ETV Bharat / sitara

Bunty Aur Babli 2 trailer: লড়াই শুরু আসল ও নব্য প্রজন্মের ঠগ জুটির - সইফ আলি খান

মুক্তি পেল বান্টি অউর বাবলি 2-এর ট্রেলার (Bunty Aur Babli 2 trailer) ৷ 2005 সালের ব্লকবাস্টারের সিক্যুয়েলে থাকছেন রানি মুখোপাধ্যায় (Rani Mukerji) ও সইফ আলি খান (Saif Ali Khan) ৷

bunty-aur-babli-2-trailer-battle-begins-between-original-and-new-con-couples
লড়াই শুরু আসল ও নব্য প্রজন্মের ঠগ জুটির
author img

By

Published : Oct 25, 2021, 6:23 PM IST

মুম্বই, 25 অক্টোবর: অবশেষে ফিরছে বান্টি অউর বাবলি জুটি ৷ তবে একজোড়া নয়, দু‘জোড়া কন-কাপল নিয়ে হাজির বান্টি অউর বাবলি 2 ৷ আসল ঠগ জুটি রানি মুখোপাধ্যায় (Rani Mukerji) ও সইফ আলি খানের (Saif Ali Khan) সঙ্গে এখানে থাকছেন নতুন প্রজন্মের প্রতারক জুটি সিদ্ধান্ত চতুর্বেদী (Siddhant Chaturvedi) ও শর্বরী (Sharvari) ৷ এই ফিল্মে অভিষেক ঘটছে শর্বরীর ৷ আজ মুক্তি পেয়েছে বান্টি অউর বাবলি 2-এর ট্রেলার (Bunty Aur Babli 2 trailer) ৷ ট্রেলার দেখে উচ্ছ্বসিত নেট নাগরিকরা ৷ আবারও দারুণ উপভোগ্য একটা ছবি পাওয়ার অপেক্ষায় তাঁরা ৷

2005 সালে সাদ আলি পরিচালিত ব্লকবাস্টারের সিক্য়ুয়েল বান্টি অউর বাবলি 2 ৷ তবে আগের ছবিতে রানির বিপরীতে ছিলেন অভিষেক বচ্চন (Abhishek Bachchan)৷ তবে সিক্যুয়েলে তাঁর জুতোয় পা গলিয়েছেন সইফ আলি খান ৷ এই ছবির অপর আকর্ষণ পঙ্কজ ত্রিপাঠি ৷ পুলিশের ভূমিকায় পেটে খিল ধরানো হাসির রসদ জুগিয়েছেন তিনি ৷ 3 মিনিট 11 সেকেন্ডের ট্রেলারেই মিলেছে তার নমুনা ৷ প্রথম ছবিতে এই চরিত্রে দেখা গিয়েছিল অমিতাভ বচ্চনকে ৷

আরও পড়ুন: National Film Awards: রজনীকান্তকে দাদাসাহেব ফালকে, পুরস্কৃত কঙ্গনা-মনোজ-ধনুশ

ট্রেলার থেকে গল্পের যে আঁচ পাওয়া গিয়েছে তাতে দেখা যাচ্ছে, প্রকৃত বান্টি আর বাবলির বর্তমানে সাদামাটা মধ্যবিত্ত পরিবার ৷ একটি ছেলেকে নিয়ে স্বাভাবিক আর পাঁচটা লোকের মতোই জীবন যাপন তাঁদের ৷ কনম্যান বান্টি এখন রেলের টিকিট কালেক্টর ৷

আরও পড়ুন: Jyeshthoputro: জাতীয় পুরস্কার নিয়ে আবেগে ভাসলেন জ্যেষ্ঠপুত্রের কৌশিক-প্রবুদ্ধ

তবে তাঁদের এই নির্ভেজাল সাদামাটা জীবন খুব বেশিদিন স্থায়ী হয়নি ৷ তাতে বাধা হয়ে দাঁড়িয়েছে নব্য প্রজন্মের বান্টি আর বাবলি, কন জুটি সিদ্ধান্ত চতুর্বেদী ও শর্বরী ৷ তাঁরা বান্টি ও বাবলির নাম করে একের পর এক প্রতারণা করে যেতে থাকে ৷ পুলিশ প্রকৃত বান্টি আর বাবলিকে সন্দেহ করার পর জীবন অতিষ্ঠ হয়ে যায় রানি ও সইফের চরিত্রের ৷ তাঁদের বান্টি অউর বাবলি ব্র্যান্ডের চুরি মেনে নিতে পারেননি তাঁরা ৷ তাই সেই চোরদের সবক শেখাতে আবারও তাঁরা পুরনো রূপে ফেরেন ৷ এখান থেকেই নয়া মোড় নেয় গল্প ৷

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

আরও পড়ুন: 67th National Film Awards: জাতীয় পুরস্কার নিয়ে গুমনামী টিমকে কুর্নিশ সৃজিতের

