কলকাতা, 21 জানুয়ারি : রহস্যগল্প ভালবাসেন অভিনেতা চিরঞ্জিৎ চক্রবর্তী । আরও ভালবাসেন সেই রহস্যের অনুসন্ধান করতে। সাম্প্রতিককালের বেশ কয়েকটি বাংলা ছবিতে গোয়েন্দা চরিত্রে অভিনয় করেছেন তিনি । 'ষড়রিপু', 'ষড়রিপু ২', 'কিরিটী রায়' তার মধ্যে অন্যতম । কিন্তু তাঁরও নাকি সাধ ছিল অভিনয় করবেন ফেলু মিত্তিরের চরিত্রে (Chiranjit Says He would love to play Feluda) । একের পর এক রহস্যে ভরা গল্পে কখনও পুলিশ অফিসার কখনও বা গোয়েন্দার চরিত্রে অভিনয় করা চিরঞ্জিৎ সম্প্রতি শেষ করলেন পরিচালক বিক্রম আদিত্য অর্জুনের পরিচালনায় 'মৃত্যুর রং ধূসর' ছবির কাজ ।
এখানেও ডিটেকটিভের চরিত্রে তিনি । 'মৃত্যুর রং ধূসর' একটি সাইকোলজিক্যাল থ্রিলার । ছবিতে দেখা যাবে কয়েকজন তরুণ ছেলেমেয়ে খুন হয়ে যায় শহরে। খুনিকে ধরতে ব্যর্থ স্থানীয় পুলিশ । আর তাই লালবাজার থেকে নিয়োগ করা হয় একটি বিশেষ দল । কিন্তু শত চেষ্টার পরেও খুনের কোনও কিনারা করতে পারেন না তাঁরা । পরে জানা যায় খুনি একজন সাইকো কিলার । শেষ পর্যন্ত খুনি কি ধরা পড়বে? খুনের মোটিভই বা কী? এই নিয়েই এগিয়েছে ছবির চিত্রনাট্য । ৭ ই নভেম্বর ছবির নাম ঘোষণা এবং মহরত হয়েছে ।
উল্লেখ্য, এই ছবির নামকরণ করেন অভিনেতা চিরঞ্জিৎ চক্রবর্তীই। তিনি বলেন, "খুব ভাল একটা স্ক্রিপ্ট । মজা করে কাজটা করেছি । আমি রহস্য অনুসন্ধান, টানটান উত্তেজনা ভালবাসি গল্পে । এটাও সেরকমই একটি কাজ । ছবির নামকরণ নিয়ে বেশ চিন্তায় ছিলেন পরিচালক । আমি দেখলাম একটা গানে 'মৃত্যুর রং ধূসর' লাইনটা রয়েছে । আমিই সাজেস্ট করি এই নামটাই রাখ। ইন্টারেস্টিং হবে । সেটাই রাখলেন বিক্রম । বিক্রম দক্ষ পরিচালক । কাজটা জানে। মজা করে কাজের সময় । তাই হালকা চালে কাজটা হয়ে গেল ।"
আরও পড়ুন : কেন মুক্তির পথে পা বাড়ালেন ঋত্বিক ?
ব্যক্তিগতভাবে কোন গোয়েন্দা চরিত্র পছন্দ করেন তিনি? উত্তরে অভিনেতা বলেন, "ফেলুদা। ওই চরিত্রটা করার খুব ইচ্ছে ছিল। বেণু (সব্যসাচী চক্রবর্তী) নিয়ে নিল (হেসে)। এটাই আক্ষেপ ।" শেষ হয়েছে প্রথম দফার শুটিং। 'শ্যাডো অফ দ্য ডেভিল' সিরিজের দশটি পার্ট- এর মধ্যে এটি হল প্রথম অংশ । ছবিতে চিরঞ্জিৎ চক্রবর্তী ছাড়াও অভিনয় করেছেন, কিঞ্জল নন্দ, সৌমিতা, ঐন্দ্রিলা বসু, জয় সেনগুপ্ত, রণজয় বিষ্ণু সহ অন্যান্য়রা । ছবিতে মোট ৩টি গান রয়েছে । ইতিমধ্যেই দু‘টি গানের রেকর্ডিংও হয়ে গিয়েছে। গান দুটি গেয়েছেন রূপম ইসলাম এবং দেব অরিজিৎ । এটি একটি সিনেম্যাটিক সিরিজ । আগামী বছর বড়পর্দায় মুক্তি পাবে এই ছবি ।