সত্য়জিতের অপু ট্রিলজিতে অপুর চরিত্রে অভিনয় করেছিলেন সৌমিত্র চট্টোপাধ্যায়। 'অভিযাত্রী'-কে অপুর চরিত্রে অভিনয় করবেন বাংলাদেশের নায়ক আরিফিন শুভ। তবে ৬ বছরের ছেলে কাজলকে এখনও খুঁজে পাওয়া যায়নি। সুতরাং কে সেই চরিত্রে অভিনয় করবেন, তা এখনও নিশ্চিত নয়। ছবিতে অপুর স্ত্রী অপর্ণার চরিত্রে দেখা যাবে ধারাবাহিক করুণাময়ী রানি রাসমণিখ্যাত দিতিপ্রিয়া রায়কে। অপুর ভবঘুরে বন্ধুর চরিত্রে রয়েছেন সব্যসাচী চক্রবর্তী। লীলার চরিত্রে রয়েছেন অর্পিতা চট্টোপাধ্যায়। রানুর চরিত্রটি করছেন শ্রীলেখা মিত্র। রানুর বড় বোনের চরিত্রে রয়েছেন সোহাগ সেন।
এছাড়াও ছবিতে সংগীত পরিচালনা করছেন বিক্রম ঘোষ। পোশাকের দায়িত্ব অগ্নিমিত্রা পালের। ছবির ক্যামেরার কাজ সামলাবেন সুপ্রতিম বল। প্রোডাকশন ডিজ়াইনার হিসেবে থাকছেন গৌতম বসু। ছবির শুটিং হবে বিভিন্ন জায়গায়। চলতি বছরে মে মাসের মাঝামাঝি শুরু হবে শুটিং।
অভিযাত্রিক ছবিটির প্রযোজক ভান্ডারকার এন্টারটেনমেন্ট এবং গৌরাঙ্গ ফিলমস। ছবির চিত্রনাট্য করার পর এবং বিষয়টি বিস্তারিত ভাবে জানার পর পরিচালক মধুর ভান্ডারকার নিজে থেকেই আগ্রহ দেখিয়েছেন প্রযোজনার জন্য। ছবির অন্য প্রযোজক গৌরাঙ্গ ফিল্মসের গৌরাঙ্গ জালান বলেন, "অভিযাত্রিকের টিম খুব মজবুত। শুভ্রজিতের থেকে আমাদের অনেক আশা। আমাদের বিশ্বাস অপু ও তার ছেলে কাজলের একটি অসাধারণ সম্পর্ক আমরা দর্শকের সামনে তুলে ধরতে পারব। এই যাত্রায় মধুর ভান্ডারকারের মতো মানুষকে পাশে পেয়ে আমরা সত্যিই অভিভূত।"