ETV Bharat / sitara

Kishmish Trailer Release : ফের রোম্যান্টিক অবতারে দেব, মুক্তি পেল 'কিশমিশ' ছবির ট্রেলার - Kishmish Trailer Release

দিনের পর দিন গড়িমসির পর অবশেষে সামনে এল দেব এবং রুক্মিনী মৈত্র বহু প্রতিক্ষিত 'কিশমিশ' ছবির ট্রেলার (Kishmish Trailer is Out Now)৷ আগামী 29 এপ্রিল প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে এই ছবি ৷

Kishmish Trailer Release
মুক্তি পেল দেব-রুক্মিনী জুটির বহু প্রতিক্ষিত 'কিশমিশ' ছবির ট্রেলার
author img

By

Published : Mar 21, 2022, 8:23 PM IST

কলকাতা, 21 মার্চ : আগামী 29 এপ্রিল প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে দেব-রুক্মিনী জুটির ষষ্ঠ ছবি 'কিশমিশ' ৷ সোমবার অবশেষে সামনে এল বহু প্রতিক্ষিত এই ছবির ট্রেলার (Kishmish Trailer is Out Now)৷ ট্রেলার প্রকাশের আগে থেকেই যথেষ্ট শোরগোল পড়ে গিয়েছিল এই ছবি নিয়ে ৷ এমনকি খবর অনুযায়ী ট্রেলার প্রকাশের গড়িমসি দেখে পরিচালক রাহুল মুখোপাধ্যায়ের উপর ক্ষুব্ধও হয়েছিলেন ছবির প্রযোজক তথা প্রধান অভিনেতা দেব ৷

বান্ধবী রুক্মিনী মৈত্রর সঙ্গে ছুটি কাটিয়ে ফেরার পরেই ঘটেছিল এই ঘটনা ৷ যাইহোক অবশেষে নিজের ইনস্টাগ্রাম থেকে দেব জানান, "টিনটিন অবশেষে ল্যাদ কাটিয়ে রোহিণীর সাথে "কিশমিশ" এর ট্রেলার নিয়ে আসছে আর মাত্র ১ দিন পর।" ট্রেলারে দেখা গেল গল্পের হালকা কিছু ঝলক ৷ কমিকবুক আর্টিস্ট কৃশানু আর রোহিনীর চরিত্রকে কেন্দ্র করেই আবর্তিত হয়েছে গল্প ৷ ট্রেলারে পুরনো দেব-এর ঝলক দেখতে পাচ্ছেন দর্শকরা ৷ কেউ আবার অনেকদিন পর একটা ফ্রেশ রোম্যান্টিক মুভি দেখার আশায় দিন গুনতে শুরু করেছেন ৷ কোঁকড়া চুল, গোলগাল চশমায় দেব-এর লুকটাও একেবারে অন্যরকম ৷

আরও পডু়ন: মা হতে চলেছেন অনিল কন্যা সোনম

দেব-রুক্মিনী ছাড়াও ছবিতে দেখা যাবে আরও দুই তারকা মুখ-কে ৷ ছবিতে অতিথি শিল্পী হিসেবে দেখা যাবে যিশু সেনগুপ্ত (Jisshu Sengupta) এবং ঋতুপর্ণা সেনগুপ্তকে (Rituparna Sengupta) ৷ দেব অর্থাৎ কৃশানুর বাবার চরিত্রে অভিনয় করেছেন খরাজ মুখোপাধ্যায় আর মায়ের চরিত্রে রয়েছেন অঞ্জনা বসু ৷

কলকাতা, 21 মার্চ : আগামী 29 এপ্রিল প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে দেব-রুক্মিনী জুটির ষষ্ঠ ছবি 'কিশমিশ' ৷ সোমবার অবশেষে সামনে এল বহু প্রতিক্ষিত এই ছবির ট্রেলার (Kishmish Trailer is Out Now)৷ ট্রেলার প্রকাশের আগে থেকেই যথেষ্ট শোরগোল পড়ে গিয়েছিল এই ছবি নিয়ে ৷ এমনকি খবর অনুযায়ী ট্রেলার প্রকাশের গড়িমসি দেখে পরিচালক রাহুল মুখোপাধ্যায়ের উপর ক্ষুব্ধও হয়েছিলেন ছবির প্রযোজক তথা প্রধান অভিনেতা দেব ৷

বান্ধবী রুক্মিনী মৈত্রর সঙ্গে ছুটি কাটিয়ে ফেরার পরেই ঘটেছিল এই ঘটনা ৷ যাইহোক অবশেষে নিজের ইনস্টাগ্রাম থেকে দেব জানান, "টিনটিন অবশেষে ল্যাদ কাটিয়ে রোহিণীর সাথে "কিশমিশ" এর ট্রেলার নিয়ে আসছে আর মাত্র ১ দিন পর।" ট্রেলারে দেখা গেল গল্পের হালকা কিছু ঝলক ৷ কমিকবুক আর্টিস্ট কৃশানু আর রোহিনীর চরিত্রকে কেন্দ্র করেই আবর্তিত হয়েছে গল্প ৷ ট্রেলারে পুরনো দেব-এর ঝলক দেখতে পাচ্ছেন দর্শকরা ৷ কেউ আবার অনেকদিন পর একটা ফ্রেশ রোম্যান্টিক মুভি দেখার আশায় দিন গুনতে শুরু করেছেন ৷ কোঁকড়া চুল, গোলগাল চশমায় দেব-এর লুকটাও একেবারে অন্যরকম ৷

আরও পডু়ন: মা হতে চলেছেন অনিল কন্যা সোনম

দেব-রুক্মিনী ছাড়াও ছবিতে দেখা যাবে আরও দুই তারকা মুখ-কে ৷ ছবিতে অতিথি শিল্পী হিসেবে দেখা যাবে যিশু সেনগুপ্ত (Jisshu Sengupta) এবং ঋতুপর্ণা সেনগুপ্তকে (Rituparna Sengupta) ৷ দেব অর্থাৎ কৃশানুর বাবার চরিত্রে অভিনয় করেছেন খরাজ মুখোপাধ্যায় আর মায়ের চরিত্রে রয়েছেন অঞ্জনা বসু ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.