ETV Bharat / sitara

লকডাউনে কবিতা লিখলেন দেব, ঠাট্টা করলেন শ্রীলেখা ? - দেবের খবর

সম্প্রতি দেবের মধ্যে কবি সত্ত্বা ফুটে উঠেছে । আর সেই নিয়ে মস্করা করলেন শ্রীলেখা মিত্র ? সোশাল মিডিয়ায় দু'জনের পোস্ট দেখে তো সেরকমই মালুম হচ্ছে...

Sreelekha and Dev controversy
Sreelekha and Dev controversy
author img

By

Published : Jul 14, 2020, 7:51 PM IST

মুম্বই : রুক্মিনীর সঙ্গে কথায় কথায় দু'লাইনের কবিতা তৈরি করে ফেলেছিলেন অভিনেতা-সাংসদ দেব । মজা করেই বলেছিলেন । তাঁর বলা সেই কবিতা নিয়ে মস্করা করে বসলেন শ্রীলেখা মিত্র । আর তারপর দেবও পালটা পোস্ট করলেন সোশাল মিডিয়ায়, কারও নাম না করেই জানালেন মৃদু প্রতিবাদ ।

কী লিখেছিলেন দেব ? ইংরেজিতে লেখা সেই কবিতার বাংলা মর্মার্থ এমন, "একটা গাছ ছিল, একটা উদ্ভিদ ছিল / গাছ উদ্ভিদকে প্রশ্ন করল, 'তুমি কেমন আছ ?'/ উত্তরে উদ্ভিদ বলল, 'আমি ঠিক আছি, তুমি কেমন ?'" ব্যস কবিতা শেষ ।

দেবের এই কবিতার উল্লেখ করে শ্রীলেখা নিজের ফেসবুক পেজে লিখেছেন, "কি মিষ্টি না ? আহা এরকম কবি বাংলার ঘরে ঘরে জন্মাক । আমি কিন্তু সত্যিই খুব সুইট লেগেছে ।"

Sreelekha and Dev controversy
শ্রীলেখার পোস্ট..

এর কিছু সময় পরেই দেব নিজের ফেসবুক পেজে লেখেন, "আরে আমার প্রিয় বন্ধুরা, যাঁদের ভালো লাগার তাদের ভালো লাগবেই, যাঁদের ঘৃণা করার, তারা করবেই । আর যাদের ট্রোল করার অভ্যেস আছে তারা ট্রোল করবেই…। আমি তো শুধু ওঁর (রুক্মিণী) মুখে একটু হাসি ফোটানোর চেষ্টা করছিলাম ! এখন দেখছি সবাই হাসছেন আমার কবিতা শুনে । যদিও তাঁদের হাসির কারণটা অন্য !"

Sreelekha and Dev controversy
দেবের পোস্ট..

দেবের ইঙ্গিত কি শ্রীলেখার দিকে ? না সেটা স্পষ্ট নয় পোস্ট থেকে । তবে সাংসদের এই পোস্ট দেখে শ্রীলেখার পালটা জবাব, "একটা ট্রু স্পিরিট । সত্যিই তোমায় ভালোবাসি দেব ।" সোশাল মিডিয়ায় দ্বি-বিভক্ত নেটিজেনরা ।

মুম্বই : রুক্মিনীর সঙ্গে কথায় কথায় দু'লাইনের কবিতা তৈরি করে ফেলেছিলেন অভিনেতা-সাংসদ দেব । মজা করেই বলেছিলেন । তাঁর বলা সেই কবিতা নিয়ে মস্করা করে বসলেন শ্রীলেখা মিত্র । আর তারপর দেবও পালটা পোস্ট করলেন সোশাল মিডিয়ায়, কারও নাম না করেই জানালেন মৃদু প্রতিবাদ ।

কী লিখেছিলেন দেব ? ইংরেজিতে লেখা সেই কবিতার বাংলা মর্মার্থ এমন, "একটা গাছ ছিল, একটা উদ্ভিদ ছিল / গাছ উদ্ভিদকে প্রশ্ন করল, 'তুমি কেমন আছ ?'/ উত্তরে উদ্ভিদ বলল, 'আমি ঠিক আছি, তুমি কেমন ?'" ব্যস কবিতা শেষ ।

দেবের এই কবিতার উল্লেখ করে শ্রীলেখা নিজের ফেসবুক পেজে লিখেছেন, "কি মিষ্টি না ? আহা এরকম কবি বাংলার ঘরে ঘরে জন্মাক । আমি কিন্তু সত্যিই খুব সুইট লেগেছে ।"

Sreelekha and Dev controversy
শ্রীলেখার পোস্ট..

এর কিছু সময় পরেই দেব নিজের ফেসবুক পেজে লেখেন, "আরে আমার প্রিয় বন্ধুরা, যাঁদের ভালো লাগার তাদের ভালো লাগবেই, যাঁদের ঘৃণা করার, তারা করবেই । আর যাদের ট্রোল করার অভ্যেস আছে তারা ট্রোল করবেই…। আমি তো শুধু ওঁর (রুক্মিণী) মুখে একটু হাসি ফোটানোর চেষ্টা করছিলাম ! এখন দেখছি সবাই হাসছেন আমার কবিতা শুনে । যদিও তাঁদের হাসির কারণটা অন্য !"

Sreelekha and Dev controversy
দেবের পোস্ট..

দেবের ইঙ্গিত কি শ্রীলেখার দিকে ? না সেটা স্পষ্ট নয় পোস্ট থেকে । তবে সাংসদের এই পোস্ট দেখে শ্রীলেখার পালটা জবাব, "একটা ট্রু স্পিরিট । সত্যিই তোমায় ভালোবাসি দেব ।" সোশাল মিডিয়ায় দ্বি-বিভক্ত নেটিজেনরা ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.