ETV Bharat / sitara

Deepika Padukone on Bigg Boss 15 finale: গেহরাইয়াঁর প্রচারে বিগ বস 15 ফিনালে দীপিকা, পরনে এক লাখি ব্লেজার - gehraiyaan promotions on bigg boss 15

আবারও গেহরাইয়াঁর প্রচারে (Deepika Padukone Gehraiyaan promotions) ব্লেজার ড্রেসে দীপিকা পাড়ুকোন (Deepika Padukone on Bigg Boss 15 finale)৷ বিগ বস 15-এর গ্র্যান্ড ফিনালে এক লাখি পোশাকে দেখা যাবে তাঁকে ৷

deepika-padukone-attends-bigg-boss-15-finale-donning-outfit-worth-over-rs-1-lakh
গেহরাইয়াঁর প্রচারে বিগ বস 15 ফিনালেতে দীপিকা, পরনে এক লাখি ব্লেজার
author img

By

Published : Jan 31, 2022, 9:42 AM IST

হায়দরাবাদ (তেলেঙ্গানা), 31 জানুয়ারি: এ বার বিগ বস 15-এর আসরে দীপিকা পাড়ুকোন (Deepika Padukone on Bigg Boss 15 finale)৷ না, তিনি সলমন খানের শোয়ে প্রতিযোগী হিসেবে যাননি ৷ গিয়েছেন তাঁর আপকামিং ফিল্ম গেহরাইয়াঁর প্রচারে (Deepika Padukone Gehraiyaan promotions)৷ বিগ বস 15-এর গ্র্যান্ড ফিনালের আসরে তাঁর সঙ্গে থাকবেন ছবির নায়ক সিদ্ধান্ত চতুর্বেদীও ৷ আজ রাতে সম্প্রচারিত হবে বিগ বস 15-এর গ্র্যান্ড ফিনালে (BB15 grand finale)৷ সেখানে সবার নজর থাকবে দীপিকা পাড়ুকোনের এক লাখি আউটফিটের দিকে ৷

রবিবার নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে বিগ বস 15 গ্র্যান্ড ফিনালের লুক (Deepika Padukone Bigg Boss finale look) পোস্ট করেছেন দীপিকা পাড়ুকোন ৷ ফরাসি ডিজাইনার অ্যালেক্সান্ডার ভৌথিয়েরের কালো ব্লেজার ড্রেসে দেখা যাবে পিকু স্টারকে ৷ সঙ্গে গুচির অ্যাঙ্কল স্ট্র্যাপ-সহ পেনসিল হিল স্যান্ডাল ৷ দীপিকাকে (Deepika Padukone attends Bigg Boss 15 finale) সাজিয়েছেন শালিনা নাথানি ৷

আরও পড়ুন: Deepika Padukone New Look : এবার বডিকন পোশাকে অনুরাগীদের মনে ঝড় তুললেন দীপিকা

ব্লেজার ড্রেস বেশ পছন্দ দীপিকা পাড়ুকোনের (Deepika Padukone on BB finale)৷ গেহরাইয়াঁর পাঁচটি প্রচারের মধ্যে দুবার একই রকম সাজে দেখা গেল তাঁকে ৷ এর আগে একটি প্রচারে ডেভিড কোমার সাদা-কালো ব্লেজার ড্রেস পরেছিলেন বলিউডের মস্তানি ৷

বিগ বসে দীপিকা

বিগ বস 15-এ দীপিকা ও সিদ্ধান্তের পাশাপাশি থাকবেন গেহরাইয়াঁর (Gehraiyaan promotions on Bigg Boss 15) আর এক স্টার অনন্য পাণ্ডেও ৷ শকুন বাত্রা পরিচালিত এই ছবি আগামী 11 ফেব্রুয়ারি অ্যামাজন প্রাইম ভিডিয়োতে মুক্তি পাচ্ছে ৷

আরও পড়ুন: Gehraiyaan trailer released : গেহরাইয়াঁয় দীপিকা-সিদ্ধান্ত-অনন্যার ত্রিকোণ প্রেমের রসায়ন, মুক্তি পেল ট্রেলার

হায়দরাবাদ (তেলেঙ্গানা), 31 জানুয়ারি: এ বার বিগ বস 15-এর আসরে দীপিকা পাড়ুকোন (Deepika Padukone on Bigg Boss 15 finale)৷ না, তিনি সলমন খানের শোয়ে প্রতিযোগী হিসেবে যাননি ৷ গিয়েছেন তাঁর আপকামিং ফিল্ম গেহরাইয়াঁর প্রচারে (Deepika Padukone Gehraiyaan promotions)৷ বিগ বস 15-এর গ্র্যান্ড ফিনালের আসরে তাঁর সঙ্গে থাকবেন ছবির নায়ক সিদ্ধান্ত চতুর্বেদীও ৷ আজ রাতে সম্প্রচারিত হবে বিগ বস 15-এর গ্র্যান্ড ফিনালে (BB15 grand finale)৷ সেখানে সবার নজর থাকবে দীপিকা পাড়ুকোনের এক লাখি আউটফিটের দিকে ৷

রবিবার নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে বিগ বস 15 গ্র্যান্ড ফিনালের লুক (Deepika Padukone Bigg Boss finale look) পোস্ট করেছেন দীপিকা পাড়ুকোন ৷ ফরাসি ডিজাইনার অ্যালেক্সান্ডার ভৌথিয়েরের কালো ব্লেজার ড্রেসে দেখা যাবে পিকু স্টারকে ৷ সঙ্গে গুচির অ্যাঙ্কল স্ট্র্যাপ-সহ পেনসিল হিল স্যান্ডাল ৷ দীপিকাকে (Deepika Padukone attends Bigg Boss 15 finale) সাজিয়েছেন শালিনা নাথানি ৷

আরও পড়ুন: Deepika Padukone New Look : এবার বডিকন পোশাকে অনুরাগীদের মনে ঝড় তুললেন দীপিকা

ব্লেজার ড্রেস বেশ পছন্দ দীপিকা পাড়ুকোনের (Deepika Padukone on BB finale)৷ গেহরাইয়াঁর পাঁচটি প্রচারের মধ্যে দুবার একই রকম সাজে দেখা গেল তাঁকে ৷ এর আগে একটি প্রচারে ডেভিড কোমার সাদা-কালো ব্লেজার ড্রেস পরেছিলেন বলিউডের মস্তানি ৷

বিগ বসে দীপিকা

বিগ বস 15-এ দীপিকা ও সিদ্ধান্তের পাশাপাশি থাকবেন গেহরাইয়াঁর (Gehraiyaan promotions on Bigg Boss 15) আর এক স্টার অনন্য পাণ্ডেও ৷ শকুন বাত্রা পরিচালিত এই ছবি আগামী 11 ফেব্রুয়ারি অ্যামাজন প্রাইম ভিডিয়োতে মুক্তি পাচ্ছে ৷

আরও পড়ুন: Gehraiyaan trailer released : গেহরাইয়াঁয় দীপিকা-সিদ্ধান্ত-অনন্যার ত্রিকোণ প্রেমের রসায়ন, মুক্তি পেল ট্রেলার

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.