মুম্বই : জন্ম বিহারে । তাও আবার অবাঙালি । তাহলে চন্দন 'রায়' কীভাবে হলেন ? এই প্রশ্নে অভিনেতার উত্তর মনে রাখার মতো ।
ছোটো থেকেই বেশ ফিল্মি ছিলেন চন্দন । বড় হয়ে অভিনেতা হওয়ার শখ ছিল সেই ছোটো থেকেই । আর সেই বয়স থেকেই পরদায় নিজের নাম কেমন দেখতে লাগবে সেই নিয়ে ভাবনাচিন্তা শুরু করে দিয়েছিলেন চন্দন ।
তাঁর আসল পদবী 'রাই' । কিন্তু, সেটা স্ক্রিনে ভালো লাগবে না মনে হয়েছিল চন্দনের । অভিনেতা বললেন, "আমি ছোটো থেকেই খুব ফিল্মি ছিলাম । যখন ভাবলাম যে পরদায় আমার নাম চন্দন রাই হিসেবে আসবে, মনে হল সেটা দর্শক এঞ্জয় করবেন না ।"
তাহলে উপায় ? চন্দন বললেন, "আমার বিমল রায়ের পরিচালিত ছবি খুব ভালো লাগত । 'দো বিঘা জ়মিন' দেখে আমি মুগ্ধ হয়ে গেছিলাম । তখনই ঠিক করলাম পদবীতে রায় ব্যবহার করব ।"
সত্যিই বলিহারি বুদ্ধি বটে চন্দনের ! অভিনেতা হওয়া নিয়ে তাঁর এত পরিকল্পনা, প্রত্যাশা যে কাজে লেগেছে সেটাই দারুণ ব্যাপার । 'পঞ্চায়েত' ওয়েব সিরিজ়ে চন্দনের অভিনয় মুগ্ধ করেছে দর্শককে । মুথ্য চরিত্র না হয়েও তিনি নিজের আলাদা একটা দাগ রাখতে পেরেছেন এই সিরিজ়ে ।