হায়দরাবাদ, 10 মার্চ: পাঁচ রাজ্যের নির্বাচনের ফলাফল নিয়ে এখন চলছে টানটান উত্তেজনা ৷ পাঞ্জাব, গোয়া,উত্তরপ্রদেশ,মণিপুর এবং উত্তরাখণ্ডে চলছে ভোট গণনা ৷ জনতার আশীর্বাদ পেতে এবার লড়াইয়ে নেমেছেন বেশ কিছু রুপোলি পর্দার তারকাও ৷ এঁদেরই একজন হলেন 'বিকিনি গার্ল' হিসাবে পরিচিত মডেল তথা অভিনেত্রী অর্চনা গৌতম ( Congress Candidate Archana Gautam ) ৷ এবার উত্তরপ্রদেশে কংগ্রেস প্রার্থী হিসাবে লড়াইয়ে নেমেছেন তিনি ৷ কিন্তু রুপোলি পর্দায় ঝড় তুললেও ভোট ময়দানে ধাক্কা খাচ্ছেন অর্চনা ৷ আপাতত লড়াইয়ে তৃতীয় স্থানে রয়েছেন তিনি ৷
হস্তিনাপুর বিধানসভা আসনে অর্চনা গৌতমের প্রতিপক্ষরা বিজেপির দীনেশ খটিক, সমাজবাদী পার্টির যোগেশ ভার্মা এবং বিএসপির সঞ্জীব কুমার । গত বছর নভেম্বর মাসে কংগ্রেসে যোগদান করেছিলেন অভিনেত্রী তথা মডেল অর্চনা গৌতম ৷ তাঁর যোগদানের পর থেকেই সোশ্য়াল মিডিয়ায় যথেষ্ট ভাইরাল হয়েছিলেন তিনি ৷ হস্তিনাপুরের মত একটি ঐতিহ্য়বাহী বিধানসভায় প্রার্থী হয়েছিলেন তিনি ৷
2018 সালে 'মিস বিকিনি ইন্ডিয়া' এবং পরে ‘মিস বিকিনি ইউনিভার্স’ প্রতিযোগিতায় ভারতের প্রতিনিধিত্ব করেছিলেন তিনি ৷ এর আগে 2014 সালে 'মিস উত্তরপ্রদেশ' খেতাব জিতে নিয়েছিলেন তিনি ৷ এছাড়া 2018 সালে 'মিস কসমো ওয়ার্ল্ড'-এও ভারতের প্রতিনিধি ছিলেন তিনি ৷ উত্তরপ্রদেশে এবার মহিলা প্রার্থীদের উপরেই বেশি জোর দিয়েছিল কংগ্রেস ৷
আরও পড়ুন:গোয়ায় ফল প্রকাশের আগেই রাজ্যপালের সঙ্গে বৈঠকের আর্জি কংগ্রেসের
তবে এখনও পর্যন্ত আসা খবর অনুযায়ী ভাগ্য খুব একটা সুপ্রসন্ন নয় বিকনি গার্লের ৷ এই মুহূর্তে হস্তিনাপুর বিধানসভায় তৃতীয় স্থানে রয়েছেন তিনি ৷ এই আসনে আপাতত এগিয়ে রয়েছে বিজেপি ৷