ETV Bharat / sitara

Dilip Kumar : একটা প্রতিষ্ঠানের অবসান, দিলীপ কুমারের প্রয়াণে শোকস্তব্ধ বলিউড - অক্ষয় কুমার

কিংবদন্তি অভিনেতা দিলীপ কুমারের (Dilip Kumar) প্রয়াণে শোকস্তব্ধ বলিউড ৷ অমিতাভ বচ্চন (Amitabh Bachchan) থেকে শুরু করে অক্ষয় কুমার (Akshay Kumar), অজয় দেবগণ (Ajay Devgan) ও অন্য সেলিব্রিটিরা প্রবীণ অভিনেতার প্রয়াণে গভীর শোকপ্রকাশ করেছেন ৷

Dilip Kumar: Amitabh Bachchan, Akshay Kumar, Ajay Devgn and other celebs pay tributes to the legend
একটা প্রতিষ্ঠানের অবসান, দিলীপ কুমারের প্রয়াণে শোকস্তব্ধ বলিউড
author img

By

Published : Jul 7, 2021, 1:22 PM IST

Updated : Jul 7, 2021, 2:18 PM IST

মুম্বই, 7 জুলাই : একটা প্রতিষ্ঠান চলে গেল ৷ কিংবদন্তি অভিনেতা দিলীপ কুমারের (Dilip Kumar) প্রয়াণকে এ ভাবেই ব্যাখ্যা করলেন বলিউডের মেগাস্টার অমিতাভ বচ্চন (Amitabh Bachchan) ৷ টুইটে তিনি দেবদাস স্টারের প্রয়াণে গভীর শোকপ্রকাশ করেছেন ৷ শুধু তিনিই না, দিলীপ কুমারকে শেষ শ্রদ্ধা জানান বলিউডের অন্য সেলিব্রিটিরাও ৷ অক্ষয় কুমার (Akshay Kumar) থেকে শুরু করে অজয় দেবগণ (Ajay Devgan), জ্যাকি শ্রফ, তুষার কাপুর, জন আব্রাহাম, আরশাদ ওয়ারসি-সহ আরও অনেকে টুইটে শোকপ্রকাশ করেছেন ৷

দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন বলিউডের প্রবীণ অভিনেতা দিলীপ কুমার ৷ বেশ কয়েকবার তাঁকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে ৷ তবে প্রতিবার বাড়ি ফিরে গেলেও এ বার আর শেষরক্ষা হল না ৷ 98 বছর বয়সে প্রয়াত হলেন কিংবদন্তি অভিনেতা ৷

আরও পড়ুন: বলিউডের ট্র্যাজেডি কিং, জোয়ার ভাটার মতো ছিল প্রেমজীবন

তাঁর প্রয়াণে শোকপ্রকাশ করে টুইট করেছেন অমিতাভ বচ্চন ৷ তিনি লিখেছেন, "একটা প্রতিষ্ঠান চলে গেল...যখনই ভারতীয় সিনেমার ইতিহাস লেখা হবে, তখন দিলীপ কুমারের আগে এবং দিলীপ কুমারের পরে লেখা হবে ৷" প্রয়াত অভিনেতার পরিবার ও তাঁর স্ত্রী সায়রা বানুর প্রতি সমবেদনা জানিয়ে বিগ বি লিখেছেন, "তাঁর আত্মার শান্তি কামনা করি এবং পরিবারে যে ক্ষতি হল, তারা যাতে শক্ত থাকতে পারেন, সেই প্রার্থনা করি ৷"

  • T 3958 - An institution has gone .. whenever the history of Indian Cinema will be written , it shall always be 'before Dilip Kumar, and after Dilip Kumar' ..
    My duas for peace of his soul and the strength to the family to bear this loss .. 🤲🤲🤲
    Deeply saddened .. 🙏

    — Amitabh Bachchan (@SrBachchan) July 7, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

দিলীপ কুমারের প্রয়াণে শোকপ্রকাশ করেছেন বলিউডের খিলাড়ি অক্ষয় কুমার ৷ তিনি অভিনেতার একটি ছবি পোস্ট করে টুইটে লিখেছেন, "বিশ্বের কাছে অনেক নায়কই এসেছেন ৷ আমাদের মতো অভিনেতাদের কাছে নায়ক ছিলেন তিনিই ৷ ভারতীয় সিনেমার সম্পূর্ণ যুগটাকেই সঙ্গে করে নিয়ে গেলেন দিলীপ কুমার স্যার ৷ আমার প্রার্থনা তাঁর পরিবারের সঙ্গে রয়েছে ৷ ওম শান্তি ৷"

