মুম্বই, 30 জুন : অসুস্থ বলিউডের জনপ্রিয় দুই প্রবীণ অভিনেতা দিলীপ কুমার ও নাসিরুদ্দিন শাহ ৷ দুজনকেই হাসপাতালে ভর্তি করা হয়েছে ৷ 'সরফরোশ'-এর অভিনেতা নাসিরুদ্দিন শাহ নিউমোনিয়ায় আক্রান্ত ৷ আর শ্বাসকষ্ট হওয়ায় মুঘল-এ-আজম স্টার দিলীপ কুমারকে ফের মুম্বইয়ের হিন্দুজা হাসপাতালে ভর্তি করাতে হয়েছে ৷ তিনি এখন আইসিউ-তে রয়েছেন ৷ চলতি মাসে এই নিয়ে দ্বিতীয়বার হাসপাতালে ভর্তি হলেন তিনি ৷
হাসপাতালের একটি সূত্রে খবর মিলেছে যে, দিলীপ কুমারের অবস্থা স্থিতিশীল রয়েছে ৷ বুধবার সেই সূত্র জানিয়েছে, "গতকাল হাসপাতালে ভর্তি করা হয়েছে দিলীপ কুমারকে ৷ শেষ বার তাঁর যে সমস্যা ছিল, এ বারও তাঁর সেই একই সমস্যা দেখা দিয়েছে ৷ তাঁর বয়সের কথা ভেবে এবং আগেও যেহেতু একই সমস্যা হয়েছিল, সেই জন্য তাঁকে হাসপাতালে ভর্তি করাই ঠিক হবে বলে মনে করে তাঁর পরিবার ৷ আজ আবার ডাক্তাররা তাঁকে দেখবেন ৷ প্রতিনিয়ত যাতে পর্যবেক্ষণে রাখা যায়, সে জন্য তাঁকে আইসিইউ-ত রাখা হয়েছে ৷ তাঁর অবস্থা বর্তমানে স্থিতিশীল ৷ চিন্তার কিছু নেই ৷"
আরও পড়ুন: নেই মেকআপ-প্রযুক্তির কারিকুরি, নয়া ভিডিয়োয় প্রকাশ্যে হবু মা নুসরত
চলতি মাসের শুরুতেই শ্বাসকষ্ট হওয়ায় হাসপাতালে ভর্তি করাতে হয়েছিল প্রবীণ অভিনেতাকে ৷ 6 জুন এই হিন্দুজা হাসপাতালেই ভর্তি হন তিনি ৷ শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় 11 জুন তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয় ৷
এ দিকে, হাসপাতালে ভর্তি হতে হয়েছে অপর জনপ্রিয় অভিনেতা নাসিরুদ্দিন শাহকেও ৷ তিনিও চিকিৎসায় সাড়া দিচ্ছেন বলে খবর ৷ তাঁর ম্যানেজার জানিয়েছেন, দু দিন ধরে পর্যবেক্ষণে রয়েছেন প্রবীণ অভিনেতা ৷ তাঁর ফুসফুসে একটি প্যাচ দেখা দেওয়ায়, সঙ্গে সঙ্গে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয় ৷ তাঁর সঙ্গে রয়েছেন তাঁর স্ত্রী রত্না পাঠক ও সন্তানেরা ৷
আরও পড়ুন: মন্দিরা বেদীর স্বামী চিত্রনির্মাতা রাজ কৌশল প্রয়াত
নাসিরুদ্দিনের ম্যানেজার জানিয়েছেন, "দু দিন হল তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে ৷ তাঁকে মেডিক্যাল পর্যবেক্ষণে রাখা হয়েছে ৷ নিউমোনিয়া হয়েছে তাঁর ৷ ফুসফুসে একটি প্যাচ পাওয়া গিয়েছে ৷ তাঁর অবস্থা এখন স্থিতিশীল ৷ তিনি চিকিৎসায় সাড়া দিচ্ছেন ৷"
আরও পড়ুন: জাগছে 'নির্ভয়া', কালো কোট পরে আদালতে গৌরব-প্রিয়াঙ্কা
গত বছর নাসিরের স্বাস্থ্য নিয়ে গুজব রটায় তাঁর ছেলে ভিভান শাহ টুইট করতে বাধ্য হন ৷ 2020 সালের 30 এপ্রিল টুইটে তিনি লেখেন, "সবাই ভাল আছেন ৷ বাবা খুব ভাল আছেন ৷ তাঁর স্বাস্থ্য সম্পর্কে যে গুজব রটেছে তা ভুল ৷"