ETV Bharat / sitara

Byomkesh Bakshi Returns : ব্যোমকেশ বক্সির প্রত্যাবর্তন, এবার 'বিশু পাল বধ'

অরিন্দম শীলের হাত (Arindam Sil) ধরে প্রত্যাবর্তন হচ্ছে ব্যোমকেশ বক্সির (Byomkesh Bakshi returns) ৷ এবার আসছে 'বিশু পাল বধ' (Bishupal Bodh) ৷

Byomkesh Bakshi returns with Bishupal Bodh
ব্যোমকেশ বক্সির প্রত্যাবর্তন, এবার 'বিশু পাল বধ'
author img

By

Published : Feb 25, 2022, 1:46 PM IST

কলকাতা, 25 ফেব্রুয়ারি: 'হর হর ব্যোমকেশ', 'ব্যোমকেশ পর্ব', 'ব্যোমকেশ গোত্র'র পর এ বার 'বিশুপাল বধ'। ব্যোমকেশ বক্সিকে (Byomkesh Bakshi returns) নিয়ে চতুর্থ ছবিতে হাত দিতে চলেছেন পরিচালক অরিন্দম শীল (Arindam Sil)। এ বারও ব্যোমকেশ বক্সির চরিত্রে আবির চট্টোপাধ্যায়, সত্যবতী সোহিনী সরকার । তবে অজিতের ভূমিকায় এ বার অন্য মুখ, সুহোত্র মুখোপাধ্যায় ।

শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের দেওয়া গল্পের নাম স্থির রেখেই ছবির নামকরণ 'বিশু পাল বধ'(Bishupal Bodh)। ফের এক মৃত্যুরহস্য গল্পের কেন্দ্রে বিরাজ করবে । উঠে আসবে 1971-এ কলকাতার নকশাল জমানার চালচিত্র ৷ রাজনৈতিক অবক্ষয়ের পাশাপাশি মিশে থাকবে সেই সময়কার সাংস্কৃতিক অবক্ষয়ের দিকটিও । উল্লেখ্য, ওই সময়েই বাংলা থিয়েটারে ক্যাবারের উৎপত্তি হয় । থিয়েটারের মঞ্চে ঘটে একটি মৃত্যু । এই ঘটনা চাক্ষুষ করে ব্যোমকেশ । তারপর সেই মৃত্যু রহস্য সমাধানে নেমে পড়ে সে । এই ঘটনাকে ঘিরেই গল্প এগোবে 'বিশু পাল বধ'-এর ।

Byomkesh Bakshi returns with Bishupal Bodh
ব্যোমকেশ বক্সি আবির

প্রসঙ্গত, এই গল্পটি লিখতে লিখতেই প্রয়াত হন শরদিন্দু বন্দ্যোপাধ্যায় । পরে সেই গল্পটি শেষ করেন নারায়ণ সান্যাল । তবে তিনি যে ভাবে গল্পের শেষটা লেখেন, সেই শেষটা নিয়ে ছবি বানাননি অরিন্দম শীল । এখানে নিজের পেন কাজে লাগিয়েছেন তিনি এবং পদ্মনাভ দাশগুপ্ত ।

