বেঙ্গালুরু : আজ সকালে কন্নড় অভিনেত্রী রাগিনী দ্বিবেদীর বাড়িতে তল্লাশি অভিযান চালায় সেন্ট্রাল ক্রাইম ব্র্রাঞ্চ (CCB)। জিজ্ঞাসাবাদের জন্য তাঁকে CCB দপ্তরে নিয়ে যাওয়া হয়েছে ।
মাদকের লেনদেন হয় কন্নড় ফিল্ম ইন্ডাস্ট্রির মধ্যে । একথা CCB-কে জানিয়েছিলেন ছবি নির্মাতা ও সাংবাদদিক ইন্দ্রজিৎ লঙ্কেশ । এরপর তদন্তে নেমে নারকোটিকস কন্ট্রোল বিওরো (NCB) বেঙ্গালুরু থেকে তিনজন মাদক পাচারকারীকে গ্রেপ্তার করে । জানা গিয়েছে, কন্নড় ফিল্ম ইন্ডাস্ট্রির মধ্যে মাদক সরবরাহ করত তারা । এমনকী, এই ইন্ডাস্ট্রির অন্তত 15 জন মাদক লেনদেনের সঙ্গে জড়িত বলে CCB-কে জানান ইন্দ্রজিৎ ।
-
Karnataka: Kannada actress Ragini brought to Central Crime Branch (CCB) office in Bengaluru after she was detained earlier today in connection with a drug case in the state. pic.twitter.com/s4Ap8q0fBZ
— ANI (@ANI) September 4, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Karnataka: Kannada actress Ragini brought to Central Crime Branch (CCB) office in Bengaluru after she was detained earlier today in connection with a drug case in the state. pic.twitter.com/s4Ap8q0fBZ
— ANI (@ANI) September 4, 2020Karnataka: Kannada actress Ragini brought to Central Crime Branch (CCB) office in Bengaluru after she was detained earlier today in connection with a drug case in the state. pic.twitter.com/s4Ap8q0fBZ
— ANI (@ANI) September 4, 2020
তাঁর বয়ানের উপর ভিত্তি করে কয়েকদিন আগে তদন্তে নেমে রবি নামে এক মাদক পাচারকারীকে গ্রেপ্তার করে CCB । সূত্রের খবর কন্নড় ফিল্ম ইন্ডাস্ট্রির মধ্যে মাদক সরবরাহ করত সে । তাকে পাঁচদিনের পুলিশ হেপাজতের নির্দেশ দেয় আদালত ।
রবিকে জিজ্ঞাসাবাদের সময়ই উঠে আসে রাগিনীর নাম । সেই সূত্র ধরেই আজ তাঁর বাড়িতে সকাল 6টার সময় তল্লাশি চালায় CCB । এরপর জিজ্ঞাসাবাদের জন্য তাঁকে নিজেদের দপ্তরে নিয়ে যান আধিকারিকরা ।