ETV Bharat / sitara

Radhe Shyam Twitter review: তারকা থেকে নেটিজেন, 'রাধে শ্যাম'-এ মুগ্ধ সকলেই - celebs netizens go gaga over climax of prabhas pooja hegde starrer

পর্দায় আসতে না আসতেই প্রশংসার বন্যা বইল 'রাধে শ্যাম' নিয়ে ৷ টুইটারে ট্রেন্ডিং প্রভাস-পূজা জুটির এই নতুন ছবি (Reactions on Radhe Shyam ) ৷

Radhe Shyam Twitter review
পর্দায় আসতে না আসতেই প্রশংসার বন্যা বইল 'রাধে শ্যাম' নিয়ে
author img

By

Published : Mar 11, 2022, 1:34 PM IST

হায়দরাবাদ, 11 মার্চ : শুক্রবার বড় পর্দায় মুক্তি পেয়েছে বাহুবলী প্রভাস এবং পূজা হেগড়ের নতুন ছবি 'রাধে শ্যাম' ৷ ইতিমধ্য়েই এই ছবি নিয়ে যথেষ্টি উচ্ছ্বসিত মন্তব্য বর্ষণ শুরু হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায় ৷ অর্থাৎ নেটিজেনদের মনে যে কৌতূহল জাগিয়ে তুলেছে এই ছবি এ নিয়ে কোনও সন্দেহ নেই ৷ ছবিটির রচনা এবং পরিচালনার দায়িত্ব ছিল রাধাকৃষ্ণ কুমারের ওপর ৷ 'রাধেশ্য়াম'-এর প্রমোশন চলাকালীন প্রভাসও জানিয়েছিলেন, ফ্য়ানদের আনন্দ দিতে যা করা প্রয়োজন তিনি তাই করবেন ৷ একইসঙ্গে সোশ্য়াল মিডিয়া জুড়ে তাঁকে এত ভালবাসা দেওয়ার জন্য় দর্শকদের ধন্য়বাদও জানিয়েছেন তিনি ৷

'রাধে শ্য়াম' একটি পিরিয়ড ফ্লিম, যা বিক্রমাদিত্য নামক একজন জ্যোতিষীকে কেন্দ্র করে আবর্তিত হয় ৷ নিয়তি এবং বিক্রমাদিত্যের ভালবাসা, প্রেরণাকে নিয়েই তৈরি হয় দ্বন্দ্ব ৷ প্রেরণার চরিত্রেই অভিনয় করতে চলেছেন পূজা হেগড়ে ৷ ছবির মুক্তির দিনেই টুইটারে এখন ট্রেন্ডিং হ্যাশট্যাগ হয়ে উঠেছে #রাধেশ্যাম (Radhe Shyam Twitter Trend)৷

সঙ্গীত পরিচালক থামন যিনি রাধে শ্যামের জন্য ব্যাকগ্রাউন্ড মিউজিক করেছেন, এদিন ছবির প্রশংসায় মেতে উঠেছেন তিনিও ৷ তিনি লেখেন, 'কিছু যখন হৃদয় থেকে করা হয় তা কখনওই ব্যর্থ হয় না ৷ ব্লক বাস্টার হবেই রাধেশ্য়াম ৷ আমাদের সকলের জন্য় এটি একটি বড় দিন, যাঁরা হৃদয় দিয়ে এর সঙ্গে ছিলাম ৷ সত্য়ি প্রেমের গল্প কখনও শেষ হয় না ৷'

আরও পড়ুন: অপেক্ষার ফল বৃথা যাবে না, 'টাইগার 3'-এর দেরিতে মুক্তি নিয়ে বললেন মণীশ

অভিনেতা সুশান্ত লেখেন, "এই প্রচণ্ড পরিশ্রম অবশ্যই একটি ব্লকবাস্টার হিটের দাবি রাখে ৷" একইসঙ্গে ফ্য়ানেরাও সোশ্যাল মিডিয়া মাতিয়ে রেখেছেন এই ছবি নিয়ে ৷ একজন ব্যবহারকারী লেখেন, "ক্লাইম্যাক্সের দৃশ্যগুলি সত্যিই রুদ্ধশ্বাস ৷ চিত্রায়ন নিয়ে বলতে এই ছবিটি সবচেয়ে কঠিন বিষয়গুলিকে বাস্তবায়িত করেছে ৷ প্রভাস এবং পূজা অসামান্য দক্ষতা দেখিয়েছেন ৷" আরেকজন লেখেন, "রাধেশ্যাম দারুণভাবে বানানো একটি প্রেমের গল্প, যা আমাদের একটি অন্য় জগতে নিয়ে যায় ৷"

