ETV Bharat / sitara

Binoy Badal Dinesh : রূপমের কণ্ঠে '8/12'র প্রথম গান বিনয় বাদল দীনেশ - রূপম ইসলামের গান

‘8/12’ ফিল্মের প্রথম গান বিনয় বাদল দীনেশ (Binoy Badal Dinesh) প্রকাশিত হল ৷ সৌম্য ঋতের (Soumya Rit) কথায় ও সুরে এই গানটি গেয়েছেন সঙ্গীতশিল্পী রূপম ইসলাম (Rupam Islam) ৷

Binoy Badal Dinesh, Rupam Islam & Soumya Rit bring the first song of '8/12'
রূপমের কণ্ঠে '8/12'র প্রথম গান বিনয় বাদল দীনেশ
author img

By

Published : Aug 18, 2021, 7:57 PM IST

কলকাতা, 18 অগস্ট : ব্রিটিশদের অত্যাচার, বিপ্লবীদের রক্তক্ষয়ী সংগ্রাম প্রতিফলিত গানের কথায় ও সুরে ৷ এই গান শরীরের রক্ত গরম করে দেয় ৷ এই গান ফিরিয়ে নিয়ে যায় পরাধীন ভারতের প্রেক্ষাপটে ৷ মুক্তি পেল ‘8/12’ ছবির প্রথম গান, বিনয় বাদল দীনেশ (Binoy Badal Dinesh) ৷ সৌম্য ঋতের (Soumya Rit) সৃষ্টিতে প্রাণ প্রতিষ্ঠা করেছেন সঙ্গীতশিল্পী রূপম ইসলাম (Rupam Islam) ৷ নিজের পরিচিত ঢঙেই ৷

কান সিং সোধার কেএসএস প্রোডাকশনস অ্যান্ড এন্টারটেইনমেন্ট প্রযোজিত ‘8/12’ ছবির প্রথম গান উৎসর্গ করা হল দেশের তিন বীর সন্তান বিনয় বসু, বাদল গুপ্ত ও দীনেশ গুপ্তের উদ্দেশে ৷ 75তম স্বাধীনতা দিবস উপলক্ষে টিম ‘8/12’ তাদের প্রথম গান বিনয় বাদল দীনেশ প্রকাশ করেছে ৷ দরাজ কণ্ঠে গানটিকে আরও আকর্ষণীয় করে তুলেছেন রূপম ইসলাম ৷ তিনি বলেছেন, "দেশাত্মবোধক সঙ্গীত আমার খুবই পরিচিত ক্ষেত্র । আমার বাবা ও মা দুজনেই ছিলেন দেশাত্মবোধক সঙ্গীত ও গণসঙ্গীতের নির্মাতা । তাই এই ঘরানার গানের প্রতি আমার টান বহুদিনের । সৌম্য ঋত-এর সুর ও কথায় ‘8/12’ ছবির জন্য যে গানটি আমি গেয়েছি, তার অভিজ্ঞতা সত্যিই খুব আনন্দের । আমি ‘8/12’ ছবির গোটা টিমকে শুভকামনা জানাই ।"

আরও পড়ুন: Saayoni Ghosh: হোটেলে পাওয়ার কাট, কথা বলতেও বাধা ! ত্রিপুরায় বিজেপিকে তুলোধোনা সায়নীর

বিনয় বাদল দীনেশ গানটির সুর স্রষ্টা এবং গীতিকার তরুণ সঙ্গীত পরিচালক সৌম্য ঋত ৷ তাঁর কথায়, "রূপম ইসলামের কণ্ঠে, আমার এই গান আসলে দেশ ও বিনয় বাদল দীনেশের মতো বিপ্লবীদের প্রতি আমার শ্রদ্ধার্ঘ্য। এই গানের সুর রক মিউজিক এবং প্যারেড ঘরানার সঙ্গীতের এক আশ্চর্য মিশ্রণ । আমার উপর ভরসা রেখে স্বাধীন ভাবে এই গান আমায় তৈরি করতে দেওয়ার জন্য প্রযোজক ও পরিচালকের কাছে আমি কৃতজ্ঞ । ধন্যবাদ জানাই আমার সম্পূর্ণ মিউজিকাল টিম এবং অবশ্যই আমার সঙ্গীতের অন্যতম অনুপ্রেরণা রূপম ইসলামকে । তাঁর কণ্ঠের জাদুতে এই গান আরও প্রাণবন্ত হয়ে উঠেছে ।"

