ETV Bharat / sitara

শুটিং কভারেজ : 'মায়াকুমারী' নিয়ে কীসের ভয় অরিন্দম শীলের ? - মায়াকুমারী

দক্ষিণ কলকাতার একটি বিলাসবহুল হাউজ়িং কমপ্লেক্সে চলছে 'মায়াকুমারী'র শুটিং । 17 ডিসেম্বর থেকে শুরু হয়েছে শুটিংয়ের কাজ ।

gf
gfh
author img

By

Published : Dec 19, 2019, 7:03 PM IST

কলকাতা : পুজোতে মুক্তি পেয়েছে অরিন্দম শীলের 'মিতিনমাসি'। তারপরই 'মায়াকুমারী'-র কথা ঘোষণা করা হয় । এই ছবির বিষয়বস্তু বাংলা চলচ্চিত্রর 100 বছরকে কেন্দ্র করে । একাধিক তারকা রয়েছেন ছবিতে । ছবিতে রয়েছে ১১টি গান । এটি 'সিনেমার মধ্যে সিনেমা'।

দক্ষিণ কলকাতার একটি বিলাসবহুল হাউজ়িং কমপ্লেক্সে চলছে 'মায়াকুমারী'র শুটিং । 17 ডিসেম্বর থেকে শুরু হয়েছে শুটিংয়ের কাজ । ছবিতে মুখ্যচরিত্রে অভিনয় করছেন ঋতুপর্ণা সেনগুপ্ত, আবীর চট্টোপাধ্যায় এবং রজতাভ দত্ত । এছাড়াও রয়েছেন অরুণিমা ঘোষ, সৌরসেনী মৈত্র, অম্বরীশ ভট্টাচার্য, অরিজিৎ দত্ত, ইন্দ্রাশিস সহ আরও অনেকে ।

অরিন্দম বলেন, "একটি মিউজ়িকাল ছবি 'মায়াকুমারী'। রয়েছে ১১টি গান । পুরোনো দিনের ছবির জন্য অর্ঘ্য বলা যেতে পারে । এই ছবিতে খুব ধরে ধরে কাজ করতে হচ্ছে । এতজন তারকাকে ফ্রেমের মধ্যে আনতে হচ্ছে । জমজমাট তো হবেই । সেটাকে আমরা আরও জমজমাট করে তোলার চেষ্টা করছি । সিনেমার মধ্যে সিনেমা কে করেননি ? মৃণাল সেন থেকে শুরু করে বিশ্বের অনেক পরিচালকই এর উপর ভিত্তি করে ছবি তৈরি করেছেন, তাই ভয়টা সেখানেই ।"

এমন একটি ছবিতে কাজ করতে পেরে খুবই ভালো লাগছে বলে জানিয়েছেন অরুণিমা ঘোষ । বলেন, "অরিন্দমদা একমাত্র এটা ভাবতে পারেন । খুব ইন্টারেস্টিং এবং খুব অন্যধরনের একটা ছবি হতে চলেছে 'মায়াকুমারী'। পুরোনো দিনের ছবি অনেক হয়, কিন্তু যেভাবে মিক্স করা হয়েছে পুরোনো দিন এবং এখনকার দিনকে, সেটা খুবই ইন্টারেস্টিং।"

ছবির স্বার্থে চুলে নীল রং করিয়েছেন অভিনেত্রী সৌরসেনী মৈত্র । বলেন, "নীল হচ্ছে সবচেয়ে উষ্ণ রং। আমার নীল এমনিতেই খুব পছন্দের । চুলে এই রং করে আমার ভালোই লাগছে । কারণ, ডিসেম্বর পার্টি মানথ । আমার মনে হয়, নীল রঙের চুলে মানুষের আমাকে পছন্দ হবে । যদিও আমার মা একেবারেই সহ্য করতে পারছেন না এই রং । তবুও আমার আশা, দর্শকদের পছন্দ হবে ।"

দেখুন ভিডিয়ো

কলকাতা : পুজোতে মুক্তি পেয়েছে অরিন্দম শীলের 'মিতিনমাসি'। তারপরই 'মায়াকুমারী'-র কথা ঘোষণা করা হয় । এই ছবির বিষয়বস্তু বাংলা চলচ্চিত্রর 100 বছরকে কেন্দ্র করে । একাধিক তারকা রয়েছেন ছবিতে । ছবিতে রয়েছে ১১টি গান । এটি 'সিনেমার মধ্যে সিনেমা'।

দক্ষিণ কলকাতার একটি বিলাসবহুল হাউজ়িং কমপ্লেক্সে চলছে 'মায়াকুমারী'র শুটিং । 17 ডিসেম্বর থেকে শুরু হয়েছে শুটিংয়ের কাজ । ছবিতে মুখ্যচরিত্রে অভিনয় করছেন ঋতুপর্ণা সেনগুপ্ত, আবীর চট্টোপাধ্যায় এবং রজতাভ দত্ত । এছাড়াও রয়েছেন অরুণিমা ঘোষ, সৌরসেনী মৈত্র, অম্বরীশ ভট্টাচার্য, অরিজিৎ দত্ত, ইন্দ্রাশিস সহ আরও অনেকে ।

অরিন্দম বলেন, "একটি মিউজ়িকাল ছবি 'মায়াকুমারী'। রয়েছে ১১টি গান । পুরোনো দিনের ছবির জন্য অর্ঘ্য বলা যেতে পারে । এই ছবিতে খুব ধরে ধরে কাজ করতে হচ্ছে । এতজন তারকাকে ফ্রেমের মধ্যে আনতে হচ্ছে । জমজমাট তো হবেই । সেটাকে আমরা আরও জমজমাট করে তোলার চেষ্টা করছি । সিনেমার মধ্যে সিনেমা কে করেননি ? মৃণাল সেন থেকে শুরু করে বিশ্বের অনেক পরিচালকই এর উপর ভিত্তি করে ছবি তৈরি করেছেন, তাই ভয়টা সেখানেই ।"

এমন একটি ছবিতে কাজ করতে পেরে খুবই ভালো লাগছে বলে জানিয়েছেন অরুণিমা ঘোষ । বলেন, "অরিন্দমদা একমাত্র এটা ভাবতে পারেন । খুব ইন্টারেস্টিং এবং খুব অন্যধরনের একটা ছবি হতে চলেছে 'মায়াকুমারী'। পুরোনো দিনের ছবি অনেক হয়, কিন্তু যেভাবে মিক্স করা হয়েছে পুরোনো দিন এবং এখনকার দিনকে, সেটা খুবই ইন্টারেস্টিং।"

ছবির স্বার্থে চুলে নীল রং করিয়েছেন অভিনেত্রী সৌরসেনী মৈত্র । বলেন, "নীল হচ্ছে সবচেয়ে উষ্ণ রং। আমার নীল এমনিতেই খুব পছন্দের । চুলে এই রং করে আমার ভালোই লাগছে । কারণ, ডিসেম্বর পার্টি মানথ । আমার মনে হয়, নীল রঙের চুলে মানুষের আমাকে পছন্দ হবে । যদিও আমার মা একেবারেই সহ্য করতে পারছেন না এই রং । তবুও আমার আশা, দর্শকদের পছন্দ হবে ।"

দেখুন ভিডিয়ো
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.