ETV Bharat / sitara

রাজনীতির রং ভুলে রুপোলি পর্দায় মিঠুন-দেব - মিঠুন চক্রবর্তীর খবর

বড় ঘোষণা দেবের ৷ সুখবর দেব ও মিঠুনের অনুরাগীদের জন্য ৷ দেব প্রযোজিত ছবিতে জুটি বাধঁতে চলেছেন দুই সুপারস্টার দেব ও মিঠুন ৷

Dev and his new movie
দেব ও মিঠুন চক্রবর্তী, ছবি সৌজন্য ইনস্টাগ্রাম
author img

By

Published : Mar 31, 2021, 8:49 PM IST

কলকাতা, 31 মার্চ : দেবের বড় ঘোষণা ইনস্টাগ্রামে ৷ সুপারস্টার জানিয়েছেন তাঁর প্রযোজিত আসন্ন ছবিতে তিনি ও 'মহাগুরু' মিঠুন চক্রবর্তীকে একসঙ্গে দেখা যেতে চলেছে বড় পর্দায় ৷

রাজনীতির গণ্ডি পেরিয়ে চলচ্চিত্র জগতে সব রঙকে মিলে মিশে একাকার হয়ে যেতে দেখাযাবে এই ছবিতে ৷ দেব তাঁর ইনস্টাগ্রামের পোস্টে লেখেন যে তিনি অত্যন্ত গর্ববোধ করছেন ছবিতে মিঠুন চক্রবর্তীর উপস্থিতির জন্য ৷ তিনি ধন্যবাদও জানিয়েছেন 'মহাগুরু' মিঠুন চক্রবর্তীকে ৷

অভিজিৎ সেন পরিচালিত ও দেব প্রযোজিত এই ছবিটি যে দুই অভিনেতার কেরিয়ার জীবনের মাইলফলক হতে চলেছে তা বলাই বাহুল্য ৷ যদিও ছবির শুটিং এবং ট্রেলার কবে মুক্তি পাবে তা এখন ঘোষণা হয়নি ৷

কলকাতা, 31 মার্চ : দেবের বড় ঘোষণা ইনস্টাগ্রামে ৷ সুপারস্টার জানিয়েছেন তাঁর প্রযোজিত আসন্ন ছবিতে তিনি ও 'মহাগুরু' মিঠুন চক্রবর্তীকে একসঙ্গে দেখা যেতে চলেছে বড় পর্দায় ৷

রাজনীতির গণ্ডি পেরিয়ে চলচ্চিত্র জগতে সব রঙকে মিলে মিশে একাকার হয়ে যেতে দেখাযাবে এই ছবিতে ৷ দেব তাঁর ইনস্টাগ্রামের পোস্টে লেখেন যে তিনি অত্যন্ত গর্ববোধ করছেন ছবিতে মিঠুন চক্রবর্তীর উপস্থিতির জন্য ৷ তিনি ধন্যবাদও জানিয়েছেন 'মহাগুরু' মিঠুন চক্রবর্তীকে ৷

অভিজিৎ সেন পরিচালিত ও দেব প্রযোজিত এই ছবিটি যে দুই অভিনেতার কেরিয়ার জীবনের মাইলফলক হতে চলেছে তা বলাই বাহুল্য ৷ যদিও ছবির শুটিং এবং ট্রেলার কবে মুক্তি পাবে তা এখন ঘোষণা হয়নি ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.