ETV Bharat / sitara

Debjani Manali: পুজোয় শাড়িই চাই মানালি-দেবযানীর - মানালি দে

দুর্গা পুজোয় (Durga Puja) শাড়ি ছাড়া কিছু ভাবতে পারেন না বাঙালি মহিলারা ৷ দুই ব্যস্ত অভিনেত্রী দেবযানী চট্টোপাধ্যায় (Debjani Chattopadhyay) এবং মানালি দে-ও (Manali Dey) পুজো ফ্যাশনে সবচাইতে এগিয়ে রাখেন শাড়িকে ৷

debjani-chattopadhyay-and-manali-dey-prefers-sari-in-durga-puja
পুজোয় শাড়িই চাই মানালি-দেবযানীর
author img

By

Published : Sep 23, 2021, 9:42 PM IST

কলকাতা, 23 সেপ্টেম্বর: দুর্গা পুজোর (Durga Puja) বাকি আর ক'দিন । কেনাকাটা চলছে নন স্টপ । ইন্ডিয়ান থেকে ওয়েস্টার্ন কিংবা ইন্দো-ওয়েস্টার্ন, সবেরই রয়েছে কদর । ক্যারি কর‍তে পারার ক্ষমতা অনুযায়ী যে যার পছন্দমতো বেছে নিচ্ছেন পোশাক । কিন্তু যাঁদের স্টাইল স্টেটমেন্ট দেখে আমরা তাঁদের মতো করে সাজতে চাই, তাঁরা পুজোয় কেমন পোশাক পরেন, তাও তো জেনে নেওয়া দরকার । পুজোয় কেমন পোশাক পছন্দ, তা জানতে চাওয়া হয় টেলিভিশনের দুই ব্যস্ত অভিনেত্রী দেবযানী চট্টোপাধ্যায় (Debjani Chattopadhyay) এবং মানালি দে'র (Manali Dey) কাছে ।

জনপ্রিয় অভিনেত্রী দেবযানী চট্টোপাধ্যায়ের পুজোতে চাই শুধুই শাড়ি । অভিনেত্রী জানালেন, "রেগুলার তো কুর্তি, স্ট্রেট প্যান্ট বা পালাজোই পরা হয় ৷ পুজোর পাঁচটা দিন আমি শাড়ি পরতেই বেশি পছন্দ করি । আমার ব্যক্তিগত অভিমত, শাড়িটা পুজোর সঙ্গে খুব সুন্দর কানেক্ট করে । বাঙালিদের সবথেকে বড় উৎসব দুর্গা পুজো । শাড়ি পরলে বাঙালি মহিলাদের সবথেকে বেশি সুন্দর লাগে বলে আমার মনে হয় । অনেক স্মার্ট লাগে । আর আমরা বাঙালি মহিলারা শাড়ি ক্যারিও করি খুব সুন্দর ।"

দেবযানীর কথায়, "পুজোর পাঁচটা দিনের মধ্যে ষষ্ঠীতে ট্র‍্যাডিশনাল পরতে পছন্দ করি । সপ্তমীতে সিফন গোছের কিছু পরি । সিল্ক বা তসর এ দিন পরি না ।
অষ্টমীতে অবশ্যই ট্র‍্যাডিশনাল শাড়ি পরি । তসর জাতীয় কিছু পরতে বেশ ভাল লাগে । নবমীতে একটু অন্য ধরনের সিল্কের উপর ব্লক প্রিন্ট, হ্যান্ড প্রিন্ট পরতে ভালো লাগে । এ দিন বিষ্ণুপুরী সিল্ক পরতেও বেশ লাগে । আর দশমীতে আমি লাল পাড় সাদা শাড়ি পরতে ভালবাসি । সপ্তমীতে একটু ইন্দো-ওয়েস্টার্ন পরা যেতে পারে । কিন্তু আমার 5 দিনই শাড়ি পরতে ভালো লাগে ।"

আরও পড়ুন: Yohani De Silva: ভারতে আসছেন 'মানিকে মাগে হিথে' খ্যাত ইয়োহানি, কবে কোথায় পারফরম্যান্স ?

