ETV Bharat / sitara

রুমা গুহ ঠাকুরতার প্রয়াণে শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর - Cm

প্রয়াত অভিনেত্রী-গায়িকা রুমা গুহ ঠাকুরতা। আজ ভোরে বালিগঞ্জ প্লেসে নিজের বাড়িতে ঘুমন্ত অবস্থা শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। তাঁর মৃত্যুতে গভীর শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায় ও কল্য়াণ সিং বরাট।

মুখ্যমন্ত্রী
author img

By

Published : Jun 3, 2019, 12:00 PM IST

মুখ্যমন্ত্রী তাঁর শোকবার্তায় লেখেন, "গায়িকা ও অভিনেত্রী রুমা গুহঠাকুরতার মৃত্যুতে আমি গভীর শোকপ্রকাশ করছি। আজ তিনি ৮৪ বছর বয়সে কলকাতায় নিজের বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। কলকাতা ইয়ুথ কয়্যারের স্রষ্টা রুমাদেবীর গাওয়া বহু গান আজও শ্রোতাদের স্মৃতিতে অম্লান। পাশাপাশি তিনি বহু বাংলা ছায়াছবিতে অভিনয় করেছেন। তাঁর মৃত্যুতে সংগীত ও অভিনয় জগতে এক অপূরণীয় ক্ষতি হল। ২০১৩ সালে পশ্চিমবঙ্গ সরকার তাঁকে 'সংগীত সম্মান' প্রদান করে।রুমা গুহঠাকুরতার সঙ্গে আমার দীর্ঘদিনের নিবিড় সম্পর্ক। তাঁর পরিবার পরিজন ও অনুরাগীদের আন্তরিক সমবেদনা জানাচ্ছি ।"

অন্যদিকে কল্যাণ সেন বরাট রুমা গুহ ঠাকুরতার প্রয়াণে গভীর শোকপ্রকাশ করেছেন। তিনি বলেন, "বয়স হয়েছিল নিশ্চই। কিন্তু, মায়ের তো বয়স হয় না। সমস্ত সংস্কৃতি জগতের মা উনি। তিনি যাতে হাত দিয়েছেন, অভিনয় যখন করেছেন অসাধারণ, গান করেছেন তার তুলনা হয় না। তিনি অসধারাণ নাচ করতেন অনেকেই জানেন না।... আমার সুরে গান করেছিলেন। রুমাদি সত্যি মাতৃস্বরূপা ছিলেন। আমি নিজের মাকে হারালাম। খুব একা হয়ে গেলাম।"

মুখ্যমন্ত্রী তাঁর শোকবার্তায় লেখেন, "গায়িকা ও অভিনেত্রী রুমা গুহঠাকুরতার মৃত্যুতে আমি গভীর শোকপ্রকাশ করছি। আজ তিনি ৮৪ বছর বয়সে কলকাতায় নিজের বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। কলকাতা ইয়ুথ কয়্যারের স্রষ্টা রুমাদেবীর গাওয়া বহু গান আজও শ্রোতাদের স্মৃতিতে অম্লান। পাশাপাশি তিনি বহু বাংলা ছায়াছবিতে অভিনয় করেছেন। তাঁর মৃত্যুতে সংগীত ও অভিনয় জগতে এক অপূরণীয় ক্ষতি হল। ২০১৩ সালে পশ্চিমবঙ্গ সরকার তাঁকে 'সংগীত সম্মান' প্রদান করে।রুমা গুহঠাকুরতার সঙ্গে আমার দীর্ঘদিনের নিবিড় সম্পর্ক। তাঁর পরিবার পরিজন ও অনুরাগীদের আন্তরিক সমবেদনা জানাচ্ছি ।"

অন্যদিকে কল্যাণ সেন বরাট রুমা গুহ ঠাকুরতার প্রয়াণে গভীর শোকপ্রকাশ করেছেন। তিনি বলেন, "বয়স হয়েছিল নিশ্চই। কিন্তু, মায়ের তো বয়স হয় না। সমস্ত সংস্কৃতি জগতের মা উনি। তিনি যাতে হাত দিয়েছেন, অভিনয় যখন করেছেন অসাধারণ, গান করেছেন তার তুলনা হয় না। তিনি অসধারাণ নাচ করতেন অনেকেই জানেন না।... আমার সুরে গান করেছিলেন। রুমাদি সত্যি মাতৃস্বরূপা ছিলেন। আমি নিজের মাকে হারালাম। খুব একা হয়ে গেলাম।"

Dear All,

Sunita Madam has sent this mail.
Please have a look at it and do the needful. 

Thanks 

---------- Forwarded message ---------
From: Sunita Koya <sunita.koya@etvbharat.com>
Date: Sat 30 Mar, 2019, 4:50 PM
Subject: zone wise APRIL Additions May Days and Events to watch 2019
To: BISWANATH PRAHARAJ RAJAGURU <rajguru.bp@etvbharat.com>, SARADA LAHANGIR <sarada.lahangir@etvbharat.com>, Partha Pratim Ghosh Roy <partha.pratim@etvbharat.com>, Dipankar Bose <dipankar.bose@etvbharat.com>


Sir,
Here we are attaching files
Regards

Sunita.Koya
General Manager
Ramoji Knowledge Centre
Corporate Building
Ramoji Film City
Anajpur Village,RR District
Telangana
501512
India
Tel +91-40-22232223 ext 4523

Mobile No:+91-9908016776

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.