কলকাতা : ব্য়োমকেশ নিয়ে কম ছবি হয়নি। সম্প্রতি অঞ্জন দত্ত, অরিন্দম শীল যেমন ব্যোমকেশের কাহিনি অবলম্বনে ছবি বানিয়েছেন। তেমনই দেবালয় ভট্টাচার্য বৃদ্ধ ব্যোমকেশকে দর্শকের সামনে নিয়ে এসেছেন। এবার সেই তালিকায় জুড়ল সায়ন্তন ঘোষালের নাম। এবার বড় পরদায় ব্যোমকেশ নিয়ে আসছেন সায়ন্তন।
শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের 'মগ্ন মৈনাক' গল্প অবলম্বনে তৈরি হতে চলেছে ছবি। সেই ছবিতে ব্যোমকেশ বক্সী চরিত্রে দেখা যাবে পরমব্রত চট্টোপাধ্যায়কে। পরমব্রত এর আগে তোপসের চরিত্রে অভিনয় করেছেন ফেলুদাতে। এমনকী ফেলুদার চরিত্রেও অভিনয় করেছেন। ব্যোমকেশ একেবারেই নতুন ভেঞ্চার পরমব্রতর কাছে। আরও একটি চমক। ছবিতে রুদ্রনীল ঘোষকে দেখা যাবে অজিতের চরিত্রে। এই প্রথম!
ছবির বাইরেও ওয়েব সিরিজ় হয়েছে। টেলিফিল্ম হয়েছে। অন্য ভাষাতেও তৈরি হয়েছে ব্যোমকেশ। সায়ন্তন নিজে ব্যোমকেশ ওয়েব সিরিজ় পরিচালনা করেছেন। তবে এই প্রথম ব্য়োমকেশ নিয়ে পূর্ণ্য়দৈর্ঘ্য়ের ছবি বানাতে চলেছেন তিনি।
১৯৭১'এর পটভূমিকায় তৈরি হয়েছে মগ্ন মৈনাকের গল্প। সেই সময়কার রাজনৈতিক টানাপোড়েনের প্রতিচ্ছবি দেখা যায় কাহিনিতে। ছবিতে কতখানি তুলে ধরা হবে তা সময়ই বলবে।