কলকাতা, 18 জানুয়ারি: 18 বছরের দাম্পত্য জীবনে ইতি টানলেন অভিনেতা ধনুষ (Dhanush parts ways with Aishwarya)৷ তিনি ঘোষণা করেছেন যে, তিনি (Dhanush Wife Aishwaryaa Separate) ও তাঁর স্ত্রী ঐশ্বর্য আলাদা থাকার সিদ্ধান্ত নিয়েছেন ৷ মেগাস্টার রজনীকান্তের বড় মেয়ে ঐশ্বর্য একজন চিত্র পরিচালক ও প্লেব্যাক সিঙ্গার ৷
-
🙏🙏🙏🙏🙏 pic.twitter.com/hAPu2aPp4n
— Dhanush (@dhanushkraja) January 17, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data="
">🙏🙏🙏🙏🙏 pic.twitter.com/hAPu2aPp4n
— Dhanush (@dhanushkraja) January 17, 2022🙏🙏🙏🙏🙏 pic.twitter.com/hAPu2aPp4n
— Dhanush (@dhanushkraja) January 17, 2022
বিবাহবিচ্ছেদের সিদ্ধান্তের কথা টুইটারে জানিয়ে ধনুষ লিখেছেন, "বন্ধু, দম্পতি, বাবা-মা ও একে-অপরের শুভাকাঙ্ক্ষী হিসেবে 18 বছর একসঙ্গে ছিলাম ৷ আজ আমরা এমন একটা জায়গায় এসে দাঁড়িয়েছি, যেখান থেকে আমাদের পথটা আলাদা হয়ে গিয়েছে ৷ ঐশ্বর্য ও আমি দম্পতি হিসেবে আর একসঙ্গে থাকব না বলে সিদ্ধান্ত নিয়েছি ৷ আরও ভাল থাকার জন্য নিজেরা পৃথক ব্যক্তিত্ব হিসেবে নিজেদের বোঝার জন্য সময় নেব ৷ "
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">
আরও পড়ুন: Sushmita Sen love life : রোহমানই প্রথম নন, অতীতে বহুবার হৃদয় ভেঙেছে প্রাক্তন বিশ্বসুন্দরীর
বিবাহবিচ্ছেদের সিদ্ধান্তের কথা টুইটারে জানিয়ে ধনুষ লিখেছেন, "বন্ধু, দম্পতি, বাবা-মা ও একে-অপরের শুভাকাঙ্ক্ষী হিসেবে 18 বছর একসঙ্গে ছিলাম ৷ আজ আমরা এমন একটা জায়গায় এসে দাঁড়িয়েছি, যেখান থেকে আমাদের পথটা আলাদা হয়ে গিয়েছে ৷ ঐশ্বর্য ও আমি দম্পতি হিসেবে আর একসঙ্গে থাকব না বলে সিদ্ধান্ত নিয়েছি ৷ আরও ভালো থাকার জন্য নিজেরা পৃথক ব্যক্তিত্ব হিসেবে নিজেদের বোঝার জন্য সময় নেব ৷ অনুগ্রহ করে আমাদের সিদ্ধান্তকে শ্রদ্ধা করবেন আর এই ঘটনা কাটিয়ে ওঠার জন্য সময় দেবেন ৷"
আরও পড়ুন: আমরা আনন্দে আছি, বিবাহবিচ্ছেদ নিয়ে বললেন আমির-কিরণ
এই একই বিবৃতি নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে পোস্ট করেছেন ঐশ্বর্য (Dhanush and his Wife Aishwaryaa Separate After 18 Years Of marriage )৷ সঙ্গে লিখেছেন, কোনও ক্যাপশনের প্রয়োজন নেই...শুধুমাত্র আপনারা যাতে বোঝেন এবং আপনাদের ভালোবাসা চাই ৷ পোস্টটির শেষে তিনি নিজের নাম লিখতে গিয়ে লিখেছেন, ঐশ্বর্য রজনীকান্ত ৷
2004 সালের 18 নভেম্বর সাত পাকে বাঁধা পড়েছিলেন এই তারকা জুটি ৷ তাঁদের দুটি ছেলে রয়েছে- যাত্রা ও লিঙ্গা, যথাক্রমে 2006 ও 2010 সালে তাদের জন্ম ৷ কর্মক্ষেত্রে ধনুষকে শেষ দেখা গিয়েছে বলিউডের ছবি অতরঙ্গি রে-তে ৷ সেই ছবিতে তিনি ছাড়াও ছিলেন অক্ষয় কুমার ও সারা আলি খান ৷