ETV Bharat / sitara

হাবির কন্য়াকে নিয়েই মালদ্বীপে মধুচন্দ্রিমায় দিয়া মির্জা - dia mirza maldives vacation

মালদ্বীপে মধুচন্দ্রিমা কাটাচ্ছেন দিয়া মির্জা ৷ তবে তাঁর হাবি বৈভব রেখির প্রথম পক্ষের কন্যা সামাইরাও তাঁদের সঙ্গী হয়েছেন ৷ সোশ্যাল মিডিয়ায় নিজেদের বেড়ানোর ছবি পোস্ট করেছেন অভিনেত্রী ৷

dia-mirza-takes-hubby-vaibhav-rekhis-daughter-along-on-first-vacay-after-marriage-see-pic
হাবির কন্য়াকে নিয়েই মালদ্বীপে মধুচন্দ্রিমায় দিয়া মির্জা
author img

By

Published : Mar 27, 2021, 4:13 PM IST

Updated : Mar 27, 2021, 4:20 PM IST

হায়দরাবাদ, 27 মার্চ: আধুনিক পরিবার বুঝি এমনই হয় ! সদ্য বিয়ে হয়েছে অভিনেত্রী দিয়া মির্জার ৷ আর এখন তিনি ব্যবসায়ী হাবি বৈভব রেখির সঙ্গে মালদ্বীপে মধুচন্দ্রিমা কাটাচ্ছেন ৷ তবে সেখানে শুধু যুগলে নয়, দিয়া সঙ্গে নিয়ে গিয়েছেন বৈভবের কন্যাকেও ৷

হোলির আগে মালদ্বীপের সৈকতে দুরন্ত ছুটি কাটাচ্ছেন দিয়া মির্জা ৷ বিয়ের পর প্রথম ভ্রমণে তাঁদের সঙ্গী বৈভবের প্রথম পক্ষের কন্যা সামাইরা ৷ যোগ প্রশিক্ষক সুনয়না রেখির সঙ্গে বিবাহবিচ্ছেদ হয় বৈভবের ৷

ছুটি কাটানোর নানা আনন্দের মুহূর্তের ছবি শেয়ার করেছেন দিয়া ৷ সামাইরার সঙ্গে তাঁর বেশ অন্তরঙ্গ সম্পর্ক রয়েছে বলেই মনে হয়েছে সেই ছবিগুলি দেখে ৷

আরও পড়ুন: দুর্নীতি না সোনার বাংলা, ঠিক করতে হবে মানুষকে; খোলামেলা শ্রাবন্তী

দিয়া-বৈভবের বিয়েতেও সবসময় তাঁদের পাশে দেখা গিয়েছে সামাইরাকে ৷ 15 ফেব্রুয়ারি মুম্বইয়ের উদ্যোগপতি বৈভবের সঙ্গে দিয়ার বিয়ে হয় ৷

এর আগে, 2014 সালে তাঁর বিয়ে হয়েছিল সাহিল সংঘের সঙ্গে ৷ তবে সেই বিয়ে টেকে 2019 পর্যন্ত ৷ সে বছর অগস্টে নিজেদের সেপারেশনের কথা ঘোষণা করেন দিয়া ও সাহিল ৷

হায়দরাবাদ, 27 মার্চ: আধুনিক পরিবার বুঝি এমনই হয় ! সদ্য বিয়ে হয়েছে অভিনেত্রী দিয়া মির্জার ৷ আর এখন তিনি ব্যবসায়ী হাবি বৈভব রেখির সঙ্গে মালদ্বীপে মধুচন্দ্রিমা কাটাচ্ছেন ৷ তবে সেখানে শুধু যুগলে নয়, দিয়া সঙ্গে নিয়ে গিয়েছেন বৈভবের কন্যাকেও ৷

হোলির আগে মালদ্বীপের সৈকতে দুরন্ত ছুটি কাটাচ্ছেন দিয়া মির্জা ৷ বিয়ের পর প্রথম ভ্রমণে তাঁদের সঙ্গী বৈভবের প্রথম পক্ষের কন্যা সামাইরা ৷ যোগ প্রশিক্ষক সুনয়না রেখির সঙ্গে বিবাহবিচ্ছেদ হয় বৈভবের ৷

ছুটি কাটানোর নানা আনন্দের মুহূর্তের ছবি শেয়ার করেছেন দিয়া ৷ সামাইরার সঙ্গে তাঁর বেশ অন্তরঙ্গ সম্পর্ক রয়েছে বলেই মনে হয়েছে সেই ছবিগুলি দেখে ৷

আরও পড়ুন: দুর্নীতি না সোনার বাংলা, ঠিক করতে হবে মানুষকে; খোলামেলা শ্রাবন্তী

দিয়া-বৈভবের বিয়েতেও সবসময় তাঁদের পাশে দেখা গিয়েছে সামাইরাকে ৷ 15 ফেব্রুয়ারি মুম্বইয়ের উদ্যোগপতি বৈভবের সঙ্গে দিয়ার বিয়ে হয় ৷

এর আগে, 2014 সালে তাঁর বিয়ে হয়েছিল সাহিল সংঘের সঙ্গে ৷ তবে সেই বিয়ে টেকে 2019 পর্যন্ত ৷ সে বছর অগস্টে নিজেদের সেপারেশনের কথা ঘোষণা করেন দিয়া ও সাহিল ৷

Last Updated : Mar 27, 2021, 4:20 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.