ETV Bharat / sitara

BMC launches RT-PCR tests in Kareena Kapoor building: করিনার আবাসনে আরটি-পিসিআর শিবির বিএমসি-র, নজরে করণের পার্টির অতিথিরা - করিনার করোনা

করিনা কাপুর (Kareena Kapoor covid positive) ও অমৃতা অরোরা করোনায় আক্রান্ত হওয়ার পর তাঁদের বিল্ডিং জুড়ে আরটি-পিসিআর পরীক্ষা করাচ্ছে বৃহন্মুম্বই পৌরনিগম (BMC launches RT-PCR tests in Kareena Kapoor building) ৷ করণ জোহরের (Karan Johar Dinner Guests Tested) পার্টির অন্যান্য অতিথিদেরও করোনা পরীক্ষা হচ্ছে ৷

Karan Johar tests negative for covid 19, BMC launches RT-PCR tests in Kareena Kapoor Amrita Arora buildings
করিনার আবাসনে আরটি-পিসিআর শিবির বিএমসি-র, নজরে করণের পার্টির অতিথিরা
author img

By

Published : Dec 14, 2021, 12:52 PM IST

Updated : Dec 14, 2021, 1:37 PM IST

মুম্বই, 14 ডিসেম্বর: বলিউডের অভিনেত্রী করিনা কাপুর (Kareena Kapoor covid positive) ও অমৃতা অরোরা কোভিড পজিটিভ হওয়ার পর তাঁদের গোটা বিল্ডিংয়ে আরটি-পিসিআর পরীক্ষার শিবির খুলল বৃহন্মুম্বই পৌরনিগম (BMC launches RT-PCR tests in Kareena Kapoor building) ৷ তাঁদের সংস্পর্শে আসা এক ডজনেরও বেশি মানুষের কোভিড পরীক্ষা করানো হয়েছে ৷ গত কয়েকদিনে বেশ কয়েকটি সেলিব্রিটি পার্টিতে যোগ দিয়েছিলেন এই দুই অভিনেত্রী ৷ সেই পার্টিগুলির সব অতিথির করোনা পরীক্ষা করানো হচ্ছে ৷ গত 8 ডিসেম্বর করিনা ও অমৃতা করণ জোহরের (Karan Johar Dinner Guests Tested) পার্টিতে গিয়েছিলেন ৷ সেই পার্টির সব অতিথিদের করোনা পরীক্ষা হচ্ছে ৷

করিনা কাপুর ও অমৃতা অরোরা দুজনেই সম্পূর্ণ টিকাপ্রাপ্ত ৷ তাঁরা কোভিডে আক্রান্ত হওয়ার পর নিজেদের বাড়িতেই আইসোলেশনে রয়েছেন ৷ পিপিই সুট পরে তাঁদের আবাসন সংক্রমণমুক্ত করতে দেখা গিয়েছে পৌর আধিকারিকদের ৷ বিএমসি-র তরফে জানানো হয়েছে, ওমিক্রন নিয়ে আতঙ্কের আবহে নয়া যে নিয়ম কানুন ঠিক করা হয়েছে, সেই অনুযায়ী রোজ আক্রান্ত অভিনেত্রীদের স্বাস্থ্যের প্রতি নজর রাখা হবে ৷

আরও পড়ুন: Kareena Kapoor tests Covid positive : করোনা আক্রান্ত করিনা কাপুর-অমৃতা অরোরা

করিনা ও অমৃতার আবাসনে যে আরটি-পিসিআর শিবির করা হয়েছে, সেখানে বৃহন্মুম্বই পৌরনিগমের মেডিক্যাল টিম থাকছে ৷ তারা বিল্ডিং-এর সবার আরটি-পিসিআর পরীক্ষা করাবে ৷ পরীক্ষা করার পাশাপাশি নিয়মিত ওই আবসন ও তার আশপাশের এলাকা সংক্রমণমুক্ত করার কাজও করবে বিএমসি ৷ করিনা কাপুরের বাড়ির বাইরে এই সংক্রান্ত একটি পোস্টারও সাঁটিয়েছে পৌরনিগম ৷

