নিউ দিল্লি : গায়ক-কবি ও চলচ্চিত্র পরিচালক ভূপেন হাজারিকাকে ভারতরত্ন দেওয়া হবে, এই ঘোষণা করা হয়েছিল এই বছরের ২৫ জানুয়ারি। আর আজ সেই বিশেষ দিন এসে উপস্থিত। আজই তাঁকে এই সম্মানে সম্মানিত করা হল।
রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের হাত দিয়ে এই সম্মান তুলে দেওয়া হল গায়কের পুত্র তেজ হাজারিকার হাতে। এর আগে হাজারিকা পদ্মশ্রী, দাদা সাহেব ফালকে, পদ্মবিভূষণ-এর মতো বড় বড় নাগরিক সম্মান পেয়েছেন। তবে ভারতরত্ন দেশের সর্বোচ্চ নাগরিক সম্মান। প্রাক্তন প্রধানমন্ত্রী প্রণব মুখার্জিকেও আজ এই সম্মান প্রদান করা হয়েছে।
১৯২৬ সালের ৮ সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন ভূপেন হাজারিকা। আসাম সহ উত্তর-পূর্ব ভারতের লোকসংগীত প্রচারে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন গায়ক। পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে খুবই জনপ্রিয় ছিলেন ভূপেন হাজারিকা।
ভূপেন হাজারিকার অমায়িক কণ্ঠে রোম্যান্টিক থেকে শুরু করে সামাজিক ও রাজনৈতিক, সমস্ত বিষয়ের গানই ফুটে উঠেছে। তাঁর গলায় দেশাত্মবোধক গান শুনলে গায়ে কাঁটা দিতে বাধ্য। ২০১১ সালের ৫ নভেম্বর তাঁর চলে যাওয়া সংগীত জগতের এক অপূরণীয় ক্ষতি।