হায়দরাবাদ, 11 মার্চ : শুক্রবার বড় পর্দায় মুক্তি পেয়েছে বাহুবলী প্রভাস এবং পূজা হেগড়ের নতুন ছবি 'রাধে শ্যাম' ৷ ইতিমধ্য়েই এই ছবি নিয়ে যথেষ্টি উচ্ছ্বসিত মন্তব্য বর্ষণ শুরু হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায় ৷ অর্থাৎ নেটিজেনদের মনে যে কৌতূহল জাগিয়ে তুলেছে এই ছবি এ নিয়ে কোনও সন্দেহ নেই ৷ ছবিটির রচনা এবং পরিচালনার দায়িত্ব ছিল রাধাকৃষ্ণ কুমারের ওপর ৷ 'রাধেশ্য়াম'-এর প্রমোশন চলাকালীন প্রভাসও জানিয়েছিলেন, ফ্য়ানদের আনন্দ দিতে যা করা প্রয়োজন তিনি তাই করবেন ৷ একইসঙ্গে সোশ্য়াল মিডিয়া জুড়ে তাঁকে এত ভালবাসা দেওয়ার জন্য় দর্শকদের ধন্য়বাদও জানিয়েছেন তিনি ৷

'রাধে শ্য়াম' একটি পিরিয়ড ফ্লিম, যা বিক্রমাদিত্য নামক একজন জ্যোতিষীকে কেন্দ্র করে আবর্তিত হয় ৷ নিয়তি এবং বিক্রমাদিত্যের ভালবাসা, প্রেরণাকে নিয়েই তৈরি হয় দ্বন্দ্ব ৷ প্রেরণার চরিত্রেই অভিনয় করতে চলেছেন পূজা হেগড়ে ৷ ছবির মুক্তির দিনেই টুইটারে এখন ট্রেন্ডিং হ্যাশট্যাগ হয়ে উঠেছে #রাধেশ্যাম (Radhe Shyam Twitter Trend)৷

সঙ্গীত পরিচালক থামন যিনি রাধে শ্যামের জন্য ব্যাকগ্রাউন্ড মিউজিক করেছেন, এদিন ছবির প্রশংসায় মেতে উঠেছেন তিনিও ৷ তিনি লেখেন, 'কিছু যখন হৃদয় থেকে করা হয় তা কখনওই ব্যর্থ হয় না ৷ ব্লক বাস্টার হবেই রাধেশ্য়াম ৷ আমাদের সকলের জন্য় এটি একটি বড় দিন, যাঁরা হৃদয় দিয়ে এর সঙ্গে ছিলাম ৷ সত্য়ি প্রেমের গল্প কখনও শেষ হয় না ৷'

আরও পড়ুন: অপেক্ষার ফল বৃথা যাবে না, 'টাইগার 3'-এর দেরিতে মুক্তি নিয়ে বললেন মণীশ

অভিনেতা সুশান্ত লেখেন, "এই প্রচণ্ড পরিশ্রম অবশ্যই একটি ব্লকবাস্টার হিটের দাবি রাখে ৷" একইসঙ্গে ফ্য়ানেরাও সোশ্যাল মিডিয়া মাতিয়ে রেখেছেন এই ছবি নিয়ে ৷ একজন ব্যবহারকারী লেখেন, "ক্লাইম্যাক্সের দৃশ্যগুলি সত্যিই রুদ্ধশ্বাস ৷ চিত্রায়ন নিয়ে বলতে এই ছবিটি সবচেয়ে কঠিন বিষয়গুলিকে বাস্তবায়িত করেছে ৷ প্রভাস এবং পূজা অসামান্য দক্ষতা দেখিয়েছেন ৷" আরেকজন লেখেন, "রাধেশ্যাম দারুণভাবে বানানো একটি প্রেমের গল্প, যা আমাদের একটি অন্য় জগতে নিয়ে যায় ৷"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.