ETV Bharat / sitara

কপিল দেবের দ্রুত সুস্থতা কামনা বলি তারকাদের - Kapil Dev

হৃদরোগে আক্রান্ত কপিল দেব । দিল্লির একটি হাসপাতালে তাঁকে ভরতি করা হয়েছে । তাঁর দ্রুত সুস্থতা কামনা করেছেন একাধিক বলি তারকা ।

asd
asd
author img

By

Published : Oct 23, 2020, 9:30 PM IST

মুম্বই : হৃদরোগে আক্রান্ত কপিল দেব । দিল্লির একটি বেসরকারি হাসপাতালে তাঁকে ভরতি করা হয়েছে । অ্যাঞ্জিওপ্লাস্টি করা হয়েছে তাঁর । আপাতত তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল । চিকিৎসক অতুল মাথুরের তত্ত্বাবধানে তাঁর চিকিৎসা চলছে ।

বিশ্বকাপজয়ী প্রাক্তন এই ক্রিকেট অধিনায়কের অসুস্থতার কথা প্রকাশ্যে আসতেই উদ্বিগ্ন হয়ে পড়ে ক্রীড়া মহল । প্রত্যেকেই তাঁর দ্রুত সুস্থতা কামনা করছেন । ক্রীড়া মহলের পাশাপাশি তাঁর দ্রুত সুস্থতা কামনা করেছেন একাধিক বলি তারকা । সেই তালিকায় রয়েছেন শাহরুখ খান থেকে শুরু করে রীতেশ দেশমুখ, আফতাব শিবদাসানি সহ আরও অনেকেই ।

টুইটারে শাহরুখ লেখেন, "খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন ! আপনার বোলিং ও ব্যাটিংয়ের মতো তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন এই কামনা করি । অনেক ভালোবাসা"।

  • Get well sooner than soon Paaji! @therealkapildev wishing you a speedy recovery as fast as your bowling & batting. Love to you sir

    — Shah Rukh Khan (@iamsrk) October 23, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আফতাব শিবদাসানি লেখেন, "দ্রুত সুস্থ হয়ে উঠুন, অনেক শুভেচ্ছা পাজি ।"

asd
আফতাব শিবদাসানির পোস্ট

রীতেশ দেশমুখ লেখেন, "আপনার দ্রুত সুস্থতা কামনা করি । তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন ।"

রিচা চাড্ডা লেখেন, "তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন স্যার ! কপিল দেব"।

'83' ছবিতে কপিল দেবের চরিত্রে অভিনয় করেছেন রণবীর সিং । প্রাক্তন এই ক্রিকেট অধিনায়কের শারীরিক অবস্থা নিয়ে তিনিও উদ্বিগ্ন । তাঁর দ্রুত সুস্থতা কামনা করে টুইট করেন তিনি ।

  • The Legend @therealkapildev embodies strength and resilience 💪🏽 Praying for a speedy recovery of my main man ❤️🧿🙏🏽

    — Ranveer Singh (@RanveerOfficial) October 23, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

বিশ্ব ক্রিকেটে ভারতের স্থান তৈরিতে কপিল দেবের ভূমিকা প্রশংসনীয় । 225টি একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন তিনি । 253টি উইকেট নিয়েছেন । 3783 রান করেছেন । 1983 সালে ভারত তাঁরই অধিনায়কত্বে বিশ্বকাপ জয় করে ।

মুম্বই : হৃদরোগে আক্রান্ত কপিল দেব । দিল্লির একটি বেসরকারি হাসপাতালে তাঁকে ভরতি করা হয়েছে । অ্যাঞ্জিওপ্লাস্টি করা হয়েছে তাঁর । আপাতত তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল । চিকিৎসক অতুল মাথুরের তত্ত্বাবধানে তাঁর চিকিৎসা চলছে ।

বিশ্বকাপজয়ী প্রাক্তন এই ক্রিকেট অধিনায়কের অসুস্থতার কথা প্রকাশ্যে আসতেই উদ্বিগ্ন হয়ে পড়ে ক্রীড়া মহল । প্রত্যেকেই তাঁর দ্রুত সুস্থতা কামনা করছেন । ক্রীড়া মহলের পাশাপাশি তাঁর দ্রুত সুস্থতা কামনা করেছেন একাধিক বলি তারকা । সেই তালিকায় রয়েছেন শাহরুখ খান থেকে শুরু করে রীতেশ দেশমুখ, আফতাব শিবদাসানি সহ আরও অনেকেই ।

টুইটারে শাহরুখ লেখেন, "খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন ! আপনার বোলিং ও ব্যাটিংয়ের মতো তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন এই কামনা করি । অনেক ভালোবাসা"।

  • Get well sooner than soon Paaji! @therealkapildev wishing you a speedy recovery as fast as your bowling & batting. Love to you sir

    — Shah Rukh Khan (@iamsrk) October 23, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আফতাব শিবদাসানি লেখেন, "দ্রুত সুস্থ হয়ে উঠুন, অনেক শুভেচ্ছা পাজি ।"

asd
আফতাব শিবদাসানির পোস্ট

রীতেশ দেশমুখ লেখেন, "আপনার দ্রুত সুস্থতা কামনা করি । তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন ।"

রিচা চাড্ডা লেখেন, "তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন স্যার ! কপিল দেব"।

'83' ছবিতে কপিল দেবের চরিত্রে অভিনয় করেছেন রণবীর সিং । প্রাক্তন এই ক্রিকেট অধিনায়কের শারীরিক অবস্থা নিয়ে তিনিও উদ্বিগ্ন । তাঁর দ্রুত সুস্থতা কামনা করে টুইট করেন তিনি ।

  • The Legend @therealkapildev embodies strength and resilience 💪🏽 Praying for a speedy recovery of my main man ❤️🧿🙏🏽

    — Ranveer Singh (@RanveerOfficial) October 23, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

বিশ্ব ক্রিকেটে ভারতের স্থান তৈরিতে কপিল দেবের ভূমিকা প্রশংসনীয় । 225টি একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন তিনি । 253টি উইকেট নিয়েছেন । 3783 রান করেছেন । 1983 সালে ভারত তাঁরই অধিনায়কত্বে বিশ্বকাপ জয় করে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.