ETV Bharat / sitara

Ekta Kapoor tests positive for COVID-19: কোভিড পজিটিভ একতা কাপুর, আছেন নিভৃতবাসে - একতা কাপুর কোভিড পজিটিভ

করোনায় আক্রান্ত একতা কাপুর (Ekta Kapoor tests positive for COVID-19)৷ তিনি কোয়ারান্টিনে আছেন ৷ গত কয়েকদিনে যাঁরা তাঁর সংস্পর্শে এসেছেন, তাঁদের পরীক্ষা করানোর আর্জি জানিয়েছেন তিনি ৷

corona in mumbai: ekta-kapoor-tests-positive-for-covid-19
কোভিড পজিটিভ একতা কাপুর, আছেন নিভৃতবাসে
author img

By

Published : Jan 3, 2022, 4:22 PM IST

মুম্বই, 3 জানুয়ারি: আবারও করোনার থাবা বলিউডে ৷ সকালেই অভিনেতা জন আব্রাহাম জানিয়েছেন, তিনি ও তাঁর স্ত্রী প্রিয়া রাঞ্চাল কোভিড পজিটিভ ৷ এবার করোনায় আক্রান্ত হলেন চিত্র পরিচালক ও প্রযোজক একতা কাপুর (Ekta Kapoor tests positive for COVID-19) ৷ তিনি নিজেই এই খবর জানিয়েছেন ৷

46 বছরের চিত্রনির্মাতা (ekta kapoor covid positive) তাঁর ইনস্টাগ্রাম হ্যান্ডেলে জানিয়েছেন, "সব রকম সতর্কতা নেওয়া সত্ত্বেও আমি কোভিড পজিটিভ ৷ আমি ভাল আছি ৷ যাঁরা আমার সংস্পর্শে এসেছেন, তাঁদের সবাইকে করোনা পরীক্ষা করিয়ে নেওয়ার অনুরোধ করছি ৷" দ্রুত সুস্থতা (ekta kapoor health updates) কামনা করে একতা কাপুরকে (ekta kapoor corona positive) শুভেচ্ছা জানিয়েছেন বিক্রান্ত মাসে, মৌনী রয়, হীনা খান ও ধীরজ ধুপর-সহ আরও অনেকে ৷

আরও পড়ুন: John Abraham Covid Positive: কোভিড পজিটিভ সস্ত্রীক জন

আজ সকালেই জন আব্রাহামও জানান যে, তিনি করোনায় আক্রান্ত ৷ নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে জন (john abraham wife priya runchal test covid 19 positive ) জানান, তিন দিন আগেই তাঁর কোভিড রিপোর্ট পজিটিভ আসে ৷ তিনি লেখেন, "তিনদিন আগেই একজনের থেকে আমি কোভিডের সংস্পর্শে এসেছি ৷ পরে জানতে পারি যে তাঁর কোভিড রয়েছে ৷ প্রিয়া আর আমার কোভিড রিপোর্ট পজিটিভ এসেছে ৷ আমরা বাড়িতেই কোয়ারান্টিনে রয়েছি, তাই কারও সঙ্গে যোগাযোগ রাখতে পারছি না ৷"

আরও পড়ুন: Parno Mittra Tests Covid Positive : ফের করোনার কবলে অভিনেত্রী পার্নো

গত 15 দিনে সাংঘাতিক বেড়েছে মুম্বইয়ের করোনা সংক্রমণ ৷ রবিবার মায়ানগরীতে নতুন করে আক্রান্ত হয়েছেন 8,063 জন ৷ শনিবারের থেকে দৈনিক সংক্রমণ বেড়েছে 1,763 বেশি ৷ বলিউডেও (bollywood celebs covid positive during third wave) একে একে অনেকে করোনায় আক্রান্ত হয়েছেন ৷ করিনা কাপুর, নোরা ফতেহি, ম্রুণাল ঠাকুর, শিল্পা শিরোদকরের করোনা রিপোর্ট পজিটিভ আসে ৷ করোনায় আক্রান্ত হন অভিনেতা অর্জুন কাপুর, তাঁর তুতো বোন তথা প্রযোজক রিয়া কাপুর ও রিয়ার হাবি করণ বুলানিও ৷

মুম্বই, 3 জানুয়ারি: আবারও করোনার থাবা বলিউডে ৷ সকালেই অভিনেতা জন আব্রাহাম জানিয়েছেন, তিনি ও তাঁর স্ত্রী প্রিয়া রাঞ্চাল কোভিড পজিটিভ ৷ এবার করোনায় আক্রান্ত হলেন চিত্র পরিচালক ও প্রযোজক একতা কাপুর (Ekta Kapoor tests positive for COVID-19) ৷ তিনি নিজেই এই খবর জানিয়েছেন ৷

46 বছরের চিত্রনির্মাতা (ekta kapoor covid positive) তাঁর ইনস্টাগ্রাম হ্যান্ডেলে জানিয়েছেন, "সব রকম সতর্কতা নেওয়া সত্ত্বেও আমি কোভিড পজিটিভ ৷ আমি ভাল আছি ৷ যাঁরা আমার সংস্পর্শে এসেছেন, তাঁদের সবাইকে করোনা পরীক্ষা করিয়ে নেওয়ার অনুরোধ করছি ৷" দ্রুত সুস্থতা (ekta kapoor health updates) কামনা করে একতা কাপুরকে (ekta kapoor corona positive) শুভেচ্ছা জানিয়েছেন বিক্রান্ত মাসে, মৌনী রয়, হীনা খান ও ধীরজ ধুপর-সহ আরও অনেকে ৷

আরও পড়ুন: John Abraham Covid Positive: কোভিড পজিটিভ সস্ত্রীক জন

আজ সকালেই জন আব্রাহামও জানান যে, তিনি করোনায় আক্রান্ত ৷ নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে জন (john abraham wife priya runchal test covid 19 positive ) জানান, তিন দিন আগেই তাঁর কোভিড রিপোর্ট পজিটিভ আসে ৷ তিনি লেখেন, "তিনদিন আগেই একজনের থেকে আমি কোভিডের সংস্পর্শে এসেছি ৷ পরে জানতে পারি যে তাঁর কোভিড রয়েছে ৷ প্রিয়া আর আমার কোভিড রিপোর্ট পজিটিভ এসেছে ৷ আমরা বাড়িতেই কোয়ারান্টিনে রয়েছি, তাই কারও সঙ্গে যোগাযোগ রাখতে পারছি না ৷"

আরও পড়ুন: Parno Mittra Tests Covid Positive : ফের করোনার কবলে অভিনেত্রী পার্নো

গত 15 দিনে সাংঘাতিক বেড়েছে মুম্বইয়ের করোনা সংক্রমণ ৷ রবিবার মায়ানগরীতে নতুন করে আক্রান্ত হয়েছেন 8,063 জন ৷ শনিবারের থেকে দৈনিক সংক্রমণ বেড়েছে 1,763 বেশি ৷ বলিউডেও (bollywood celebs covid positive during third wave) একে একে অনেকে করোনায় আক্রান্ত হয়েছেন ৷ করিনা কাপুর, নোরা ফতেহি, ম্রুণাল ঠাকুর, শিল্পা শিরোদকরের করোনা রিপোর্ট পজিটিভ আসে ৷ করোনায় আক্রান্ত হন অভিনেতা অর্জুন কাপুর, তাঁর তুতো বোন তথা প্রযোজক রিয়া কাপুর ও রিয়ার হাবি করণ বুলানিও ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.