আরও পড়ুন: দর্শকের সঙ্গে 'ব্যোমকেশ 5' দেখলেন অনির্বাণ-ঋদ্ধিমা-সুপ্রভাত

এ দিন অরিন্দম শীল জানান, "আমি এখনও পর্যন্ত যতগুলো সিনেমা বানিয়েছি তার মধ্যে ব্যোমকেশ সবসময়ই আমার হৃদয়ের খুব কাছে ছিল । সর্বোপরি, এসভিএফ আমার ব্যোমকেশ চলচ্চিত্রগুলিকে বিশাল আকারে তৈরি করার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে । এসভিএফ ছাড়া ব্যোমকেশ এত সাফল্য পেত না । আর এ বার তো এসভিএফ-এর সঙ্গে প্রযোজনায় গাঁটছড়া বেঁধেছে ক্যামেলিয়া প্রোডাকশনও । চতুর্থবার ব্যোমকেশ করার সুযোগ পেয়ে আমি সত্যিই খুশি । এই প্রসঙ্গে আরেকটা কথা জানিয়ে রাখা দরকার, এটি একটি অসম্পূর্ণ গল্পের উপর ভিত্তি করে তৈরি । লেখক শরদিন্দু বন্দ্যোপাধ্যায় এই গল্পটি লিখতে লিখতেই মারা যান । তারপর এটিকে সম্পূর্ণ করেন লেখক নারায়ণ সান্যাল । তবে, তিনি শেষটায় যা লিখেছেন তা আমাদের ছবিতে নেই । আমি এবং পদ্মনাভ শেষটা অন্যভাবে দেখাব । এটা আমরা দুজন ছাড়া কেউ জানে না । গল্পটিকে নিজেদের মতো করে সম্পূর্ণ করা পদ্মনাভ এবং আমার জন্য খুব বড় একটা চ্যালেঞ্জ ছিল । আশা রাখি প্রতিবারের মতো এ বারও ব্যোমকেশকে দর্শক ভালবাসবে । ক্যামেলিয়াকে পাশে পেয়ে আত্মবিশ্বাস এবং ভরসা অনেকটা বেড়ে গিয়েছে আমাদের ।"

Byomkesh Bakshi returns with Bishupal Bodh
সত্যবতী সোহিনী

আরও পড়ুন: Kathakali Chakraborty: ব্যোমকেশ হন আবির, আর আমি সত্যবতী : স্বপ্ন 'কাঞ্চি'র কথাকলির

এর আগে রাহুল বন্দ্যোপাধ্যায় এবং ঋত্বিক চক্রবর্তীর মতো অভিনেতাদের অজিত হিসেবে পেয়েছে দর্শক । এ বার সুহোত্র । সুহোত্র এর আগে বড় পর্দায় 'দ্য একেন' করেছেন । এটা তাঁর দ্বিতীয় ছবি । ওয়েব সিরিজে নজর কেড়েছেন সুহোত্র । তাঁকে নিয়ে পরিচালক অরিন্দমের ব্যোমকেশ জার্নিতে এক্সপেরিমেন্ট নিঃসন্দেহে প্রশংসনীয় একটি পদক্ষেপ । বাকিটা দর্শকের হাতে ।

কলকাতা, 25 ফেব্রুয়ারি: 'হর হর ব্যোমকেশ', 'ব্যোমকেশ পর্ব', 'ব্যোমকেশ গোত্র'র পর এ বার 'বিশুপাল বধ'। ব্যোমকেশ বক্সিকে (Byomkesh Bakshi returns) নিয়ে চতুর্থ ছবিতে হাত দিতে চলেছেন পরিচালক অরিন্দম শীল (Arindam Sil)। এ বারও ব্যোমকেশ বক্সির চরিত্রে আবির চট্টোপাধ্যায়, সত্যবতী সোহিনী সরকার । তবে অজিতের ভূমিকায় এ বার অন্য মুখ, সুহোত্র মুখোপাধ্যায় ।

শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের দেওয়া গল্পের নাম স্থির রেখেই ছবির নামকরণ 'বিশু পাল বধ'(Bishupal Bodh)। ফের এক মৃত্যুরহস্য গল্পের কেন্দ্রে বিরাজ করবে । উঠে আসবে 1971-এ কলকাতার নকশাল জমানার চালচিত্র ৷ রাজনৈতিক অবক্ষয়ের পাশাপাশি মিশে থাকবে সেই সময়কার সাংস্কৃতিক অবক্ষয়ের দিকটিও । উল্লেখ্য, ওই সময়েই বাংলা থিয়েটারে ক্যাবারের উৎপত্তি হয় । থিয়েটারের মঞ্চে ঘটে একটি মৃত্যু । এই ঘটনা চাক্ষুষ করে ব্যোমকেশ । তারপর সেই মৃত্যু রহস্য সমাধানে নেমে পড়ে সে । এই ঘটনাকে ঘিরেই গল্প এগোবে 'বিশু পাল বধ'-এর ।

