ETV Bharat / sitara

রুক্মিনীর উপর চটলেন দেব? অপমান করলেন সোশাল মিডিয়ায় - Rukmini Moitra

দেব আর রুক্মিনী, টলিউডের অন্যতম চর্চিত জুটি। অনস্ক্রিনের সঙ্গে অফস্ক্রিনেও তাঁদের রসায়ন একটা ভিজ়ুয়াল ট্রিট। সবসময়ে একে অপরের পাশে থেকেছেন, একে অপরের কাজের প্রশংসা করেছেন খোলা গলায়, কোনও রাখঢাক না রেখেই। তবে সম্প্রতি সোশাল মিডিয়ার পাতায় দু'জনের কার্যকলাপ দেখে একটু চোখে লাগতে পারে নেটিজেনদের। কেন?

দেব ও রুক্মিনী
author img

By

Published : Mar 4, 2019, 3:25 PM IST

কমলেশ্বর মুখার্জির ছবি 'পাসওয়ার্ড'-এ রুক্মিনী হিরোইন, এই খবর এখন জেনে গেছেন সবাই। সেই ছবি নিয়ে নিজের উৎসাহ বোঝাতে একটি পোস্ট করেছেন তিনি। নিজের একটা ছবি দিয়ে ক্যাপশনে লিখেছেন, "আমার পঞ্চম ছবি পাসওয়ার্ডের শুটিং শুরু হতে চলেছে। আর আমার মায়ের জন্মদিনে এই শুটিংশুরু হতে চলেছে, তাই এটা আরও স্পেশাল আমার কাছে। তোমরা আমার সৌভাগ্য কামনা কর..আর নিশার জার্নিটা দেখার জন্য প্রস্তুত হও।"

'পাসওয়ার্ড'-এর হিরো দেব। রুক্মিনীর এই পোস্টকে উদ্দেশ্য করে দেব আবার লিখেছেন, "পোজ় দেওয়া বন্ধ কর। দয়া করে কাজে মন দাও।"

দেব কী ভেবে এই কমেন্ট করেছেন সেটা তিনিই বলতে পারবেন। তিনি রেগে গিয়ে এটা বলেছন না এটা নেহাতই একটা মজা, ইতিমধ্য়েই তার বিশ্লেষণ করতে শুরু করে দিয়েছে তাঁদের ভক্তকূল।

কমলেশ্বর মুখার্জির ছবি 'পাসওয়ার্ড'-এ রুক্মিনী হিরোইন, এই খবর এখন জেনে গেছেন সবাই। সেই ছবি নিয়ে নিজের উৎসাহ বোঝাতে একটি পোস্ট করেছেন তিনি। নিজের একটা ছবি দিয়ে ক্যাপশনে লিখেছেন, "আমার পঞ্চম ছবি পাসওয়ার্ডের শুটিং শুরু হতে চলেছে। আর আমার মায়ের জন্মদিনে এই শুটিংশুরু হতে চলেছে, তাই এটা আরও স্পেশাল আমার কাছে। তোমরা আমার সৌভাগ্য কামনা কর..আর নিশার জার্নিটা দেখার জন্য প্রস্তুত হও।"

'পাসওয়ার্ড'-এর হিরো দেব। রুক্মিনীর এই পোস্টকে উদ্দেশ্য করে দেব আবার লিখেছেন, "পোজ় দেওয়া বন্ধ কর। দয়া করে কাজে মন দাও।"

দেব কী ভেবে এই কমেন্ট করেছেন সেটা তিনিই বলতে পারবেন। তিনি রেগে গিয়ে এটা বলেছন না এটা নেহাতই একটা মজা, ইতিমধ্য়েই তার বিশ্লেষণ করতে শুরু করে দিয়েছে তাঁদের ভক্তকূল।

Intro:Body:

রুক্মিনীর উপর চটলেন দেব? অপমান করলেন সোশাল মিডিয়ায়



দেব আর রুক্মিনী, টলিউডের অন্যতম চর্চিত জুটি। অনস্ক্রিনের সঙ্গে অফস্ক্রিনেও তাঁদের রসায়ন একটা ভিজ়ুয়াল ট্রিট। সবসময়ে একে অপরের পাশে থেকেছেন, একে অপরের কাজের প্রশংসা করেছেন খোলা গলায়, কোনও রাখঢাক না রেখেই। তবে সম্প্রতি সোশাল মিডিয়ার পাতায় দু'জনের কার্যকলাপ দেখে একটু চোখে লাগতে পারে নেটিজেনদের। কেন?



কমলেশ্বর মুখার্জির ছবি 'পাসওয়ার্ড'-এ রুক্মিনী হিরোইন, এই খবর এখন জেনে গেছেন সবাই। সেই ছবি নিয়ে নিজের উৎসাহ বোঝাতে একটি পোস্ট করেছেন তিনি। নিজের একটা ছবি দিয়ে ক্যাপশনে লিখেছেন, "আমার পঞ্চম ছবি পাসওয়ার্ডের শুটিং শুরু হতে চলেছে। আর আমার মায়ের জন্মদিনে এই শুটিংশুরু হতে চলেছে, তাই এটা আরও স্পেশাল আমার কাছে। তোমরা আমার সৌভাগ্য কামনা কর..আর নিশার জার্নিটা দেখার জন্য প্রস্তুত হও।"



'পাসওয়ার্ড'-এর হিরো দেব। রুক্মিনীর এই পোস্টকে উদ্দেশ্য করে দেব আবার লিখেছেন, "পোজ় দেওয়া বন্ধ কর। দয়া করে কাজে মন দাও।"



দেব কী ভেবে এই কমেন্ট করেছেন সেটা তিনিই বলতে পারবেন। তিনি রেগে গিয়ে এটা বলেছন না এটা নেহাতই একটা মজা, ইতিমধ্য়েই তার বিশ্লেষণ করতে শুরু করে দিয়েছে তাঁদের ভক্তকূল।




Conclusion:

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.