কলকাতা : কোরোনায় আক্রান্ত দেবের বাড়ির ম্যানেজার উত্তম । সোশাল মিডিয়া পোস্টের মাধ্যমে এই কথা জানালেন অভিনেতা । তবে বাড়ির অন্যান্য সদস্যদের রিপোর্ট নেগেটিভ এসেছে । কোরোনা নেগেটিভ দেব নিজেও ।
টুইটারে দু'টি টুইট করেছেন দেব । প্রথম টুইটে লিখেছেন, "আমার বাড়ির ম্যানেজার, যিনি আমার পরিবারের থেকে কোনও অংশে কম নন, তিনি কোরোনায় আক্রান্ত । ওঁর মধ্যে কোরোনার কোনও লক্ষণ দেখা যায়নি ।"
বাড়িতেই একটা আলাদা অংশে কোয়ারানটিনে রাখা হয়েছে উত্তমকে । তবে দেব একটুও ভয় পাচ্ছেন না । সঠিকভাবে চিকিৎসা হলে কোরোনা হার মানবে, বিশ্বাস অভিনেতার ।
দেব এটাও জানালেন যে, তিনি সহ তাঁর বাড়ির অন্যান্য সদস্য কোরোনা নেগেটিভ । কোনও ভুল খবর ছড়ানোর আগেই পরিষ্কার জানিয়ে দিয়েছেন তিনি । তবে, সাবাধনতাবশত, কোয়ারানটিনেই আছেন তাঁরা ।
দেখে নিন দেবের টুইট..