আরও পড়ুন: Shilpa Shetty : সুপার ডান্সারের সেটে ফিরে আবেগপ্রবণ শিল্পা

ছবির প্রযোজক কান সিং সোধা এই গান ও ছবির প্রসঙ্গে বলেছেন, "8/12 একটি ভীষণ গুরুত্বপূর্ণ ছবি । আমার বিশ্বাস, এই ছবি সমস্ত সিনেপ্রেমী ও ভারতবাসীর কাছে অত্যন্ত মূল্যবান এক সম্পদ হতে চলেছে । আমরা ডিসেম্বর, 2021- এ ছবিটি মুক্তির কথা ভাবছি । ছবির শুটিং এখনও চলছে ।" তিনি আরও বলেন, "1930 সালে 8 ডিসেম্বর অত্যাচারী ব্রিটিশ শাসক সিম্পসন-এর হাত থেকে দেশকে মুক্ত করার জন্য বিনয় বাদল দীনেশ তাঁদের অসম সাহসী রাইটার্স অভিযান চালিয়েছিলেন । তাঁরা আমাদের অনুপ্রেরণা । আর সেই অনুপ্রেরণার কথা মাথায় রেখেই আমরা স্বাধীনতা দিবসের পূণ্যলগ্নে ছবির প্রথম গানটি নিয়ে এসেছি । বিনয় বাদল দীনেশের অনুপ্রেরণা এই গানের মধ্যে দিয়ে আমরা শ্রোতা দর্শকের হৃদয়ে পৌঁছে দিতে চেষ্টা করেছি ৷"

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

আরও পড়ুন: Deepika Padukone: জিয়া খানের শেষকৃত্যে পরা কুর্তা নিলামে চড়িয়ে রোষের মুখে দীপিকা

‘8/12’ ছবিটি পরিচালনা করছেন অরুণ রায় ৷ তিনিও এই ছবি সম্পর্কে যথেষ্ট আশাবাদী ৷ তাঁর কথায়, "এই ছবির মতো একটা মহাযজ্ঞ আমায় পরিচালনা করার সুযোগ করে দেওয়ার জন্য প্রযোজককে ধন্যবাদ জানাই । সৌম্য ঋতের এই গান আমার সত্যিই খুব পছন্দ হয়েছে । বিনয় বাদল দীনেশের অনুপ্রেরণা তাঁর সঙ্গীতের মধ্যে দিয়ে প্রতিফলিত । ‘8/12’ ছবির প্রথম গানটি নিশ্চিত ভাবেই সমস্ত শ্রোতা দর্শকদের মন ছুঁয়ে যাবে ।"

কলকাতা, 18 অগস্ট : ব্রিটিশদের অত্যাচার, বিপ্লবীদের রক্তক্ষয়ী সংগ্রাম প্রতিফলিত গানের কথায় ও সুরে ৷ এই গান শরীরের রক্ত গরম করে দেয় ৷ এই গান ফিরিয়ে নিয়ে যায় পরাধীন ভারতের প্রেক্ষাপটে ৷ মুক্তি পেল ‘8/12’ ছবির প্রথম গান, বিনয় বাদল দীনেশ (Binoy Badal Dinesh) ৷ সৌম্য ঋতের (Soumya Rit) সৃষ্টিতে প্রাণ প্রতিষ্ঠা করেছেন সঙ্গীতশিল্পী রূপম ইসলাম (Rupam Islam) ৷ নিজের পরিচিত ঢঙেই ৷

কান সিং সোধার কেএসএস প্রোডাকশনস অ্যান্ড এন্টারটেইনমেন্ট প্রযোজিত ‘8/12’ ছবির প্রথম গান উৎসর্গ করা হল দেশের তিন বীর সন্তান বিনয় বসু, বাদল গুপ্ত ও দীনেশ গুপ্তের উদ্দেশে ৷ 75তম স্বাধীনতা দিবস উপলক্ষে টিম ‘8/12’ তাদের প্রথম গান বিনয় বাদল দীনেশ প্রকাশ করেছে ৷ দরাজ কণ্ঠে গানটিকে আরও আকর্ষণীয় করে তুলেছেন রূপম ইসলাম ৷ তিনি বলেছেন, "দেশাত্মবোধক সঙ্গীত আমার খুবই পরিচিত ক্ষেত্র । আমার বাবা ও মা দুজনেই ছিলেন দেশাত্মবোধক সঙ্গীত ও গণসঙ্গীতের নির্মাতা । তাই এই ঘরানার গানের প্রতি আমার টান বহুদিনের । সৌম্য ঋত-এর সুর ও কথায় ‘8/12’ ছবির জন্য যে গানটি আমি গেয়েছি, তার অভিজ্ঞতা সত্যিই খুব আনন্দের । আমি ‘8/12’ ছবির গোটা টিমকে শুভকামনা জানাই ।"

