিডিয়ায় দিয়ে যেতেন ৷

আরও পড়ুন: Nusrat Jahan: ছেলেকে নিয়ে বাড়ি ফিরে প্রথম ছবি পোস্ট নুসরতের

1961 সালে জংলি ফিল্মে বলিউডে অভিষেক ঘটে সায়রা বানুর ৷ তাঁর বিপরীতে ছিলেন প্রয়াত অভিনেতা শাম্মি কাপুর ৷ পড়োসন, হেরা ফেরি, দিওয়ানা, শাদি, পুরব অউর পশ্চিম, জোয়ার ভাটা, আদমি অউর ইনসান, রেশম কি ডোরি ও পকেটমারের মতো নানা ফিল্মে অভিনয় করেছেন সায়রা বানু ৷ তাঁকে শেষ দেখা গিয়েছে 1988 সালের ফয়সলা ফিল্মে ৷

আরও পড়ুন: Rituparno Ghosh Birthday: জন্মদিনে প্রিয় ঋতুকে আবেগী চিঠি বুম্বার, প্রশংসায় নেট নাগরিকরা

Last Updated : Sep 1, 2021, 3:47 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.