Byomkesh Bakshi returns with Bishupal Bodh
ব্যোমকেশ বক্সি আবির

প্রসঙ্গত, এই গল্পটি লিখতে লিখতেই প্রয়াত হন শরদিন্দু বন্দ্যোপাধ্যায় । পরে সেই গল্পটি শেষ করেন নারায়ণ সান্যাল । তবে তিনি যে ভাবে গল্পের শেষটা লেখেন, সেই শেষটা নিয়ে ছবি বানাননি অরিন্দম শীল । এখানে নিজের পেন কাজে লাগিয়েছেন তিনি এবং পদ্মনাভ দাশগুপ্ত ।

আরও পড়ুন: দর্শকের সঙ্গে 'ব্যোমকেশ 5' দেখলেন অনির্বাণ-ঋদ্ধিমা-সুপ্রভাত

এ দিন অরিন্দম শীল জানান, "আমি এখনও পর্যন্ত যতগুলো সিনেমা বানিয়েছি তার মধ্যে ব্যোমকেশ সবসময়ই আমার হৃদয়ের খুব কাছে ছিল । সর্বোপরি, এসভিএফ আমার ব্যোমকেশ চলচ্চিত্রগুলিকে বিশাল আকারে তৈরি করার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে । এসভিএফ ছাড়া ব্যোমকেশ এত সাফল্য পেত না । আর এ বার তো এসভিএফ-এর সঙ্গে প্রযোজনায় গাঁটছড়া বেঁধেছে ক্যামেলিয়া প্রোডাকশনও । চতুর্থবার ব্যোমকেশ করার সুযোগ পেয়ে আমি সত্যিই খুশি । এই প্রসঙ্গে আরেকটা কথা জানিয়ে রাখা দরকার, এটি একটি অসম্পূর্ণ গল্পের উপর ভিত্তি করে তৈরি । লেখক শরদিন্দু বন্দ্যোপাধ্যায় এই গল্পটি লিখতে লিখতেই মারা যান । তারপর এটিকে সম্পূর্ণ করেন লেখক নারায়ণ সান্যাল । তবে, তিনি শেষটায় যা লিখেছেন তা আমাদের ছবিতে নেই । আমি এবং পদ্মনাভ শেষটা অন্যভাবে দেখাব । এটা আমরা দুজন ছাড়া কেউ জানে না । গল্পটিকে নিজেদের মতো করে সম্পূর্ণ করা পদ্মনাভ এবং আমার জন্য খুব বড় একটা চ্যালেঞ্জ ছিল । আশা রাখি প্রতিবারের মতো এ বারও ব্যোমকেশকে দর্শক ভালবাসবে । ক্যামেলিয়াকে পাশে পেয়ে আত্মবিশ্বাস এবং ভরসা অনেকটা বেড়ে গিয়েছে আমাদের ।"

Byomkesh Bakshi returns with Bishupal Bodh
সত্যবতী সোহিনী

আরও পড়ুন: Kathakali Chakraborty: ব্যোমকেশ হন আবির, আর আমি সত্যবতী : স্বপ্ন 'কাঞ্চি'র কথাকলির

এর আগে রাহুল বন্দ্যোপাধ্যায় এবং ঋত্বিক চক্রবর্তীর মতো অভিনেতাদের অজিত হিসেবে পেয়েছে দর্শক । এ বার সুহোত্র । সুহোত্র এর আগে বড় পর্দায় 'দ্য একেন' করেছেন । এটা তাঁর দ্বিতীয় ছবি । ওয়েব সিরিজে নজর কেড়েছেন সুহোত্র । তাঁকে নিয়ে পরিচালক অরিন্দমের ব্যোমকেশ জার্নিতে এক্সপেরিমেন্ট নিঃসন্দেহে প্রশংসনীয় একটি পদক্ষেপ । বাকিটা দর্শকের হাতে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.