মানালি দে'র আবার অষ্টমীতে শাড়িই চাই । মানালি বললেন, "পুজোতে তো কলকাতাতেই থাকব এ বছর । দুই বাড়ি মিলিয়েই কেটে যাবে পুজোটা । পরিবার, বন্ধু-বান্ধবের সঙ্গেই কাটবে পুজো । এখনও পুজো নিয়ে বিশেষ কিছু প্ল্যান করিনি । 'ধুলোকণা'র শুটিঙের চাপে বেজায় ব্যস্ত আছি ৷ তাই কোনদিন কী করব ঠিক করিনি । তবে পুজো মানেই আমার কাছে ইন্ডিয়ান ওয়্যার । অন্য যে দিন ইন্ডিয়ান যা-ই পরি না কেন, অষ্টমীতে শাড়ি মাস্ট । এ দিন আমি শাড়ি ছাড়া অন্য কিছু পরি না । কটন পরতেই বেশি পছন্দ করি । কটন না-পরলে যে কোনও হালকা শাড়িই পরি । কমফর্ট ফিল করি আমি । পুজো সবার ভাল কাটুক এই প্রার্থনাই করি ।"

আরও পড়ুন: Mahalaya: মহিষাসুরমর্দিনী শুভশ্রী, মহালয়ায় দেবীর কোন রূপে মিঠাই-শ্যামা-যমুনা ঢাকিরা ?

এই দুই জনপ্রিয় অভিনেত্রীর কথার রেশ টেনে সাম্প্রতিক একটি ঘটনার প্রসঙ্গে যেতেই হয় ৷ 'শাড়িতে নারী'- এই চ্যালেঞ্জে এক সময় তোলপাড় হয় সোশ্যাল পাড়া । যে যার শাড়ি পরা একখানি ছবি পোস্ট করেই গুনতে শুরু করে লাইক আর কমেন্টের সংখ্যা । যে কস্মিনকালেও শাড়ি পরে না, সেও হয়ত একদিন কিছুক্ষণের জন্য শাড়ি পরে একটা ছবি তুলে পোস্টিয়েছিল । শাড়িতে নারীর ছবিতে ছয়লাপ হয়ে গিয়েছিল সোশ্যাল মিডিয়া । আবার 'শাড়ি ও নারী একে অপরের পরিপূরক' এই নিয়েও কত না-যুক্তির হিসেব নিকেশ ধরা পড়েছিল সোশ্যালে ।

আরও পড়ুন: Srijit Mukherji Birthday: মিথিলা-আয়রার সঙ্গে জন্মদিনের কেক কাটলেন সৃজিত

এই একই দেশে আবার শাড়ি পরার জন্য রেস্তরাঁ থেকে বিতাড়িত হতে হয়েছে এক নারীকে । শাড়ি পরে রেস্তরাঁতে খেতে গিয়েছিলেন বর্ষীয়ান সাংবাদিক অনীতা চৌধুরী । তাঁকে বলা হল, "শাড়ি হল আনস্মার্ট ক্যাজুয়াল পোশাক"। এ রকম শুনেছেন কখনও ? কিন্তু ঘটল তো ! ঘটনাটি বিদেশ বিভুঁইয়ে ঘটেনি । ঘটেছে দিল্লির এক শপিং মলের ভিতরে নামজাদা এক রেস্তরাঁয় । বুধবার পুরো ঘটনাটির ভিডিয়ো পোস্ট করেন তিনি । এবং তা মুহূর্তে ভাইরাল হয় ।

অনিতা লিখেছেন, "আমি শাড়ি পরেছিলাম বলে আমাকে রেস্তরাঁয় বসতে দেওয়া হয়নি । শাড়ি আমার দেশের জাতীয় পোশাক । কিন্তু সেই পোশাক পরার জন্য যে ভাবে আমাকে অপমান করা হয়েছে, তা হৃদয়বিদারক । এর আগে কখনও আমি এতটা অপমানিত বোধ করিনি ।" দেশের ভারপ্রাপ্ত মন্ত্রীদের কাছে স্মার্ট পোশাকের সংজ্ঞা জানতে চেয়েছেন এই সাংবাদিক । তাই বলতেই হয়, "সত্যিই সেলুকাস, কী বিচিত্র এই দেশ !"

