মুম্বই : সরোদ মায়েস্ত্রো আমজাদ আলি খান মুগ্ধ নরেন্দ্র মোদির নেতৃত্ব দেখে । IANS-কে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানালেন তাঁর মনের কথা ।
বললেন, "আমাদের প্রধানমন্ত্রী মোদিজীকে সবাই মনে রাখবে, তিনি অনেক ভারতীয়র প্রাণ বাঁচিয়েছেন, যারা কোরোনা ভাইরাসের সঙ্গে লড়াই করছেন ।"
খানের মতে, এই মহামারী "মানবজগতের উপর একটা বিশাল বড় ধাক্কা । শুধু বর্তমান বলে নয়, ভবিষ্যতের পৃথিবীর জন্যেও এটা একটা মস্ত বড় আক্রমণ ।"
আমজাদ আলি বলেন, "ছোটোবেলায় স্কুলে আমি সরোদে 'উই শ্যাল ওভারকাম' বাজাতাম । ধীরে ধীরে বুঝতে পারি যে, প্রতিটা দেশের মানুষের কাছেই এই গানটার আলাদা আলাদা মানে আছে । আমরা আজও গাই "হাম হোঙ্গে কামইয়াব" । দেশজুড়ে বিভিন্ন ঐতিহাসিক স্তম্ভে এই গানটি শুট করার জন্য আমি HMV-কে ধন্যবাদ জানাতে চাই ।" HMV বর্তমানের সারেগামা ।
বিশ্বজুড়ে প্রতিটা মানুষের কাছে আমাদের শুভচিন্তা, শুভ ভাবনা পৌঁছে যাবে, এই কামনাই করেছেন আমজাদ । খুব তাড়াতাড়ি নতুন পৃথিবীর জন্ম হবে, আশা ওস্তাদজীর ।