ETV Bharat / sitara

করোনায় আক্রান্ত পার্নো মিত্র, দিতে পারলেন না ভোট

বিজেপি প্রার্থী পার্নো মিত্র কোভিড পজ়িটিভ ৷ টুইটারে তিনি এই খবর জানিয়েছেন ৷ এই কারণে তাঁর ভোট দেওয়াও হবে না বলে তিনি জানিয়েছেন ৷

BJP candidate actor Parno Mittra tests positive for covid 19
করোনায় আক্রান্ত পার্নো মিত্র
author img

By

Published : Apr 26, 2021, 10:54 AM IST

Updated : Apr 26, 2021, 12:09 PM IST

কলকাতা, 26 এপ্রিল: করোনাভাইরাসে আক্রান্ত অভিনেত্রী তথা বিজেপি প্রার্থী পার্নো মিত্র ৷ নিজেই টুইটে এ কথা জানিয়েছেন তিনি ৷ সম্প্রতি তাঁর সংস্পর্শে আসা সবাইকে কোয়ারান্টিনে থাকার পরামর্শ দিয়েছেন তিনি ৷ কোভিডে আক্রান্ত হওয়ার জন্য তিনি ভোট দিতে পারবেন না ৷

সোমবার টুইটে বরানগরের বিজেপি প্রার্থী লিখেছেন, "সবার সঙ্গে একটা গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করতে চাই ৷ আমি কোভিড পজ়িটিভ ৷ গত 7 দিনে যাঁরাই আমার সংস্পর্শে এসেছেন তাঁদের আমার অনুরোধ, দয়া করে নিজেদের কোয়ারান্টিনে রাখুন, পরীক্ষা করান ও যত্ন নিন ৷"

কোভিড পরিস্থিতিতে সবাইকে সতর্ক থাকার পরামর্শ দিয়ে পার্নো লিখেছেন, "সবাই অনুগ্রহ করে সুরক্ষিত থাকুন ও মেডিক্যাল মাস্ক ও ফেস মাস্ক পরুন ৷"

  • I wish to share an important update with everyone. I have tested COVID positive .I request Whoever has been in, or come into, contact with me in the last 7 days, please do quarantine yourselves, get tested and take care.
    Lastly,
    please continue to be safe and wear mask 😷 pic.twitter.com/vMfePT2wRk

    — Parno Mittra (@parnomittra) April 26, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

টুইটে একটি বার্তাও পোস্ট করেছেন অভিনেত্রী ৷ সেখানে তিনি লিখেছেন, করোনায় আক্রান্ত হওয়ার জন্য তিনি ভোট দিতে যেতে পারবেন না ৷ রাজনীতির জগতে আগামীদিনে নিজের সফরও প্রত্যক্ষ করতে পারবেন না ৷ তবে তাঁর সফর শেষ হতে এখনও অনেক দেরি বলে জানিয়েছেন পার্নো ৷

আরও পড়ুন: দ্বিতীয়বার করোনায় আক্রান্ত বাবুল, পজ়িটিভ তাঁর স্ত্রী-ও

চলতি বিধানসভা নির্বাচনে বরানগর কেন্দ্রে বিজেপির প্রার্থী হয়েছেন তিনি ৷ তাঁর কেন্দ্রে ভোট শেষ হয়ে গিয়েছে ৷ প্রচারের জন্য কলকাতার বাড়ি ছেড়ে বরানগরে বাড়ি ভাড়া নিয়ে কিছুদিন ছিলেন অভিনেত্রী ৷ প্রচার মিছিলে ও ভোটের দিন তাঁর এলাকায় কিছু বিক্ষিপ্ত অশান্তি বাঁধে ৷ তবে জেতার ব্যাপারে তিনি আত্মবিশ্বাসী রয়েছেন ৷