আরও পড়ুন: Srijani Mitra: বড় পর্দায় সফর শুরু সৃজনী মিত্রের

কলকাতা, 23 সেপ্টেম্বর: দুর্গা পুজোর (Durga Puja) বাকি আর ক'দিন । কেনাকাটা চলছে নন স্টপ । ইন্ডিয়ান থেকে ওয়েস্টার্ন কিংবা ইন্দো-ওয়েস্টার্ন, সবেরই রয়েছে কদর । ক্যারি কর‍তে পারার ক্ষমতা অনুযায়ী যে যার পছন্দমতো বেছে নিচ্ছেন পোশাক । কিন্তু যাঁদের স্টাইল স্টেটমেন্ট দেখে আমরা তাঁদের মতো করে সাজতে চাই, তাঁরা পুজোয় কেমন পোশাক পরেন, তাও তো জেনে নেওয়া দরকার । পুজোয় কেমন পোশাক পছন্দ, তা জানতে চাওয়া হয় টেলিভিশনের দুই ব্যস্ত অভিনেত্রী দেবযানী চট্টোপাধ্যায় (Debjani Chattopadhyay) এবং মানালি দে'র (Manali Dey) কাছে ।

জনপ্রিয় অভিনেত্রী দেবযানী চট্টোপাধ্যায়ের পুজোতে চাই শুধুই শাড়ি । অভিনেত্রী জানালেন, "রেগুলার তো কুর্তি, স্ট্রেট প্যান্ট বা পালাজোই পরা হয় ৷ পুজোর পাঁচটা দিন আমি শাড়ি পরতেই বেশি পছন্দ করি । আমার ব্যক্তিগত অভিমত, শাড়িটা পুজোর সঙ্গে খুব সুন্দর কানেক্ট করে । বাঙালিদের সবথেকে বড় উৎসব দুর্গা পুজো । শাড়ি পরলে বাঙালি মহিলাদের সবথেকে বেশি সুন্দর লাগে বলে আমার মনে হয় । অনেক স্মার্ট লাগে । আর আমরা বাঙালি মহিলারা শাড়ি ক্যারিও করি খুব সুন্দর ।"

দেবযানীর কথায়, "পুজোর পাঁচটা দিনের মধ্যে ষষ্ঠীতে ট্র‍্যাডিশনাল পরতে পছন্দ করি । সপ্তমীতে সিফন গোছের কিছু পরি । সিল্ক বা তসর এ দিন পরি না ।
অষ্টমীতে অবশ্যই ট্র‍্যাডিশনাল শাড়ি পরি । তসর জাতীয় কিছু পরতে বেশ ভাল লাগে । নবমীতে একটু অন্য ধরনের সিল্কের উপর ব্লক প্রিন্ট, হ্যান্ড প্রিন্ট পরতে ভালো লাগে । এ দিন বিষ্ণুপুরী সিল্ক পরতেও বেশ লাগে । আর দশমীতে আমি লাল পাড় সাদা শাড়ি পরতে ভালবাসি । সপ্তমীতে একটু ইন্দো-ওয়েস্টার্ন পরা যেতে পারে । কিন্তু আমার 5 দিনই শাড়ি পরতে ভালো লাগে ।"

আরও পড়ুন: Yohani De Silva: ভারতে আসছেন 'মানিকে মাগে হিথে' খ্যাত ইয়োহানি, কবে কোথায় পারফরম্যান্স ?

