ETV Bharat / sitara

OTT-তেই মুক্তি পাচ্ছে 'ব্রহ্মদৈত্য' - OTT

কথা ছিল পরিস্থিতি স্বাভাবিক থাকলে হলে মুক্তি পাবে 'ব্রহ্মদৈত্য'। কিন্তু, কোরোনা পরিস্থিতি ঠিক না হওয়ায় এখনও খোলেনি সিনেমা হল । তাই ডিজিটাল প্ল্যাটফর্মেই মুক্তি পাচ্ছে ছবিটি ।

hg
gf
author img

By

Published : Sep 8, 2020, 11:47 PM IST

কলকাতা : অভিরূপ ঘোষের শেষ মুক্তিপ্রাপ্ত ছবি ছিল 'জম্বিস্তান'। পরবর্তী ছবি 'ব্রহ্মদৈত্য'। 11 সেপ্টেম্বর SVF এন্টারটেনমেন্টের ডিজিটাল প্ল্যাটফর্মে মুক্তি পেতে চলেছে ছবিটি ।

কথা ছিল পরিস্থিতি স্বাভাবিক থাকলে হলে মুক্তি পাবে 'ব্রহ্মদৈত্য'। কিন্তু, কোরোনা পরিস্থিতি ঠিক না হওয়ায় এখনও খোলেনি সিনেমা হল । তাই ডিজিটাল প্ল্যাটফর্মেই মুক্তি পাচ্ছে ছবিটি ।

sdf
.

যদিও বাঙালি পরিচালক কিংবা প্রযোজকরা কেউই ছবি মুক্তির জন্য অনলাইন প্ল্যাটফর্মকে সমর্থন করছেন না । তাঁদের অধিকাংশের কাছেই সিনেমা হলই এখনও পর্যন্ত সর্বশ্রেষ্ঠ ছবি মুক্তির মাধ্যম ।

হইচইতেই পরপর দুটি ছবি মুক্তি পেল কোরোনা পরিস্থিতির মধ্যে । একটি 'ডিটেকটিভ', অন্যটি 'তাসের ঘর'। এরপরই মুক্তি পাচ্ছে অভিরূপ ঘোষের 'ব্রহ্মদৈত্য'।

sdf
সায়নী ঘোষ

এই ছবির মুখ্যচরিত্রে রয়েছেন অভিনেত্রী সায়নী ঘোষ । রুদ্রনীল ঘোষ এবং অনিন্দ্য চট্টোপাধ্যায় রয়েছেন ক্যামিও চরিত্রে । অন্য দুটি চরিত্রে অভিনয় করেছেন সৌমাল্য দত্ত এবং সৌমান বোস ।

jkg
.

ছবি সম্পর্কে ETV ভারতকে পরিচালক বলেন, "স্পিরিচুয়াল গল্প এটি । গত বছর মে-জুন মাসে শুটিং হয়েছিল । এবছরই আমাদের হলে রিলিজ় করার পরিকল্পনা ছিল । কোরোনার কারণে বিষয়টা পিছিয়েছে । এখন যেহেতু হল খুলছে না, তাই আমরা অনলাইনে রিলিজ় করে দিচ্ছি ।"

কলকাতা : অভিরূপ ঘোষের শেষ মুক্তিপ্রাপ্ত ছবি ছিল 'জম্বিস্তান'। পরবর্তী ছবি 'ব্রহ্মদৈত্য'। 11 সেপ্টেম্বর SVF এন্টারটেনমেন্টের ডিজিটাল প্ল্যাটফর্মে মুক্তি পেতে চলেছে ছবিটি ।

কথা ছিল পরিস্থিতি স্বাভাবিক থাকলে হলে মুক্তি পাবে 'ব্রহ্মদৈত্য'। কিন্তু, কোরোনা পরিস্থিতি ঠিক না হওয়ায় এখনও খোলেনি সিনেমা হল । তাই ডিজিটাল প্ল্যাটফর্মেই মুক্তি পাচ্ছে ছবিটি ।

sdf
.

যদিও বাঙালি পরিচালক কিংবা প্রযোজকরা কেউই ছবি মুক্তির জন্য অনলাইন প্ল্যাটফর্মকে সমর্থন করছেন না । তাঁদের অধিকাংশের কাছেই সিনেমা হলই এখনও পর্যন্ত সর্বশ্রেষ্ঠ ছবি মুক্তির মাধ্যম ।

হইচইতেই পরপর দুটি ছবি মুক্তি পেল কোরোনা পরিস্থিতির মধ্যে । একটি 'ডিটেকটিভ', অন্যটি 'তাসের ঘর'। এরপরই মুক্তি পাচ্ছে অভিরূপ ঘোষের 'ব্রহ্মদৈত্য'।

sdf
সায়নী ঘোষ

এই ছবির মুখ্যচরিত্রে রয়েছেন অভিনেত্রী সায়নী ঘোষ । রুদ্রনীল ঘোষ এবং অনিন্দ্য চট্টোপাধ্যায় রয়েছেন ক্যামিও চরিত্রে । অন্য দুটি চরিত্রে অভিনয় করেছেন সৌমাল্য দত্ত এবং সৌমান বোস ।

jkg
.

ছবি সম্পর্কে ETV ভারতকে পরিচালক বলেন, "স্পিরিচুয়াল গল্প এটি । গত বছর মে-জুন মাসে শুটিং হয়েছিল । এবছরই আমাদের হলে রিলিজ় করার পরিকল্পনা ছিল । কোরোনার কারণে বিষয়টা পিছিয়েছে । এখন যেহেতু হল খুলছে না, তাই আমরা অনলাইনে রিলিজ় করে দিচ্ছি ।"

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.