ETV Bharat / sitara

লকডাউনে কীভাবে দিন কাটাচ্ছেন বনি

লকডাউনে কেমনভাবে দিন কাটছে বনির ? তা ETV ভারত সিতারার সঙ্গে শেয়ার করলেন তিনি ।

author img

By

Published : May 21, 2020, 3:09 PM IST

sdf
sdf

কলকাতা : লকডাউনে মানুষের জীবন পাটলেছে অনেকটাই । অনেকে অনেকধরনের উপলব্ধি করছেন, ফাঁকা সময়ে শিখছেন অনেক কিছু । এই পরিস্থিতিতে তারকারা নতুন কী শিখলেন ? প্রিয়জনের সঙ্গে সম্পর্ক আরও কতটা জমে উঠল ? এই সব বিষয় জানতে অভিনেতা বনি সেনগুপ্তর সঙ্গে যোগাযোগ করেছিল ETV ভারত সিতারা ।

বনি বলেন, "যা পরিস্থিতি চলছে, ঢাল তৈরি করতে হবে । আমার সবচেয়ে বেশি চিন্তা রাস্তায় থাকা পশুদের নিয়ে । ওরা কোনও আস্তানা পাচ্ছেন না ।"

ads
.

কিছুদিন আগেই ছিল গার্লফ্রেন্ড কৌশানীর জন্মদিন । কেমনভাবে সেলিব্রেট করেছিলেন ? লকডাউনে কেমনভাবে সময় কাটাচ্ছেন বনি ? উত্তরে বলেন, "বাড়িতেই আছি । কোথাও তো যাওয়ার নেই । কয়েকদিন আগেই কৌশানীর জন্মদিন গেল । সেদিনই বাড়ি থেকে বেড়িয়েছিলাম কিছুক্ষণের জন্য । কৌশানীও তো ওর বাড়িতেই আছে ।"

asd
.

EIMPA-র প্রেসিডেন্ট পিয়া সেনগুপ্ত ও পরিচালক অনুপ সেনগুপ্ত হলেন বনির বাবা-মা । সারাদিন এখন তাঁদের সঙ্গে সময় কাটাচ্ছেন বনি । বলেন, "মা অনেক কিছু রান্না করে খাওয়াচ্ছে । খুব ভালো রান্না করে মা । এদিকে কৌশানীও পুরোপুরি শেফ হয়ে গেছে । কৌশনীর কাছেই ভিডিয়োকলে রান্না করা শিখেছি । প্যানকেক, চিলি গার্লিক টোস্টের মতো স্ন্যাকস বানিয়েছিলাম । বানিয়ে বাবা-মাকে খাইয়েছি ।"

asd
.

ফিটনেস ফ্রিক বনি প্রায় দু'মাস জিমমুখো হননি । তাই বিকল্প উপায়ে দেহের পরিচর্চা করছেন । বলেন, "মা তো নানা রান্না করে খাইয়েই চলেছেন । ওয়েট বাড়ছে । তাই বিকল্প উপায় বের করছি । অনলাইনে যোগা ক্লাস চলছে । ফ্রি হ্যান্ড এক্সারসাইজ় করছি । ছাদে হাঁটাহাঁটি করছি, দৌড়াচ্ছি ।"

ad
.

এছাড়াও, ওয়েব সিরিজ় দেখে সময় কাটাচ্ছেন বনি । তাঁর নিজেরই চারটে ছবি মুক্তি পাওয়ার কথা ছিল । বলেন, "আমার চারটে ছবি রিলিজ়ের জন্য লাইনড আপ হয়ে আছে । এমনকী, ডাবিংও হয়ে আছে ।"

asd
.

OTT প্ল্যাটফর্মে ছবি রিলিজ় নিয়ে মুখ খুললেন বনি । বললেন, "হলের মালিকদের জন্য খুব বড় লস । এটা খুব কঠিন একটা পরিস্থিতি । এখন কিন্তু সিনেমা হলে গিয়ে সিনেমা দেখাও খুব রিস্কি । আমি তো অন্তত সেই রিস্ক নেব না 4 থেকে 5 মাস । সিনামেগুলোও এমনি পরে থাকলে পুরোনো হয়ে যাবে । সেটা যদি OTT প্ল্যাটফর্মে মুক্তি পায়ও, দর্শক এন্টারটেনমেন্ট হিসেবে সেটা পাবে । পোস্ট প্রোডাকশনও তো অনুমতি পাওয়া গেছে । সেখানেও তো একটা সুবিধে ।"

