দিল্লি, 28 জানুয়ারি : প্রায় সাত মাস পর গত বছরের 15 অক্টোবর দর্শকদের জন্য খুলে দেওয়া হয়েছিল সিনেমা হলের দরজা । যদিও দর্শক আসন সংখ্যার মাত্র 50 শতাংশ পূরণ করা যাবে বলে কেন্দ্রীয় সরকারের তরফে বলা হয়েছিল । আর এখন থেকে 50 শতাংশের বেশি সংখ্যক দর্শক হলে যেতে পারবেন বলে কেন্দ্রীয় সরকারের নয়া নির্দেশিকায় বলা হয়েছে ।
গতকাল কোরোনা সংক্রান্ত নয়া নির্দেশিকা প্রকাশ করা হয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে । এই নির্দেশিকায় সুইমিং পুল, সিনেমা হল সহ কয়েকটি ক্ষেত্রে আরও ছাড় দেওয়া হয়েছে ।
- এখন থেকে 50 শতাংশ নয়, তার থেকে বেশি সংখ্যক দর্শক সিনেমা হলে যেতে পারবেন । এছাড়া সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হয়েছে সুইমিং পুল । এতদিন শুধুমাত্র খেলোয়াডরা সেখানে প্রবেশ করতে পারত ।
কোরোনা পরিস্থিতির মধ্যে এতদিন সব ধরনের সামাজিক, ধর্মীয় ও সাংস্কৃতিক অনুষ্ঠানে মাত্র 50 শতাংশ মানুষ যোগ দিতে পারতেন । নয়া নির্দেশিকায় এই বিষয়ও ছাড় দেওয়া হয়েছে । তবে এই বিষয়ে রাজ্যগুলি নিজস্ব গাইডলাইনস তৈরি করতে পারবে । এছাড়া এখন থেকে সব ধরনের প্রদর্শনীর আয়োজনও করা যাবে বলে জানানো হয়েছে নির্দেশিকায় ।
- বিদেশে বিমান যাত্রার ক্ষেত্রেও বেশ কিছু ছাড় দেওয়া হয়েছে নয়া নির্দেশিকায় । স্বরাষ্ট্রমন্ত্রকের সঙ্গে কথা বলে বিদেশে বিমান যাত্রা সংক্রান্ত যে সব কড়াকড়ি ছিল সেগুলিকে শিথিল করার জন্য অসামরিক বিমান পরিবহণ মন্ত্রককে বলা হয়েছে । তবে দেশের মধ্যে কোথাও যাত্রার ক্ষেত্রে আর কোনও বাধা থাকল না ।
তবে বিভিন্ন ক্ষেত্রে ছাড় ঘোষণা করা হলেও কোরোনা সংক্রমণের সংখ্যা যাতে বৃদ্ধি না পায় সেদিকে খেয়াল রাখতে বলা হয়েছে । গত চার মাস ধরে দেশে কোরোনা সংক্রমণের সংখ্যা অনেকটাই কম । আর ছাড়ের ফলে সেই সংখ্যা যাতে ফের বেড়ে না যায় তার দিকে রাজ্যগুলিকে কড়া নজর দিতে বলা হয়েছে । তার সঙ্গে মাস্ক পরা, স্যানিটাইজ়ারের ব্যবহার ও সামাজিক দূরত্ব বজায় রাখা বাধ্যতামূলক । এছাড়া কোমর্বিডিটি, গর্ভবতী ও 10 বছরের কম বয়সিদের একটু বেশি সতর্ক থাকতে বলা হয়েছে কেন্দ্রীয় সরকারের তরফে ।