বান্টি অউর বাবলি 2 দিয়েই ডেবিউ হচ্ছে পরিচালক বরুণ শর্মারও ৷ প্রযোজক আদিত্য চোপড়া ৷ আগামী 19 নভেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে এই ছবি ৷

আরও পড়ুন: Sooryavanshi: রোহিতের কোলে ঘুমোচ্ছেন অক্ষয়, মজার ভিডিয়ো পোস্ট ক্যাটরিনার

মুম্বই, 25 অক্টোবর: অবশেষে ফিরছে বান্টি অউর বাবলি জুটি ৷ তবে একজোড়া নয়, দু‘জোড়া কন-কাপল নিয়ে হাজির বান্টি অউর বাবলি 2 ৷ আসল ঠগ জুটি রানি মুখোপাধ্যায় (Rani Mukerji) ও সইফ আলি খানের (Saif Ali Khan) সঙ্গে এখানে থাকছেন নতুন প্রজন্মের প্রতারক জুটি সিদ্ধান্ত চতুর্বেদী (Siddhant Chaturvedi) ও শর্বরী (Sharvari) ৷ এই ফিল্মে অভিষেক ঘটছে শর্বরীর ৷ আজ মুক্তি পেয়েছে বান্টি অউর বাবলি 2-এর ট্রেলার (Bunty Aur Babli 2 trailer) ৷ ট্রেলার দেখে উচ্ছ্বসিত নেট নাগরিকরা ৷ আবারও দারুণ উপভোগ্য একটা ছবি পাওয়ার অপেক্ষায় তাঁরা ৷

2005 সালে সাদ আলি পরিচালিত ব্লকবাস্টারের সিক্য়ুয়েল বান্টি অউর বাবলি 2 ৷ তবে আগের ছবিতে রানির বিপরীতে ছিলেন অভিষেক বচ্চন (Abhishek Bachchan)৷ তবে সিক্যুয়েলে তাঁর জুতোয় পা গলিয়েছেন সইফ আলি খান ৷ এই ছবির অপর আকর্ষণ পঙ্কজ ত্রিপাঠি ৷ পুলিশের ভূমিকায় পেটে খিল ধরানো হাসির রসদ জুগিয়েছেন তিনি ৷ 3 মিনিট 11 সেকেন্ডের ট্রেলারেই মিলেছে তার নমুনা ৷ প্রথম ছবিতে এই চরিত্রে দেখা গিয়েছিল অমিতাভ বচ্চনকে ৷

আরও পড়ুন: National Film Awards: রজনীকান্তকে দাদাসাহেব ফালকে, পুরস্কৃত কঙ্গনা-মনোজ-ধনুশ

ট্রেলার থেকে গল্পের যে আঁচ পাওয়া গিয়েছে তাতে দেখা যাচ্ছে, প্রকৃত বান্টি আর বাবলির বর্তমানে সাদামাটা মধ্যবিত্ত পরিবার ৷ একটি ছেলেকে নিয়ে স্বাভাবিক আর পাঁচটা লোকের মতোই জীবন যাপন তাঁদের ৷ কনম্যান বান্টি এখন রেলের টিকিট কালেক্টর ৷

আরও পড়ুন: Jyeshthoputro: জাতীয় পুরস্কার নিয়ে আবেগে ভাসলেন জ্যেষ্ঠপুত্রের কৌশিক-প্রবুদ্ধ

তবে তাঁদের এই নির্ভেজাল সাদামাটা জীবন খুব বেশিদিন স্থায়ী হয়নি ৷ তাতে বাধা হয়ে দাঁড়িয়েছে নব্য প্রজন্মের বান্টি আর বাবলি, কন জুটি সিদ্ধান্ত চতুর্বেদী ও শর্বরী ৷ তাঁরা বান্টি ও বাবলির নাম করে একের পর এক প্রতারণা করে যেতে থাকে ৷ পুলিশ প্রকৃত বান্টি আর বাবলিকে সন্দেহ করার পর জীবন অতিষ্ঠ হয়ে যায় রানি ও সইফের চরিত্রের ৷ তাঁদের বান্টি অউর বাবলি ব্র্যান্ডের চুরি মেনে নিতে পারেননি তাঁরা ৷ তাই সেই চোরদের সবক শেখাতে আবারও তাঁরা পুরনো রূপে ফেরেন ৷ এখান থেকেই নয়া মোড় নেয় গল্প ৷

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

আরও পড়ুন: 67th National Film Awards: জাতীয় পুরস্কার নিয়ে গুমনামী টিমকে কুর্নিশ সৃজিতের

বান্টি অউর বাবলি 2 দিয়েই ডেবিউ হচ্ছে পরিচালক বরুণ শর্মারও ৷ প্রযোজক আদিত্য চোপড়া ৷ আগামী 19 নভেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে এই ছবি ৷

আরও পড়ুন: Sooryavanshi: রোহিতের কোলে ঘুমোচ্ছেন অক্ষয়, মজার ভিডিয়ো পোস্ট ক্যাটরিনার

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.