করোনায় পরিস্থিতি ক্রমে ভয়াবহ হচ্ছে ৷ সাধারণ মানুষ থেকে সেলিব্রিটি, রাজনীতিক একে একে আক্রান্ত হচ্ছেন ৷ গতকালই ভাইরাসে আক্রান্ত হয়েছেন বিজেপির আর এক প্রার্থী বাবুল সুপ্রিয় ৷ দেশের দৈনিক সংক্রমণ সাড়ে তিন লাখ ছাড়িয়ে গিয়েছে ৷

কলকাতা, 26 এপ্রিল: করোনাভাইরাসে আক্রান্ত অভিনেত্রী তথা বিজেপি প্রার্থী পার্নো মিত্র ৷ নিজেই টুইটে এ কথা জানিয়েছেন তিনি ৷ সম্প্রতি তাঁর সংস্পর্শে আসা সবাইকে কোয়ারান্টিনে থাকার পরামর্শ দিয়েছেন তিনি ৷ কোভিডে আক্রান্ত হওয়ার জন্য তিনি ভোট দিতে পারবেন না ৷

সোমবার টুইটে বরানগরের বিজেপি প্রার্থী লিখেছেন, "সবার সঙ্গে একটা গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করতে চাই ৷ আমি কোভিড পজ়িটিভ ৷ গত 7 দিনে যাঁরাই আমার সংস্পর্শে এসেছেন তাঁদের আমার অনুরোধ, দয়া করে নিজেদের কোয়ারান্টিনে রাখুন, পরীক্ষা করান ও যত্ন নিন ৷"

কোভিড পরিস্থিতিতে সবাইকে সতর্ক থাকার পরামর্শ দিয়ে পার্নো লিখেছেন, "সবাই অনুগ্রহ করে সুরক্ষিত থাকুন ও মেডিক্যাল মাস্ক ও ফেস মাস্ক পরুন ৷"

  • I wish to share an important update with everyone. I have tested COVID positive .I request Whoever has been in, or come into, contact with me in the last 7 days, please do quarantine yourselves, get tested and take care.
    Lastly,
    please continue to be safe and wear mask 😷 pic.twitter.com/vMfePT2wRk

    — Parno Mittra (@parnomittra) April 26, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

টুইটে একটি বার্তাও পোস্ট করেছেন অভিনেত্রী ৷ সেখানে তিনি লিখেছেন, করোনায় আক্রান্ত হওয়ার জন্য তিনি ভোট দিতে যেতে পারবেন না ৷ রাজনীতির জগতে আগামীদিনে নিজের সফরও প্রত্যক্ষ করতে পারবেন না ৷ তবে তাঁর সফর শেষ হতে এখনও অনেক দেরি বলে জানিয়েছেন পার্নো ৷

আরও পড়ুন: দ্বিতীয়বার করোনায় আক্রান্ত বাবুল, পজ়িটিভ তাঁর স্ত্রী-ও

চলতি বিধানসভা নির্বাচনে বরানগর কেন্দ্রে বিজেপির প্রার্থী হয়েছেন তিনি ৷ তাঁর কেন্দ্রে ভোট শেষ হয়ে গিয়েছে ৷ প্রচারের জন্য কলকাতার বাড়ি ছেড়ে বরানগরে বাড়ি ভাড়া নিয়ে কিছুদিন ছিলেন অভিনেত্রী ৷ প্রচার মিছিলে ও ভোটের দিন তাঁর এলাকায় কিছু বিক্ষিপ্ত অশান্তি বাঁধে ৷ তবে জেতার ব্যাপারে তিনি আত্মবিশ্বাসী রয়েছেন ৷

করোনায় পরিস্থিতি ক্রমে ভয়াবহ হচ্ছে ৷ সাধারণ মানুষ থেকে সেলিব্রিটি, রাজনীতিক একে একে আক্রান্ত হচ্ছেন ৷ গতকালই ভাইরাসে আক্রান্ত হয়েছেন বিজেপির আর এক প্রার্থী বাবুল সুপ্রিয় ৷ দেশের দৈনিক সংক্রমণ সাড়ে তিন লাখ ছাড়িয়ে গিয়েছে ৷

Last Updated : Apr 26, 2021, 12:09 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.