  • To the world many others may be heroes. To us actors, he was The Hero. #DilipKumar Sir has taken an entire era of Indian cinema away with him.
    My thoughts and prayers are with his family. Om Shanti 🙏🏻 pic.twitter.com/dVwV7CUfxh

    — Akshay Kumar (@akshaykumar) July 7, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: জন্ম পেশোয়ারে, দিলীপ কুমারই বলিউডের প্রথম খান

বলিউডের আর এক অভিনেতা অজয় দেবগণ তাঁর সঙ্গে বলিউডের সওদাগরের একটি ছবি পোস্ট করে টুইট করেছেন ৷ তিনি লেখেন, "এই কিংবদন্তির সঙ্গে অনেক মুহূর্ত কাটিয়েছি ৷ কিছু খুবই ব্যক্তিগত মুহূর্ত, কিছু মঞ্চে ৷ তবে তাঁর চলে যাওয়ার জন্য তৈরি ছিলাম না ৷ একটা প্রতিষ্ঠান, কালজয়ী অভিনেতা ৷ সায়রাজির প্রতি গভীর সমবেদনা রইল ৷"

  • Shared many moments with the legend...some very personal, some on stage. Yet, nothing really prepared me for his passing away. An institution, a timeless actor. Heartbroken.
    Deepest condolences to Sairaji🙏🏼#DilipKumar pic.twitter.com/Il8qaMOOhf

    — Ajay Devgn (@ajaydevgn) July 7, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

দিলীপ কুমারের সওদাগর ফিল্মের একটি ছবি পোস্ট করেছেন অভিনেতা তুষার কাপুর ৷ তিনি লেখেন, "ফিল্মের জগতে তাঁর জীবন, তাঁর কাজ বর্ণনা করার জন্য কোনও শব্দই যথেষ্ট নয় ৷ মুঘল-এ-আজম থেকে শুরু করে সওদাগর, আমাদের প্রজন্মও স্ক্রিনে তাঁর ম্যাজিক দেখে অবাক হয়ে যায় ৷ রিপ দিলীপ সাব ৷"

আরও পড়ুন: প্রয়াত দিলীপ কুমার

দিলীপ কুমারের প্রয়াণে শোকপ্রকাশ করেছেন অন্য সেলিব্রিটিরাও ৷ একনজরে দেখে নিন কে কী বললেন...

  • We have lost the greatest actor Indian cinema has known. Dilip sahab was and will always be the bench mark of stardom and immense talent. I am glad he lived a full and loved life... you were and will always be in our prayers... KHUDA HAFIZ... pic.twitter.com/LLPtNZBjwb

    — Arshad Warsi (@ArshadWarsi) July 7, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

মুম্বই, 7 জুলাই : একটা প্রতিষ্ঠান চলে গেল ৷ কিংবদন্তি অভিনেতা দিলীপ কুমারের (Dilip Kumar) প্রয়াণকে এ ভাবেই ব্যাখ্যা করলেন বলিউডের মেগাস্টার অমিতাভ বচ্চন (Amitabh Bachchan) ৷ টুইটে তিনি দেবদাস স্টারের প্রয়াণে গভীর শোকপ্রকাশ করেছেন ৷ শুধু তিনিই না, দিলীপ কুমারকে শেষ শ্রদ্ধা জানান বলিউডের অন্য সেলিব্রিটিরাও ৷ অক্ষয় কুমার (Akshay Kumar) থেকে শুরু করে অজয় দেবগণ (Ajay Devgan), জ্যাকি শ্রফ, তুষার কাপুর, জন আব্রাহাম, আরশাদ ওয়ারসি-সহ আরও অনেকে টুইটে শোকপ্রকাশ করেছেন ৷

দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন বলিউডের প্রবীণ অভিনেতা দিলীপ কুমার ৷ বেশ কয়েকবার তাঁকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে ৷ তবে প্রতিবার বাড়ি ফিরে গেলেও এ বার আর শেষরক্ষা হল না ৷ 98 বছর বয়সে প্রয়াত হলেন কিংবদন্তি অভিনেতা ৷

