মুম্বই : 'কালী 2' সিরিজ়ে দেখা যাবে অভিনেতা চন্দন রায় সান্যালকে । এখানে একজন আন্ডারওয়ার্ল্ড ডনের চরিত্রে অভিনয় করেছেন । এই চরিত্র যথেষ্ট চ্যালেঞ্জিং ছিল বলে জানিয়েছেন তিনি । কারণ গোটা সিরিজ়েই হুইলচেয়ারের মধ্যে বসে থাকতে দেখা যাবে চন্দকে । একটা ফ্রেমে কোথাও না ঘুরে শুধুমাত্র এক জায়গায় বসে থাকা খুবই বিরক্তিকর বলে মনে হয় তাঁর ।
দর্শকদের কাছে জনপ্রিয় হয়ে উঠেছিল 'কালী' ওয়েব সিরিজ়ের প্রথম সিজ়ন । এবার আসছে সেই সিরিজ়ের দ্বিতীয় সিজ়ন । এই সিজ়নে আন্ডারওয়ার্ল্ড ডন স্বপনের চরিত্রে অভিনয় করেছেন চন্দন । যদিও চিরাচরিত আন্ডারওয়ার্ল্ড ডনের চরিত্রে দেখা যাবে না তাঁকে । এখানে একজন প্যারালাইজ়ড ডনের চরিত্রে অভিনয় করেছেন তিনি । যে হাত-পা কিছুই নাড়তে পারে না । সারাক্ষণ শুধু হুইল চেয়ারে বসে থাকে । আর সেখান থেকেই বিভিন্ন নির্দেশ দেয় । এদিকে হুইল চেয়ারে বসে গোটা সিরিজ়ে অভিনয় করতে গিয়ে খুবই সমস্যায় পড়েছিলেন চন্দন ।
এ প্রসঙ্গে IANS-কে তিনি বলেন, "সারাক্ষণ হুইল চেয়ারের মধ্যে আটকে থাকা আমার কাছে একটা চ্যালেঞ্জের বিষয় ছিল । একটা ফ্রেমের মধ্যে কোথাও না গিয়ে শুধু এক জায়গায় বসে থাকাটা খুবই বিরক্তিকর । কারণ তুমি সেখানে কিছুই করতে পারবে না । হাত-পা নাড়াতেও পারবে না । তোমাকে যাই করতে হবে সেটা শুধুমাত্রই সংলাপের মাধ্যমে । কারণ যখনই মাথায় আসবে যে তুমি ফ্রেমে হাত-পা নাড়াতে পারবে না তখনই প্রশ্ন জাগবে যে তাহলে অভিনয়টা কীভাবে হবে । তাই এই চরিত্র আমার কাছে যথেষ্ট চ্যালেঞ্জিং ছিল ।"
29 মে OTT প্ল্যাটফর্মে মুক্তি পাবে দ্বিতীয় সিজ়নটি । প্রথম সিজ়নটি পুরোটাই বাংলায় শুট করা হয়েছিল । তবে দ্বিতীয় সিজ়নটি দ্বিভাষিক করা হয়েছে । সংলাপ শুট হয়েছে বাংলা ও হিন্দি দুটি ভাষাতেই । পরিচালনা করেছেন রোহন ঘোষ এবং অরিত্র সেন । চন্দন ছাড়াও 'কালী সিজ়ন ২'-তে রয়েছেন পাওলি দাম, রাহুল ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি এবং বিদ্যা মালোয়াডে ।