ETV Bharat / sitara

লোকেশন দেখতে ফিল্ম সিটিতে ব্রাত্য, সৌজন্যে ফিল্ম 'ডিকশনারি' - ব্রাত্য বসুর খবর

'ডিকশনারি'-র শুটিংয়ের জন্য লোকেশন দেখতে চন্দ্রকোনা রোডের প্রয়াগ ফিল্ম সিটিতে ব্রাত্য বসু ।

bratya basu shooting
bratya basu shooting
author img

By

Published : Oct 31, 2020, 5:30 PM IST

চন্দ্রকোনা রোড, 31 অক্টোবর : কোরোনা আবহের মধ্যেই শুটিং শুরু হবে জঙ্গলমহলে । শুটিংয়ের লোকেশন চন্দ্রকোনা রোডের প্রয়াগ ফিল্ম সিটি । ছবির নাম 'ডিকশনারি' । ব্রাত্য বসুর পরিচালনায় আসতে চলেছে এই ছবি । শুটিংয়ের আগে ফিল্ম সিটিতে ভালো করে রেইকি করে গেলেন ব্রাত্য । সামনের সপ্তাহ থেকেই নাকি শুরু হবে 'ডিকশনারি'-র শুটিং ।


ব্রাত্য ছাড়াও এই ছবির অন্যান্য কলাকুশলীরা উপস্থিত ছিলেন এদিন, ছিলেন প্রযোজক এবং আর্ট ডিরেক্টরও । ফিল্ম সিটির শুটিং জ়োনে রেল স্টেশনের লোকেশন ঘুরে দেখলেন তাঁরা ।

bratya basu shooting
চলছে রেইকি..

এর আগেও মেদিনীপুরের জঙ্গলমহলে একাধিক সিনেমার শুটিং হয়েছে । শুটিং হয়েছে সৌমিত্র চট্টোপাধ্যায় অভিনীত সিনেমারও । তবে কোরোনার কারণে দীর্ঘদিন শুটিং বন্ধ থাকার পর এই প্রথম ফিল্ম সিটির দরজা খুলে গেল 'ডিকশনারি'-র জন্য ।

ফিল্ম সিটির ম্যানেজার আনন্দ মুখার্জি জানালেন, সিনেমার জন্য উপযুক্ত লোকেশন দেখতে এদিন ব্রাত্যবাবু ফিল্ম সিটিতে এসেছিলেন । তৃণমূল সাংসদ ও অভিনেত্রী নুসরত জাহান, আবির চ্যাটার্জি, পরমব্রত চ্যাটার্জি ও বাংলাদেশের শিল্পী মোশারফ করিমকেও দেখা যাবে 'ডিকশনারি'-তে ।

দেখে নিন ভিডিয়ো..

ফিল্ম সিটিতে ব্রাত্য

ইতিমধ্যে বোলপুরে কিছুটা শুটিং হয়ে গেছে 'ডিকশনারি'-র । তারপর কোরোনার কারণে লম্বা বিরতি । ফের পুরোদমে উঠে পড়ে লেগেছে ছবির টিম ।

চন্দ্রকোনা রোড, 31 অক্টোবর : কোরোনা আবহের মধ্যেই শুটিং শুরু হবে জঙ্গলমহলে । শুটিংয়ের লোকেশন চন্দ্রকোনা রোডের প্রয়াগ ফিল্ম সিটি । ছবির নাম 'ডিকশনারি' । ব্রাত্য বসুর পরিচালনায় আসতে চলেছে এই ছবি । শুটিংয়ের আগে ফিল্ম সিটিতে ভালো করে রেইকি করে গেলেন ব্রাত্য । সামনের সপ্তাহ থেকেই নাকি শুরু হবে 'ডিকশনারি'-র শুটিং ।


ব্রাত্য ছাড়াও এই ছবির অন্যান্য কলাকুশলীরা উপস্থিত ছিলেন এদিন, ছিলেন প্রযোজক এবং আর্ট ডিরেক্টরও । ফিল্ম সিটির শুটিং জ়োনে রেল স্টেশনের লোকেশন ঘুরে দেখলেন তাঁরা ।

bratya basu shooting
চলছে রেইকি..

এর আগেও মেদিনীপুরের জঙ্গলমহলে একাধিক সিনেমার শুটিং হয়েছে । শুটিং হয়েছে সৌমিত্র চট্টোপাধ্যায় অভিনীত সিনেমারও । তবে কোরোনার কারণে দীর্ঘদিন শুটিং বন্ধ থাকার পর এই প্রথম ফিল্ম সিটির দরজা খুলে গেল 'ডিকশনারি'-র জন্য ।

ফিল্ম সিটির ম্যানেজার আনন্দ মুখার্জি জানালেন, সিনেমার জন্য উপযুক্ত লোকেশন দেখতে এদিন ব্রাত্যবাবু ফিল্ম সিটিতে এসেছিলেন । তৃণমূল সাংসদ ও অভিনেত্রী নুসরত জাহান, আবির চ্যাটার্জি, পরমব্রত চ্যাটার্জি ও বাংলাদেশের শিল্পী মোশারফ করিমকেও দেখা যাবে 'ডিকশনারি'-তে ।

দেখে নিন ভিডিয়ো..

ফিল্ম সিটিতে ব্রাত্য

ইতিমধ্যে বোলপুরে কিছুটা শুটিং হয়ে গেছে 'ডিকশনারি'-র । তারপর কোরোনার কারণে লম্বা বিরতি । ফের পুরোদমে উঠে পড়ে লেগেছে ছবির টিম ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.