মানালি দে'র আবার অষ্টমীতে শাড়িই চাই । মানালি বললেন, "পুজোতে তো কলকাতাতেই থাকব এ বছর । দুই বাড়ি মিলিয়েই কেটে যাবে পুজোটা । পরিবার, বন্ধু-বান্ধবের সঙ্গেই কাটবে পুজো । এখনও পুজো নিয়ে বিশেষ কিছু প্ল্যান করিনি । 'ধুলোকণা'র শুটিঙের চাপে বেজায় ব্যস্ত আছি ৷ তাই কোনদিন কী করব ঠিক করিনি । তবে পুজো মানেই আমার কাছে ইন্ডিয়ান ওয়্যার । অন্য যে দিন ইন্ডিয়ান যা-ই পরি না কেন, অষ্টমীতে শাড়ি মাস্ট । এ দিন আমি শাড়ি ছাড়া অন্য কিছু পরি না । কটন পরতেই বেশি পছন্দ করি । কটন না-পরলে যে কোনও হালকা শাড়িই পরি । কমফর্ট ফিল করি আমি । পুজো সবার ভাল কাটুক এই প্রার্থনাই করি ।"

আরও পড়ুন: Mahalaya: মহিষাসুরমর্দিনী শুভশ্রী, মহালয়ায় দেবীর কোন রূপে মিঠাই-শ্যামা-যমুনা ঢাকিরা ?

এই দুই জনপ্রিয় অভিনেত্রীর কথার রেশ টেনে সাম্প্রতিক একটি ঘটনার প্রসঙ্গে যেতেই হয় ৷ 'শাড়িতে নারী'- এই চ্যালেঞ্জে এক সময় তোলপাড় হয় সোশ্যাল পাড়া । যে যার শাড়ি পরা একখানি ছবি পোস্ট করেই গুনতে শুরু করে লাইক আর কমেন্টের সংখ্যা । যে কস্মিনকালেও শাড়ি পরে না, সেও হয়ত একদিন কিছুক্ষণের জন্য শাড়ি পরে একটা ছবি তুলে পোস্টিয়েছিল । শাড়িতে নারীর ছবিতে ছয়লাপ হয়ে গিয়েছিল সোশ্যাল মিডিয়া । আবার 'শাড়ি ও নারী একে অপরের পরিপূরক' এই নিয়েও কত না-যুক্তির হিসেব নিকেশ ধরা পড়েছিল সোশ্যালে ।

আরও পড়ুন: Srijit Mukherji Birthday: মিথিলা-আয়রার সঙ্গে জন্মদিনের কেক কাটলেন সৃজিত

এই একই দেশে আবার শাড়ি পরার জন্য রেস্তরাঁ থেকে বিতাড়িত হতে হয়েছে এক নারীকে । শাড়ি পরে রেস্তরাঁতে খেতে গিয়েছিলেন বর্ষীয়ান সাংবাদিক অনীতা চৌধুরী । তাঁকে বলা হল, "শাড়ি হল আনস্মার্ট ক্যাজুয়াল পোশাক"। এ রকম শুনেছেন কখনও ? কিন্তু ঘটল তো ! ঘটনাটি বিদেশ বিভুঁইয়ে ঘটেনি । ঘটেছে দিল্লির এক শপিং মলের ভিতরে নামজাদা এক রেস্তরাঁয় । বুধবার পুরো ঘটনাটির ভিডিয়ো পোস্ট করেন তিনি । এবং তা মুহূর্তে ভাইরাল হয় ।

অনিতা লিখেছেন, "আমি শাড়ি পরেছিলাম বলে আমাকে রেস্তরাঁয় বসতে দেওয়া হয়নি । শাড়ি আমার দেশের জাতীয় পোশাক । কিন্তু সেই পোশাক পরার জন্য যে ভাবে আমাকে অপমান করা হয়েছে, তা হৃদয়বিদারক । এর আগে কখনও আমি এতটা অপমানিত বোধ করিনি ।" দেশের ভারপ্রাপ্ত মন্ত্রীদের কাছে স্মার্ট পোশাকের সংজ্ঞা জানতে চেয়েছেন এই সাংবাদিক । তাই বলতেই হয়, "সত্যিই সেলুকাস, কী বিচিত্র এই দেশ !"

আরও পড়ুন: Srijani Mitra: বড় পর্দায় সফর শুরু সৃজনী মিত্রের

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.