আরও পড়ুন : Kareena Kapoor: জন্মদিনে সমুদ্র সৈকতে সইফের আলিঙ্গনে করিনা

জানা গিয়েছে, পরিচালক-অভিনেতা সোহেল খানের স্ত্রী সীমা খানই প্রথম করোনায় আক্রান্ত হয়েছিলেন ৷ তারপরই রবিবার কোভিড পজিটিভ হন করিনা ও অমৃতা ৷ গত 8 ডিসেম্বর করণ জোহরের পার্টিতে করিনা ও অমৃতার সংস্পর্শে আসেন সীমা ৷

আরও পড়ুন: জন্মদিনে রিটার্ন গিফ্ট রণবীরের ! করণ জোহরের ফিল্মে তাঁর সঙ্গী আলিয়া

মুম্বই, 14 ডিসেম্বর: বলিউডের অভিনেত্রী করিনা কাপুর (Kareena Kapoor covid positive) ও অমৃতা অরোরা কোভিড পজিটিভ হওয়ার পর তাঁদের গোটা বিল্ডিংয়ে আরটি-পিসিআর পরীক্ষার শিবির খুলল বৃহন্মুম্বই পৌরনিগম (BMC launches RT-PCR tests in Kareena Kapoor building) ৷ তাঁদের সংস্পর্শে আসা এক ডজনেরও বেশি মানুষের কোভিড পরীক্ষা করানো হয়েছে ৷ গত কয়েকদিনে বেশ কয়েকটি সেলিব্রিটি পার্টিতে যোগ দিয়েছিলেন এই দুই অভিনেত্রী ৷ সেই পার্টিগুলির সব অতিথির করোনা পরীক্ষা করানো হচ্ছে ৷ গত 8 ডিসেম্বর করিনা ও অমৃতা করণ জোহরের (Karan Johar Dinner Guests Tested) পার্টিতে গিয়েছিলেন ৷ সেই পার্টির সব অতিথিদের করোনা পরীক্ষা হচ্ছে ৷

করিনা কাপুর ও অমৃতা অরোরা দুজনেই সম্পূর্ণ টিকাপ্রাপ্ত ৷ তাঁরা কোভিডে আক্রান্ত হওয়ার পর নিজেদের বাড়িতেই আইসোলেশনে রয়েছেন ৷ পিপিই সুট পরে তাঁদের আবাসন সংক্রমণমুক্ত করতে দেখা গিয়েছে পৌর আধিকারিকদের ৷ বিএমসি-র তরফে জানানো হয়েছে, ওমিক্রন নিয়ে আতঙ্কের আবহে নয়া যে নিয়ম কানুন ঠিক করা হয়েছে, সেই অনুযায়ী রোজ আক্রান্ত অভিনেত্রীদের স্বাস্থ্যের প্রতি নজর রাখা হবে ৷

আরও পড়ুন: Kareena Kapoor tests Covid positive : করোনা আক্রান্ত করিনা কাপুর-অমৃতা অরোরা

করিনা ও অমৃতার আবাসনে যে আরটি-পিসিআর শিবির করা হয়েছে, সেখানে বৃহন্মুম্বই পৌরনিগমের মেডিক্যাল টিম থাকছে ৷ তারা বিল্ডিং-এর সবার আরটি-পিসিআর পরীক্ষা করাবে ৷ পরীক্ষা করার পাশাপাশি নিয়মিত ওই আবসন ও তার আশপাশের এলাকা সংক্রমণমুক্ত করার কাজও করবে বিএমসি ৷ করিনা কাপুরের বাড়ির বাইরে এই সংক্রান্ত একটি পোস্টারও সাঁটিয়েছে পৌরনিগম ৷

আরও পড়ুন : Kareena Kapoor: জন্মদিনে সমুদ্র সৈকতে সইফের আলিঙ্গনে করিনা

জানা গিয়েছে, পরিচালক-অভিনেতা সোহেল খানের স্ত্রী সীমা খানই প্রথম করোনায় আক্রান্ত হয়েছিলেন ৷ তারপরই রবিবার কোভিড পজিটিভ হন করিনা ও অমৃতা ৷ গত 8 ডিসেম্বর করণ জোহরের পার্টিতে করিনা ও অমৃতার সংস্পর্শে আসেন সীমা ৷

আরও পড়ুন: জন্মদিনে রিটার্ন গিফ্ট রণবীরের ! করণ জোহরের ফিল্মে তাঁর সঙ্গী আলিয়া

Last Updated : Dec 14, 2021, 1:37 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.