আরও পড়ুন: বলিউডের ট্র্যাজেডি কিং, জোয়ার ভাটার মতো ছিল প্রেমজীবন

তাঁর প্রয়াণে শোকপ্রকাশ করে টুইট করেছেন অমিতাভ বচ্চন ৷ তিনি লিখেছেন, "একটা প্রতিষ্ঠান চলে গেল...যখনই ভারতীয় সিনেমার ইতিহাস লেখা হবে, তখন দিলীপ কুমারের আগে এবং দিলীপ কুমারের পরে লেখা হবে ৷" প্রয়াত অভিনেতার পরিবার ও তাঁর স্ত্রী সায়রা বানুর প্রতি সমবেদনা জানিয়ে বিগ বি লিখেছেন, "তাঁর আত্মার শান্তি কামনা করি এবং পরিবারে যে ক্ষতি হল, তারা যাতে শক্ত থাকতে পারেন, সেই প্রার্থনা করি ৷"

  • T 3958 - An institution has gone .. whenever the history of Indian Cinema will be written , it shall always be 'before Dilip Kumar, and after Dilip Kumar' ..
    My duas for peace of his soul and the strength to the family to bear this loss .. 🤲🤲🤲
    Deeply saddened .. 🙏

    — Amitabh Bachchan (@SrBachchan) July 7, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

দিলীপ কুমারের প্রয়াণে শোকপ্রকাশ করেছেন বলিউডের খিলাড়ি অক্ষয় কুমার ৷ তিনি অভিনেতার একটি ছবি পোস্ট করে টুইটে লিখেছেন, "বিশ্বের কাছে অনেক নায়কই এসেছেন ৷ আমাদের মতো অভিনেতাদের কাছে নায়ক ছিলেন তিনিই ৷ ভারতীয় সিনেমার সম্পূর্ণ যুগটাকেই সঙ্গে করে নিয়ে গেলেন দিলীপ কুমার স্যার ৷ আমার প্রার্থনা তাঁর পরিবারের সঙ্গে রয়েছে ৷ ওম শান্তি ৷"

  • To the world many others may be heroes. To us actors, he was The Hero. #DilipKumar Sir has taken an entire era of Indian cinema away with him.
    My thoughts and prayers are with his family. Om Shanti 🙏🏻 pic.twitter.com/dVwV7CUfxh

    — Akshay Kumar (@akshaykumar) July 7, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: জন্ম পেশোয়ারে, দিলীপ কুমারই বলিউডের প্রথম খান

বলিউডের আর এক অভিনেতা অজয় দেবগণ তাঁর সঙ্গে বলিউডের সওদাগরের একটি ছবি পোস্ট করে টুইট করেছেন ৷ তিনি লেখেন, "এই কিংবদন্তির সঙ্গে অনেক মুহূর্ত কাটিয়েছি ৷ কিছু খুবই ব্যক্তিগত মুহূর্ত, কিছু মঞ্চে ৷ তবে তাঁর চলে যাওয়ার জন্য তৈরি ছিলাম না ৷ একটা প্রতিষ্ঠান, কালজয়ী অভিনেতা ৷ সায়রাজির প্রতি গভীর সমবেদনা রইল ৷"

  • Shared many moments with the legend...some very personal, some on stage. Yet, nothing really prepared me for his passing away. An institution, a timeless actor. Heartbroken.
    Deepest condolences to Sairaji🙏🏼#DilipKumar pic.twitter.com/Il8qaMOOhf

    — Ajay Devgn (@ajaydevgn) July 7, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

দিলীপ কুমারের সওদাগর ফিল্মের একটি ছবি পোস্ট করেছেন অভিনেতা তুষার কাপুর ৷ তিনি লেখেন, "ফিল্মের জগতে তাঁর জীবন, তাঁর কাজ বর্ণনা করার জন্য কোনও শব্দই যথেষ্ট নয় ৷ মুঘল-এ-আজম থেকে শুরু করে সওদাগর, আমাদের প্রজন্মও স্ক্রিনে তাঁর ম্যাজিক দেখে অবাক হয়ে যায় ৷ রিপ দিলীপ সাব ৷"

আরও পড়ুন: প্রয়াত দিলীপ কুমার

দিলীপ কুমারের প্রয়াণে শোকপ্রকাশ করেছেন অন্য সেলিব্রিটিরাও ৷ একনজরে দেখে নিন কে কী বললেন...

  • We have lost the greatest actor Indian cinema has known. Dilip sahab was and will always be the bench mark of stardom and immense talent. I am glad he lived a full and loved life... you were and will always be in our prayers... KHUDA HAFIZ... pic.twitter.com/LLPtNZBjwb

    — Arshad Warsi (@ArshadWarsi) July 7, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">
Last Updated : Jul 7, 2021, 2:18 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.