কলকাতা : লকডাউনে সবকিছু বন্ধ । কিন্তু, চুল তো বাড়বেই । বাড়িতে কাটানো ছাড়া কোনও উপায় নেই । একটু ভয়ে ভয়েই তাই বোনের কাছে চুল কাটলেন দেব । ছবি শেয়ার করলেন সোশাল মিডিয়ায় ।
প্রথম ছবিতে দেখা যাচ্ছে দেব চুল কাটার জন্য প্রস্তুত হচ্ছেন । তোয়ালে জড়িয়ে, চুল ভিজিয়ে বসেছেন চেয়ারে । ক্যাপশনে লিখেছেন, "টাইম ফর হেয়ারকাট"
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">
পরের ছবিতে শুরু হয়েছে চুল কাটা । জিভ বের করে একটু ভয় নিয়ে বসে রয়েছেন তিনি । কি জানি ! উলটোপালটা কিছু কেটে দেবে না তো বোন ? ক্যাপশনে লিখেছেন, "একটু ভয় পাচ্ছি এবার..."
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">
পরের ছবিতে আবার দেখা যাচ্ছে যে বোন বেঞ্চের উপর দাঁড়িয়ে চুল কাটছেন । দেব লিখেছেন, "যেভাবে চুল কাটা হচ্ছে, তাতে ভয় লাগছে জানি ।"
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">
কিন্তু শেষ ছবিতেই আবার আত্মবিশ্বাসী দেব । কারণ চুল কাটা কমপ্লিট এবং সেটা খুব একটা খারাপ কিছু হয়নি । বোনের উদ্দেশে দেব লিখেছেন, "গুড জব, এখন আমি আত্মবিশ্বাসী ভাই..."
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">
এমনিতে সোশাল মিডিয়ায় খুব একটা অ্যাক্টিভ নন দেব । কোয়ারেন্টাইনে কীভাবে দিন কাটছে সেই নিয়ে কোনও পোস্ট করেননি তিনি এতদিন । সেই অর্থে এটাই দেবের প্রথম লকডাউন ডায়রির ঝলক । বেজায় খুশি ফ্যানেরা ।