আরও পড়ুন: Saayoni Ghosh: হোটেলে পাওয়ার কাট, কথা বলতেও বাধা ! ত্রিপুরায় বিজেপিকে তুলোধোনা সায়নীর

বিনয় বাদল দীনেশ গানটির সুর স্রষ্টা এবং গীতিকার তরুণ সঙ্গীত পরিচালক সৌম্য ঋত ৷ তাঁর কথায়, "রূপম ইসলামের কণ্ঠে, আমার এই গান আসলে দেশ ও বিনয় বাদল দীনেশের মতো বিপ্লবীদের প্রতি আমার শ্রদ্ধার্ঘ্য। এই গানের সুর রক মিউজিক এবং প্যারেড ঘরানার সঙ্গীতের এক আশ্চর্য মিশ্রণ । আমার উপর ভরসা রেখে স্বাধীন ভাবে এই গান আমায় তৈরি করতে দেওয়ার জন্য প্রযোজক ও পরিচালকের কাছে আমি কৃতজ্ঞ । ধন্যবাদ জানাই আমার সম্পূর্ণ মিউজিকাল টিম এবং অবশ্যই আমার সঙ্গীতের অন্যতম অনুপ্রেরণা রূপম ইসলামকে । তাঁর কণ্ঠের জাদুতে এই গান আরও প্রাণবন্ত হয়ে উঠেছে ।"

আরও পড়ুন: Shilpa Shetty : সুপার ডান্সারের সেটে ফিরে আবেগপ্রবণ শিল্পা

ছবির প্রযোজক কান সিং সোধা এই গান ও ছবির প্রসঙ্গে বলেছেন, "8/12 একটি ভীষণ গুরুত্বপূর্ণ ছবি । আমার বিশ্বাস, এই ছবি সমস্ত সিনেপ্রেমী ও ভারতবাসীর কাছে অত্যন্ত মূল্যবান এক সম্পদ হতে চলেছে । আমরা ডিসেম্বর, 2021- এ ছবিটি মুক্তির কথা ভাবছি । ছবির শুটিং এখনও চলছে ।" তিনি আরও বলেন, "1930 সালে 8 ডিসেম্বর অত্যাচারী ব্রিটিশ শাসক সিম্পসন-এর হাত থেকে দেশকে মুক্ত করার জন্য বিনয় বাদল দীনেশ তাঁদের অসম সাহসী রাইটার্স অভিযান চালিয়েছিলেন । তাঁরা আমাদের অনুপ্রেরণা । আর সেই অনুপ্রেরণার কথা মাথায় রেখেই আমরা স্বাধীনতা দিবসের পূণ্যলগ্নে ছবির প্রথম গানটি নিয়ে এসেছি । বিনয় বাদল দীনেশের অনুপ্রেরণা এই গানের মধ্যে দিয়ে আমরা শ্রোতা দর্শকের হৃদয়ে পৌঁছে দিতে চেষ্টা করেছি ৷"

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

আরও পড়ুন: Deepika Padukone: জিয়া খানের শেষকৃত্যে পরা কুর্তা নিলামে চড়িয়ে রোষের মুখে দীপিকা

‘8/12’ ছবিটি পরিচালনা করছেন অরুণ রায় ৷ তিনিও এই ছবি সম্পর্কে যথেষ্ট আশাবাদী ৷ তাঁর কথায়, "এই ছবির মতো একটা মহাযজ্ঞ আমায় পরিচালনা করার সুযোগ করে দেওয়ার জন্য প্রযোজককে ধন্যবাদ জানাই । সৌম্য ঋতের এই গান আমার সত্যিই খুব পছন্দ হয়েছে । বিনয় বাদল দীনেশের অনুপ্রেরণা তাঁর সঙ্গীতের মধ্যে দিয়ে প্রতিফলিত । ‘8/12’ ছবির প্রথম গানটি নিশ্চিত ভাবেই সমস্ত শ্রোতা দর্শকদের মন ছুঁয়ে যাবে ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.