কলকাতা : লকডাউনে মানুষের জীবন পাটলেছে অনেকটাই । অনেকে অনেকধরনের উপলব্ধি করছেন, ফাঁকা সময়ে শিখছেন অনেক কিছু । এই পরিস্থিতিতে তারকারা নতুন কী শিখলেন ? প্রিয়জনের সঙ্গে সম্পর্ক আরও কতটা জমে উঠল ? এই সব বিষয় জানতে অভিনেতা বনি সেনগুপ্তর সঙ্গে যোগাযোগ করেছিল ETV ভারত সিতারা ।

বনি বলেন, "যা পরিস্থিতি চলছে, ঢাল তৈরি করতে হবে । আমার সবচেয়ে বেশি চিন্তা রাস্তায় থাকা পশুদের নিয়ে । ওরা কোনও আস্তানা পাচ্ছেন না ।"

ads
.

কিছুদিন আগেই ছিল গার্লফ্রেন্ড কৌশানীর জন্মদিন । কেমনভাবে সেলিব্রেট করেছিলেন ? লকডাউনে কেমনভাবে সময় কাটাচ্ছেন বনি ? উত্তরে বলেন, "বাড়িতেই আছি । কোথাও তো যাওয়ার নেই । কয়েকদিন আগেই কৌশানীর জন্মদিন গেল । সেদিনই বাড়ি থেকে বেড়িয়েছিলাম কিছুক্ষণের জন্য । কৌশানীও তো ওর বাড়িতেই আছে ।"

asd
.

EIMPA-র প্রেসিডেন্ট পিয়া সেনগুপ্ত ও পরিচালক অনুপ সেনগুপ্ত হলেন বনির বাবা-মা । সারাদিন এখন তাঁদের সঙ্গে সময় কাটাচ্ছেন বনি । বলেন, "মা অনেক কিছু রান্না করে খাওয়াচ্ছে । খুব ভালো রান্না করে মা । এদিকে কৌশানীও পুরোপুরি শেফ হয়ে গেছে । কৌশনীর কাছেই ভিডিয়োকলে রান্না করা শিখেছি । প্যানকেক, চিলি গার্লিক টোস্টের মতো স্ন্যাকস বানিয়েছিলাম । বানিয়ে বাবা-মাকে খাইয়েছি ।"

asd
.

ফিটনেস ফ্রিক বনি প্রায় দু'মাস জিমমুখো হননি । তাই বিকল্প উপায়ে দেহের পরিচর্চা করছেন । বলেন, "মা তো নানা রান্না করে খাইয়েই চলেছেন । ওয়েট বাড়ছে । তাই বিকল্প উপায় বের করছি । অনলাইনে যোগা ক্লাস চলছে । ফ্রি হ্যান্ড এক্সারসাইজ় করছি । ছাদে হাঁটাহাঁটি করছি, দৌড়াচ্ছি ।"

ad
.

এছাড়াও, ওয়েব সিরিজ় দেখে সময় কাটাচ্ছেন বনি । তাঁর নিজেরই চারটে ছবি মুক্তি পাওয়ার কথা ছিল । বলেন, "আমার চারটে ছবি রিলিজ়ের জন্য লাইনড আপ হয়ে আছে । এমনকী, ডাবিংও হয়ে আছে ।"

asd
.

OTT প্ল্যাটফর্মে ছবি রিলিজ় নিয়ে মুখ খুললেন বনি । বললেন, "হলের মালিকদের জন্য খুব বড় লস । এটা খুব কঠিন একটা পরিস্থিতি । এখন কিন্তু সিনেমা হলে গিয়ে সিনেমা দেখাও খুব রিস্কি । আমি তো অন্তত সেই রিস্ক নেব না 4 থেকে 5 মাস । সিনামেগুলোও এমনি পরে থাকলে পুরোনো হয়ে যাবে । সেটা যদি OTT প্ল্যাটফর্মে মুক্তি পায়ও, দর্শক এন্টারটেনমেন্ট হিসেবে সেটা পাবে । পোস্ট প্রোডাকশনও তো অনুমতি পাওয়া গেছে । সেখানেও তো একটা সুবিধে ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.